Thursday, November 27

বিনোদন

‘ধুরন্ধর’ ছবির সারা অর্জুনকে চেনেন?

‘ধুরন্ধর’ ছবিতে সারার লুক এখন চর্চার কেন্দ্রে। শিশুশিল্পীর ইমেজ ঝেড়ে পরিণত চরিত্রে তাঁর উপস্থিতি নজর কেড়েছে সবার। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
‘ধুরন্ধর’ ছবির সারা অর্জুনকে চেনেন?
সারা অর্জুন। ছবি- ভিডিও গ্রাব, ইউটিউব থেকে।

‘ধুরন্ধর’ ছবির সারা অর্জুন

তিমধ্যে প্রকাশ্যে এসেছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবির ট্রেলার। সেই ট্রেলার দেখে রীতিমত ভিরমি খাচ্ছেন অনুরাগী থেকে দর্শকরা। ট্রেলারের আদ্যোপান্ত জুড়ে আছে হিংসা, রক্ত, খুনোখুনি এবং বিস্ফোরনের ধুন্ধুমার ধামাকা। টানটান অ্যাকশন আর থ্রিল ভরা ফুটেজ দেখে এককথায় তোলপাড় নেটদুনিয়া। ৪ মিনিটের খন্ড খন্ড দৃশ্যে ভয় ধরাচ্ছে সকলকেই। ভাবাচ্ছে আসন্ন এই ছবিকে নিয়ে।

প্রায় ২৮০ কোটি টাকার বিপুল বাজেটে তৈরি এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ৫ ডিসেম্বর। বড়দিন আর নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসবে পেক্ষগৃহ জমাবে এই ছবি এমনটাই মনে করছেন অনেকেই। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন রণবীর সিংহ। লম্বা চুল, ঘন দাড়ি, তীক্ষ্ণ চোখে এক অন্য অবতারে ধরা দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খন্না ও অর্জুন রামপালের মত একঝাঁক তারকাকে। তবে এসব কিছুর মধ্যে বিশেষ করে নজর কেড়েছেন যিনি, তিনি হলেন ছবির নায়িকা- অভিনেত্রী সারা অর্জুন।


‘ধুরন্ধর’ ছবির সারা অর্জুনকে চেনেন?

রাজ এবং সানিয়া কন্যা সারা

 

সারার বর্তমান বয়স ২০। জন্মগ্রহণ করেন ১৮ জুন, ২০০৫ সালে মুম্বইতে। অভিনয় জগতে সারা অর্জুন মোটেই নবাগত নন। সত্যি বলতে কি, অভিনয়ের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়েছিল যখন তাঁর বয়স মাত্র ১৮ মাস। একটি টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে। প্রায় ১০০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন সারা অর্জুন। ‘ম্যাকডোনাল্ডস’ এবং এলআইসি-র মত বড় ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপন তার মধ্যে ছিল। এরপর শিশুশিল্পী হিসেবে তিনি বিনোদনজগতের পরিচিত মুখ হয়ে ওঠেন। দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছেন ইতিমধ্যে। তবে, হিন্দি ছবিতে নায়িকা হিসেবে এটাই তাঁর প্রথম ছবি।


‘ধুরন্ধর’ ছবির সারা অর্জুনকে চেনেন?

অভিনয়ের পাশাপাশি পারদর্শী কত্থক নৃত্যে

 

সারার বাবা রাজ অর্জুন বলিউড ও দক্ষিণ ভারতের পরিচিত মুখ। প্রশিক্ষণ নিয়েছেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। অভিনয় করেছেন হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালম ছবিতে। বিশেষ করে ২০১৭ সালের অদ্বৈত চন্দনের ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে ‘ফারুক মালিক’-এর ভূমিকায় তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। যার জন্য ওই বছরই ‘সেরা নেতিবাচক অভিনেতা’ হিসেবে জিতেছিলেন জি সিনে পুরস্কার। অর্জুন কন্যা সারার অভিনয়ের পাঠ তাই ছোটবেলায়ই তৈরি হয়েছিল ঘরে বসেই। সারার মা সানিয়া অর্জুনও একজন বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী এবং নৃত্যশিক্ষক। আধুনিক এবং কত্থক নাচের তালিম সারা নিয়েছেন মায়ের কাছ থেকেই। অভিনয়, নাচ এবং শিল্পের প্রতি সারার গভীর অনুভূতি এবং আকর্ষণ তৈরি হয়েছে মা-বাবার হাত ধরেই।

আদিত্য ধরের ছবির নায়িকা হিসেবেই তাঁর কেরিয়ারের গুরুত্বপুর্ণ অধ্যায়ে পা রাখছেন সারা অর্জুন। পরিচালক এবং ছবির মুখ্য অভিনেতা রণবীর সিংহ দু’জনেই তাঁর ভুয়সী প্রশংসা করেছেন। ‘ধুরন্ধর’ ছবিতে সারার লুকও এখন চর্চার কেন্দ্রে। শিশুশিল্পীর ইমেজ ঝেড়ে পরিণত চরিত্রে তাঁর উপস্থিতি নজর কেড়েছে সবার। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। ২০২৬ এ বড়পর্দায় তিনি যে নতুন সেনসেশন হতে চলেছেন, এই মুহূর্তে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন – ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৯৪: বিপক্ষে ঐশ্বর্য রাই, কিভাবে সেদিন মুকুট জিতেছিলেন ১৮ বছরের সুস্মিতা সেন?

আরও পড়ুন – কে এই মিস ইউনিভার্স ২০২৫ ফতিমা বোশ?

 

ফলো করুণ-