Monday, January 26

বিনোদন

দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নিচ্ছেন নেহা কক্কর?

অনুরাগী এবং ছবিশিকারীদের উদ্দেশ্যে নেহা আর্তি জানিয়েছেন তাঁর কোনও ছবি বা ভিডিও না তোলার জন্য। তিনি বলেছেন, ‘সবাইকে আমার অনুরোধ, দয়া করে এই সময় আমার ছবি তুলবেন না। আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত গোপনীয়তাকে আপনারা সম্মান করবেন এবং আমাকে স্বাভাবিকভাবে বাঁচতে দেবেন।’
দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নিচ্ছেন নেহা কক্কর?
দীর্ঘদিনের চাপ সামলে কি তিনি ক্লান্ত? ছবি- ইনস্টাগ্রাম। গ্রাফিক- সিবুলেটিন ডট কম।

Neha Kakkar

বিনোদন জগতের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর কি অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন? তাঁর একটি মন্তব্য ঘিরেই অনুরাগীদের মধ্যে এই গুঞ্জন বাড়ছে। আপাতত তিনি নাকি তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবন থেকে বিরতি নিতে চাইছেন। দীর্ঘদিন ধরে দায়িত্ব, সম্পর্ক ও কাজের চাপ সামলানোর পর মানসিকভাবে তিনি ক্লান্তি বোধ করেছেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সবকিছু ছেড়ে নিজেকে আচমকা এভাবে গুটিয়ে নেওয়ার কারণ কি?

নেহা কক্কর সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একখানি নোট শেয়ার করে লিখেছেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজ- এই মুহূর্তে আমি যা যা করছি, সবকিছু থেকেই এবার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না যে এরপর আমি আর ফিরব কিনা। ধন্যবাদ।’ এরকম ছোট্ট একটি নোটের মাধ্যমে বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পেছনে কি কারণ ছিল? এই পোস্ট থেকেই প্রশ্ন উঠছে কেন তিনি সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন? ব্যক্তিগত জীবনে তাহলে কি তিনি কোনো কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন? নোটে কেবলমাত্র সম্পর্ক নয়, কাজ থেকেও অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, অনুরাগী এবং ছবিশিকারীদের উদ্দেশ্যে নেহা আর্তি জানিয়েছেন তাঁর কোনও ছবি বা ভিডিও না তোলার জন্য। তিনি বলেছেন, ‘সবাইকে আমার অনুরোধ, দয়া করে এই সময় আমার ছবি তুলবেন না। আমার বিশ্বাস, আমার ব্যক্তিগত গোপনীয়তাকে আপনারা সম্মান করবেন এবং আমাকে স্বাভাবিকভাবে বাঁচতে দেবেন।’ নেহা শেষে অনুরোধ করেছেন, ‘ক্যামেরাবন্দি নয়, অনুগ্রহ করে আমার শান্তির জন্য আপনাদের কাছে এটাই আমার একান্ত আবেদন।’

যদিও নেহা তার এমন সিদ্ধান্তের নেপথ্যে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। তবে গুঞ্জন এমনটাই যে, কিছুদিন আগে তাঁর ভাই টনি কক্করের সঙ্গে যৌথভাবে ‘ললিপপ’ গানের জন্য সমাজ মাধ্যমে ব্যাপক ট্রোলের শিকার হয়েছিলেন গায়িকা। সেই গান এবং গানের দৃশ্যায়নের জন্য তাঁকে অনেক কটাক্ষও শুনতে হয়েছিল। গানটি ‘অশালীন’ বলেও দাবি করেন অনেকে। এখন নেটিজেনদের সন্দেহ, সেই কারণেই কি নেহা কক্কর রুপোলি জগৎ থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন?

 

আরও পড়ুন – সরস্বতী পুজো থাকুক, কিঞ্চিৎ হলেও, সাবেকি মতে, পরম্পরার ধাঁচে

আরও পড়ুন – অস্কারের চূড়ান্ত তালিকা থেকে বাদ ‘হোমবাউণ্ড’

ফলো করুণ-