বড়দিনে মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা
পরের সপ্তাহেই বড়দিন। বছর শেষের জমজমাট উৎসব। শীতের আমেজকে উপভোগ করতে ডিসেম্বর মাসের জুড়ি নেই। অন্যদিকে, উৎসবের এই আবহকে আরো জমিয়ে তুলতে বড়পর্দায় মুক্তি পাচ্ছে একাধিক বিগ বাজেটের ছবি। গত ১৫ দিন ধরে বক্সঅফিসে রীতিমত দাপিয়ে বেড়াচ্ছে রণবীর সিং এবং অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’। এরই মধ্যে উৎসবের মরশুমে বড়পর্দায় আসছে দীর্ঘ প্রতীক্ষিত বেশ কিছু বাংলা, হিন্দি এবং ইংরাজি ছবি। একঝলকে দেখে নেওয়া যাক, এবছর ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা-
বড়দিনে মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা
ধুরন্ধর
গত ৫ ডিসেম্বর এই ছবি মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলার ছবি ‘ধুরন্ধর’। আশা করা যাচ্ছে বছরের শেষ দিনগুলোতেও এই ছবি দেখতে পেক্ষাগৃহে ভিড় জমাবেন দর্শকরা। পাশাপাশি মনে করা হচ্ছে, অন্য ছবিগুলোকেও বড়পর্দায় ভিড় টানতে ‘ধুরন্ধর’কে টেক্কা দিতে হবে।
অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ
২০০৯-এর ‘অবতার’ এবং ২০২২ সালের ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ছবির ব্যাপক সাফল্যের পর একবার ফের বড়পর্দায় ফিরেছে জেমস ক্যামেরন। এবার তাঁর বাজি অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ। ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। মনে করা হচ্ছে বড়দিনের আমেজে এই ছবি দর্শক টানবে। সবচেয়ে বড় কথা, এই ছবি দেখতে গেলে দর্শকরা একইসঙ্গে বড়পর্দায় দেখতে পাবেন রণবীর কাপুর-সাই পল্লবী অভিনীত রামায়ণের একটি থ্রিডি প্রোমো।
লহ গৌরাঙ্গের নাম রে
চলতি বছর হোলিতে ছবির নাম প্রকাশ্যে এসেছিল। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা আসছে এই বড়দিনেই। তিনটি সময়কে এক সুত্রে বেঁধে নির্মিত হয়েছে এই ছবির পটভূমি। ছবিতে উন্মোচিত হবে শ্রীচৈতন্যের অন্তর্ধান রহস্য। নটী বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে, শ্রীচৈতন্যর চরিত্রে আছেন দিব্যজ্যোতি দত্ত। ছবিতে অন্যান্য গুরুত্বপুর্ণ চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, ইশা সাহা প্রমুখদের।
প্রজাপতি ২
ফ্যমিলি-ড্রামা হিসেবে এই বড়দিনে আসছে দেব-মিঠুন জুটি। বাবা-ছেলের একটি অন্যরকম গল্প বলবে ‘প্রজাপতি ২’। ২০২২ সালের পর ফের এই জুটিকে প্রজাপতি সিনেমায় দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা। তিন বছর আগের নস্টালজিয়া নিয়ে আবার আসছেন তাঁরা। ছবিতে থাকবে রহস্য, আবেগ এবং পিতৃ-পুত্র সম্পর্কের টানাপোড়েন। প্রজাপতি ২ সিনেমায় দেবের বিপরীতে দেখা যাবে জ্যোতির্ময়ীকে।
মিতিন, একটি খুনির সন্ধানে
এই বড়দিনে বাংলা ছবির দর্শকদের কাছে আর একটি আকর্ষণ ‘মিতিন’ সিরিজের তৃতীয় ছবি- ‘মিতিন একটি খুনির সন্ধানে’। সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ‘মিতিন মাসি’ গল্পের আধারে নির্মিত হয়েছে এই ছবি। অরিন্দম শীল পরিচালিত এই সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক। ছবিতে থাকছে ভরপুর রহস্য এবং প্রচুর সাসপেন্স। ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, দুলাল লাহিড়ি-র মত তারকারা।
তু মেরি ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরী
বড়দিনে পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা হিন্দি রোম্যান্টিক ছবি ‘তু মেরি ম্যাঁয় তেরা ম্যাঁয় তেরা তু মেরী’। সমীর কুমার বিদ্বান পরিচালিত এই ছবিতে একবার ফের জুটি বাঁধছেন ‘বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর’ কার্তিক আরিয়ান এবং অনন্যা পাণ্ডে। এর আগে টিজারে দুজনের মাখোমাখো প্রেম দর্শকের নজর কেড়েছে। প্রযোজক করণ জোহর এই ছবি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। বছর শেষের উৎসবে এই ছবি প্রেক্ষাগৃহ জমাবে বলেই মনে করছেন দর্শকরাও। এখন দেখার, ধুরন্ধর-এর দাপুটে ব্যাটিংয়ের সামনে এই ছবি দর্শকের মন কতটা জয় করতে পারে।
সব ছবি- ইনস্টাগ্রাম
আরও পড়ুন – ২০২৬ সালের অস্কারের দৌড়ে নীরজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’
আরও পড়ুন – ধুরন্ধর OTT রিলিজ: রণবীর সিংয়ের ধুরন্ধর কবে আসছে অনলাইনে?







