Friday, November 28

বিনোদন

ইয়োলো শেডের ইভনিং গাউনে মিস ইউনিভার্স ফতিমা বশ

সমাজ মাধ্যমে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অন্যেরা তোমার সম্পর্কে কি ভাবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বর তোমার সম্পর্কে কি জানেন। ঈশ্বর তোমার হৃদয়কে চেনেন।’ 
ইয়োলো শেডের ইভনিং গাউনে মিস ইউনিভার্স ফতিমা বশ
মিস ইউনিভার্স ফতিমা বশ

ইভনিং গাউনে মিস ইউনিভার্স ফতিমা বশ

ম্প্রতি থাইল্যান্ডের ননথাবুরিতে বসেছিল মিস ইউনিভার্স ২০২৫-এর আসর। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১০০ জন প্রতিযোগীকে হারিয়ে এবারের মিস ইউনিভার্স খেতাব জিতে নেন মেক্সিকোর ফতিমা বশ ফেরান্দেজ। সমাজমাধ্যমে অত্যন্ত সক্রিয় ফতিমা। নিজের প্রাত্যহিক জীবনের নানান মুহূর্তগুলো তিনি প্রায়শই শেয়ার করেন তাঁর অনুরাগীদের সঙ্গে। মিস ইউনিভার্স খেতাব জয়ের পর মুকুট মাথায় বিভিন্ন ফোটোশ্যুটের ছবি তিনি শেয়ার করেছেন। সম্প্রতি ঠিক তেমনি অনবদ্য একটি ইভনিং গাউনে তিনি ধরা দিয়েছেন তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে। দেখুন তাঁর ৫টি ছবি।


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

মিস ইউনিভার্স-এর মুকুট মাথায়


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

সৌন্দর্যে অপরুপ ভারসাম্য

 

মিস ইউনিভার্স প্রতিযোগিতা চলাকালীন এই ছবিগুলি তিনি তুলেছিলেন। তাঁর পরনে ছিল গোল্ডেন ইয়োলো শেডের অতিসুন্দর একটি গাউন। গাউনের মসৃণ ফেব্রিকের উপর আলো পড়ে চোখ যেন ধাঁধিয়ে দিচ্ছিল। ফতিমা এই ফটোশ্যুটের জন্য তাঁর চুল বেঁধেছিলেন ক্লাসিক লো বান স্টাইলে, যা তাঁর পোশাকের সাথে অসাধারণভাবে মানিয়ে গিয়েছিল। মেকআপে লাইট টোনের সফট গ্ল্যাম, হাইলাইটেড চিবুক, নরম আইশ্যাডো আর ন্যুড লিপশেড তাঁর স্বাভাবিক এবং পরিশীলিত সৌন্দর্যকে অপরুপ ভারসাম্যে ফুটিয়ে তুলেছিল।


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

রাজকীয় অভিব্যক্তি


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

আইকনিক ফ্যাশন মুহূর্ত

 

ফতিমা বশের এই লুকে শোভা পাচ্ছিল তাঁর মাথার মিস ইউনিভার্স ক্রাউন এবং কাঁধ থেকে নেমে আসা মিস ইউনিভার্স স্যাশ। যা তাঁকে কেবলমাত্র বিজয়ীর মর্যাদাই দেয়নি, বরং পুরো লুকটিকে আরও স্টেটমেন্ট-মেকিং করেছে। পরিশীলিত রুচি আর আত্মবিশ্বাস- সব মিলিয়ে এই লুকটি নিঃসন্দেহে ফাতিমা বশের অন্যতম একটি আইকনিক ফ্যাশন মুহূর্ত। সমাজ মাধ্যমে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অন্যেরা তোমার সম্পর্কে কি ভাবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঈশ্বর তোমার সম্পর্কে কি জানেন। ঈশ্বর তোমার হৃদয়কে চেনেন।’


লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা

ডিসলেক্সিয়ায় আক্রান্ত হয়েছিলেন ফতিমা

 

প্রসঙ্গত উল্লেখ্য, ছোটবেলা থেকে নানারকম শারীরিক বাধাবিপত্তিকে জয় করে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মিস ইউনিভার্স ফতিমা বশ। একসময় তিনি ডিসলেক্সিয়া, এডিএইচডি এবং হাইপারঅ্যাকটিভিটি র মত অসুখের সঙ্গেও মোকাবিলা করেছেন। এজন্য তিনি সেসময় বুলিংয়েরও শিকার হয়েছেন। এইসকল শারীরিক চ্যালেঞ্জ শিশুকে মনোযোগী হতে বাধা দেয়। তবে, তাঁর এই উত্থান প্রেরণা দেয় যে সঠিক সময়ে সঠিক সহায়তা পেলে একটা শিশুর ভবিষ্যতটাই পাল্টে যায়।

 

ছবি: মিস ইউনিভার্স ফতিমা বশ-এর ইনস্টাগ্রাম

আরও পড়ুন – ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৯৪: বিপক্ষে ঐশ্বর্য রাই, কিভাবে সেদিন মুকুট জিতেছিলেন ১৮ বছরের সুস্মিতা সেন?

আরও পড়ুন – কে এই মিস ইউনিভার্স ২০২৫ ফতিমা বোশ?

ফলো করুণ-