Sunday, December 21

বিনোদন

২০২৬ সালের অস্কারের দৌড়ে নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’

নীরজের পূর্ণ দৈর্ঘ্যের এই ছবির কেন্দ্রে রয়েছে দুই বন্ধুর কাহিনী। কঠিন বাস্তব ঘটনার উপর দাঁড়িয়ে বোনা হয়েছে ছবির প্লট
২০২৬ সালের অস্কারের দৌড়ে নীরজ ঘেওয়ানের 'হোমবাউন্ড'।
অস্কারের দৌড়ে 'হোমবাউন্ড'

২০২৬-এর অস্কারে নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’

০২৬ সালের অস্কারের দৌড়ে নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’। সেরা ১৫টি আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের তালিকায় জায়গা করে নিল এই ছবি। ভারত থেকে এবছর আনুষ্ঠানিকভাবে অস্কারের মঞ্চে পাঠানো হয়েছিল এই ছবিকে। আগামী ২২ জানুয়ারি শর্টলিস্টেড ১৫টি ছবির মধ্যে থেকে ৫টি ছবিকে বাছাই করা হবে। তারপর বাছাই করা এই ৫টি ছবির মধ্যে অস্কারের জন্য মূল প্রতিযোগিতায় যে ছবিটি সেরা বলে বিবেচিত হবে, তার হাতেই তুলে দেওয়া হবে কাঙ্খিত সেই পুরস্কার।

নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিশাল জেঠওয়া এবং ঈশান খট্টর। রয়েছেন জাহ্নবী কাপুরও। প্রযোজনা করেছেন করণ জোহর এবং আদর পুনরওয়ালা। ছবিতে নির্বাহী প্রযোজক হিসাবে যুক্ত আছেন হলিউডের কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেসে। এবছর ২৬ সেপ্টেম্বর পেক্ষাগৃহে মুক্তি পায় ‘হোমবাউন্ড’। তার আগে ২১ মে কান চলচ্চিত্র উৎসবের ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে দেখানো হয় ছবিটি। উৎসবে ব্যাপক প্রশংসা পায় নীরজ ঘেওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। ছবির শেষে প্রায় ৯ মিনিট ধরে করতালি দেন কানের দর্শকরা। টরন্টো চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয় এই ছবি। এরপর ২০২৬ এর অস্কারের মঞ্চে এই ছবিকে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের ‘দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে।

নীরজের পূর্ণ দৈর্ঘ্যের এই ছবির কেন্দ্রে রয়েছে দুই বন্ধুর কাহিনী। কঠিন বাস্তব ঘটনার উপর দাঁড়িয়ে বোনা হয়েছে ছবির প্লট। ২০২০ সালে নিউইয়র্ক টাইমসে বাশারত পীরের লেখা ‘টেকিং অমৃত হোম’ শীর্ষক একটি প্রতিবেদন থেকে অনুপ্রাণিত হয়েছে এই ছবিটি। করণ জোহর পরে নিউ ইয়র্ক টাইমস-এর কাছ থেকে ওই প্রতিবেদনের স্বত্ত্ব কিনে নেন এবং প্রবন্ধের নামকরণ করা হয় ‘আ ফ্রেন্ডশিপ, আ প্যানডেমিক অ্যান্ড আ ডেথ বিসাইড দ্য হাইওয়ে’। এই প্রতিবেদনে পরিযায়ী শ্রমিক হিসাবে দুই বন্ধুর জীবনের গল্প উঠে এসেছে। ২০১৯ এর কোভিড লকডাউনের সময় শৈশবের দুই বন্ধু- শোয়েব ও চন্দন পাড়ি দেয় সুদূর সুরাত থেকে উত্তরপ্রদেশে- তাঁদের বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘযাত্রায় মাঝপথে মৃত্যু হয় অমৃতের। রাস্তায় বন্ধুর মৃত্যু হলেও শোয়েব তাঁকে ছেড়ে যায়নি। অমৃতের মরদেহ বহন করে ফেরে বাড়িতে। এই কাহিনী থেকেই অনুপ্রাণিত নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’। ছবিতেও দুই বন্ধু শোয়েব (ঈশান খট্টর) এবং চন্দন (বিশাল জেঠওয়া)- এর কঠিন সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়েছে। দুজনের পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন, সেই স্বপ্নকে ঘিরে তাঁদের ভবিষ্যৎ এবং সম্পর্ক কিভাবে বাঁক নেয় সেই নিয়েই আবর্তিত হয়েছে ছবির মূল গল্প। এখন দেখার, আগামী ২২ জানুয়ারি অস্কারের দৌড়ে সেরা ৫টি ছবির তালিকায় এই ছবি জায়গা করে নিতে পারে কিনা।

 

সব ছবি- ইনস্টাগ্রাম

আরও পড়ুন – ধুরন্ধর OTT রিলিজ: রণবীর সিংয়ের ধুরন্ধর কবে আসছে অনলাইনে?

আরও পড়ুন – সাই পল্লবী, রণবীর কাপুর অভিনীত রামায়নের নতুন থ্রিডি প্রোমো আসছে এসপ্তাহেই

ফলো করুণ-