ভালো একটা স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে এই ফোনটাই হয়ে উঠতে পারে আপনার সেরা পছন্দগুলোর মধ্যে একটি। আসুন তবে দেখে নিই কি এই ফোন আর কিবা তার বৈশিষ্ট্য। আজই ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Motorola Edge 60 Pro স্মার্টফোন। মিড-রেঞ্জ সেগমেন্টে এই হ্যান্ডসেট বেশ কয়েকটি জমকালো ফিচার নিয়ে হাজির হয়েছে। ঝকঝকে ডিজাইন, এআই (AI) ফিচারের পাশাপাশি পারফরম্যান্সের দিক থেকেও প্রতিশ্রুতি দিচ্ছে নতুন এই স্মার্টফোন ।
Motorola Edge 60 Pro হ্যান্ডসেটে আছে MediaTek Dimensity 8350 Extreme প্রসেসর। এর সঙ্গে রয়েছে ১২ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ রয়েছে। ডিসপ্লে সেকশনে থাকছে ৬.৭ ইঞ্চির ১.৫কে কোয়াড কার্ভড পোল্ড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ পর্যন্ত।
এর পাশাপাশি ফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনের মূল ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT 700C সেন্সর, যার সঙ্গে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট। এর সঙ্গে আছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম। পাশাপাশি ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্সও আছে এই ফোনে। সেটের সামনে থাকছে ৫০ মেগাপিক্সেলের একটি হাই-রেজোলিউশন সেলফি ক্যামেরা।

এছাড়া ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে, যা ৯০ ওয়াট টার্বো ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। ওয়্যারলেস ও রিভার্স চার্জিং ফিচারও এতে যুক্ত হয়েছে। ফোনটির বডি IP68 ও IP69 রেটিংপ্রাপ্ত, ফলে ধুলো-বালি বা জলের হাত থেকে ফোনটি সুরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে।
নতুন Motorola Edge 60 Pro ফোনটি চলবে Android 15 ভিত্তিক Hello UI ইন্টারফেসে। কোম্পানির পক্ষ থেকে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচারে থাকছে 5জি, 4জি LTE, ওয়াই-ফাই 6E, জিপিএস, ব্লুটুথ 5.4, ইউএসবি টাইপ-সি পোর্ট সহ অন্যান্য আধুনিক সুবিধা।
ভারতে Motorola Edge 60 Pro ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এর দাম রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম ৩৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। সেটটির যে রঙে পাওয়া যাবে তার মধ্যে থাকছে প্যান্টন ড্যাজলিং ব্লু, স্পারক্লিং , স্পার্কলিং গ্রেপ ও প্যান্টন শ্যাডো।
হ্যান্ডসেটটি Flipkart এবং Motorola India ওয়েবসাইটে প্রি-অর্ডার করা যাবে। বিক্রি শুরু হবে ৭ মে দুপুর ১২টা থেকে।
এক নজরে Motorola Edge 60 Pro
- 🖥️ ডিসপ্লে: 6.7-ইঞ্চি 1.5K pOLED, 144Hz রিফ্রেশ রেট
- ⚙️ প্রসেসর: MediaTek Dimensity 8350 Extreme
- 💾 র্যাম ও স্টোরেজ: 8GB / 12GB RAM, 512GB স্টোরেজ
- 📷 রিয়ার ক্যামেরা: ৫০+৫০+১০ মেগাপিক্সেল (OIS + 3x অপটিকাল জুম)
- 🤳 সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল, ৪কে ভিডিও সাপোর্ট
- 🔋 ব্যাটারি: ৬,০০০mAh, ৯০W ফাস্ট চার্জ, ১৫W ওয়্যারলেস চার্জ
- 📱 অপারেটিং সিস্টেম: Android 15, Hello UI
- 🔐 নিরাপত্তা: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক
- 💧 জল-ধুলো রোধ: IP68 + IP69 সার্টিফিকেশন
- 💰 দাম: শুরু ₹২৯,৯৯৯ থেকে
- 🎨 রঙ: ড্যাজলিং ব্লু, স্পার্কলিং গ্রেপ, শ্যাডো ব্ল্যাক