টিভিতে Netflix চালালে কি দেখব আর কোনটাই বা বাছবো এই ভাবতে ভাবতেই ঘড়ির কাঁটা অনেকটাই পেরিয়ে যায়। পছন্দের জিনিস স্ক্রল করতে করতে স্বাভাবিকভাবেই চলে আসে ক্লান্তি। শেষে সিনেমা বা সিরিজ দেখার ইচ্ছেটাই মাটি হয়ে যায়। তবে এবার সেই ক্লান্তিকর অভিজ্ঞতা থেকে মুক্তি দিতে হোমপেজ ডিজাইনে বড়সড় বদল আনছে নেটফ্লিক্স।
গত এক দশকেরও বেশি সময় পরে টিভির হোমপেজে এটাই সবচেয়ে বড় রদবদল Netflix এর। নতুন এই ইন্টারফেসে আপনার বিনোদনের সময় আরো উপভোগ্য হয়ে উঠবে। স্ক্রিনের অপশনগুলি যাতে সহজেই ব্যবহার করা যায় সেই দিকেই হাঁটছে Netflix। পাশাপাশি, বদল আসছে হোমস্ক্রিনের ডিজাইনে। রিকমেন্ডেশনের ধরনে, এমনকি মেনু নেভিগেশনেও আমূল পরিবর্তন আসছে।
এখন থেকে Netflix-এর টিভির পর্দায় সবসময়ের জন্য Search, Shows, Movies, Games ও My Netflix-এর মতো প্রধান মেনুগুলো চোখের সামনে সাজানো থাকবে। এর ফলে, কিছু দেখার আগে একাধিক মেনু ঘাঁটার দরকার পড়বে না। যা খুঁজছেন, তা এক ক্লিকেই পাবেন হাতের মুঠোয়। টিভি স্ক্রীনের উপর দিকে পরপর খুঁজে পাবেন গুরুত্বপুর্ণ এই অপশনগুলি।

এর সঙ্গে Netflix-এর নতুন ডিজাইনে যুক্ত হয়েছে আরও উন্নত রেকমেন্ডেশন সিস্টেম। আপনি কি দেখছেন, কি ঘাঁটছেন বা কোথায় গিয়ে আপনার পছন্দসই জিনিস দেখছেন- সব বুঝে হোমপেজে আপনার জন্য সাজিয়ে দেওয়া হবে নতুন কনটেন্ট। তাছাড়া, রিকমেন্ডেশন আপডেট হবে রিয়েল টাইমে। অর্থাৎ, আপনি ঠিক যখন যা দেখতে চাইছেন, তার ওপর ভিত্তি করেই অন্য কনটেন্টগুলি উঠে আসবে সামনে।
এর পাশাপাশি, ‘My Netflix’ নামের একটি আলাদা ট্যাবও তৈরি করা হয়েছে নতুন ডিজাইনে। এখানেই থাকবে আপনার দেখা সম্প্রতি কনটেন্ট, ওয়াচলিস্টে রাখা সিনেমা বা সিরিজ, এমনকি রিমাইন্ডার দিয়ে রাখা আগাম মুক্তিপ্রাপ্ত শো। এর ফলে, কোথায় কোনটা রেখেছেন, খুঁজে পেতে আর সময় ব্যয় করতে হবে না।
Netflix-এর নতুন এই ইন্টারফেসে কোনও সিরিজ বা সিনেমায় ক্লিক করলে প্রথমেই তার সংক্ষিপ্ত বিবরণ যেমন দৈর্ঘ্য, কাস্ট, রেটিং, পুরস্কৃত হয়েছে কিনা, এমনকি টপ ১০-এ রয়েছে কিনা ইত্যাদি তথ্যগুলি এক নজরে পেয়ে যাবেন। ফলত, দেখা শুরু করার আগে সেই কনটেন্ট আপনার সময়ের যোগ্য কি না, তা বুঝতে সহজ হবে।
এই আপডেট মূলত ডিজাইন-কেন্দ্রিক হলেও ব্যবহারিক ক্ষেত্রে এর প্রভাব অনেক বেশি। Netflix এর মতে, এটি আপনার ‘ডিসিশন ফ্যাটিগ’ কমাতে অনেকটাই সাহায্য করবে। এছাড়া, কম স্ক্রলিং করে পছন্দের মুভি কিম্বা ওয়েব সিরিজ দেখতে শুরু করতে পারবেন।
প্রথম দফায় ১৯ মে থেকে শুরু হচ্ছে এই রিডিজাইনের রোল-আউট। তারপর ধাপে ধাপে সব স্মার্ট টিভি ও স্ট্রিমিং ডিভাইসে এটি পৌঁছবে। Netflix-এর হোমপেজে ওয়েলকাম মেসেজে ক্লিক করলেই নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে।
Netflix হোমপেজে এর এই পরিবর্তন প্রয়োজন ছিল। যাঁরা এই প্লাটফর্মে নিয়মিত শো দেখেন বা যারা নতুন দেখতে শুরু করেছেন, তাঁদের সকলেরই সুবিধা হবে এই পরিবর্তনে।
সূত্র: Netflix