Thursday, January 15

বিনোদন

‘মর্দানি ৩’-এর ট্রেলার, মুক্তির তারিখ এবং খলনায়িকা ‘আম্মা’ সম্পর্কে বিস্তারিত জানুন

এই ছবির গল্পের কেন্দ্রে রয়েছে পাশবিক মানবপাচার চক্রের অন্ধকার জগৎ। সেই জগতেরই প্রধান হলেন ‘আম্মা’।
'মর্দানি ৩'-এর ট্রেলার, মুক্তির তারিখ এবং খলনায়িকা 'আম্মা' সম্পর্কে বিস্তারিত জানুন
'মর্দানি ৩'-তে রানি মুখার্জি। ছবি- সংগৃহীত।

রানি মুখার্জি, ‘মর্দানি ৩’, ‘আম্মা’

প্রকাশিত হয়েছে ‘মর্দানি ৩’-এর ট্রেলার। এসিপি শিবানী শিবাজী রায়ের ভূমিকায় এই ছবিতে ফের একবার দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। সমবয়সী কিশোরীদের পাচারচক্র ভাঙতে তিনি এবার তদন্তে নামছেন। চলতি মাসের শেষেই পেক্ষাগৃহে ফিরতে চলেছেন তিনি। এবার ছবিতে তিনি মানবপাচার চক্রের মাথা ‘আম্মা’কে খুঁজে বার করবেন। টানটান উত্তেজনায় ভরা এবং দূর্ধর্ষ অ্যাকশন অবতারে রানি মুখার্জিকে দেখুন ‘মর্দানি ৩’-এর ট্রেলারে।

‘মর্দানি ৩’ খলনায়িকা ‘আম্মা’

‘মর্দানি ৩’ ছবিতে খলনায়িকা ‘আম্মা’র চরিত্রে অভিনয় করেছেন মল্লিকা প্রসাদ। ট্রেলার প্রকাশ্যে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মল্লিকা প্রসাদের ভয় ধরানো লুক। ‘আম্মা’র চরিত্রে তিনি হয়ে উঠেছেন নিষ্ঠুর, অমানবিক, রহস্যময়ী এবং নির্মম। এই ছবির গল্পের কেন্দ্রে রয়েছে পাশবিক মানবপাচার চক্রের অন্ধকার জগৎ। সেই জগতেরই প্রধান হলেন ‘আম্মা’।


'মর্দানি ৩'-এর ট্রেলার, মুক্তির তারিখ এবং খলনায়িকা 'আম্মা' সম্পর্কে বিস্তারিত জানুন

অভিনেত্রী মল্লিকা প্রসাদ

 

কে এই ‘মর্দানি ৩’ এর ‘আম্মা’?

মল্লিকা প্রসাদ একজন কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী এবং পরিচালক। থিয়েটার শিল্পী হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। বেঙ্গালুরুতে জন্ম মল্লিকা প্রসাদের। লন্ডনের গোল্ডস্মিথস বিশ্ববিদ্যালয় থেকে পারফরম্যান্স মেকিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। এরপর, তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

১৯৯৯ সালের কন্নড় ভাষায় নির্মিত ‘কানুরু হেগদীথি’ ছবির মাধ্যমে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন মল্লিকা প্রসাদ। পরের বছর তিনি ‘কানুর কি ঠাকুরাণী’ ছবিতে অভিনয় করেন। ২০০১ সালে ‘গুপ্তগামিনী’-তে প্রথমবার তিনি মুখ্যচরিত্রে অভিনয় করেন। ২০০২ সালে দেবী ‘অহিল্যা বাই’ ছবিতেও মল্লিকা প্রসাদ প্রধান ভূমিকায় অভিনয় করেন। ২০১৭ সালের ‘নাগকনিক্কে’-তে তাঁর অভিনয় সেরা কন্নড় ধারাবাহিকের পুরস্কার জিতে নেয়। ২০২৪ সালে কঙ্কনা সেনশর্মা এবং মনোজ বাজপেয়ী অভিনীত ‘কিলার স্যুপ’ সিরিজে ‘জুবেইদা’র চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করে।

‘মর্দানি ৩’-এর ট্রেলার

‘মর্দানি ৩’ ছবির পরিচালক হলেন অভিরাজ মিনাওয়ালা। দেখুন ‘মর্দানি ৩’-এর ট্রেলার-

যশরাজ ফিল্মস-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় গত শনিবার একটি পোস্ট করে লেখা হয়, চলতি মাসের শেষে মুক্তি পাচ্ছে ‘মর্দানি ৩’। যদিও এর আগে জানা গিয়েছিল এই বছরের ২৭ ফেব্রুয়ারি পেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

মর্দানি ৩ মুক্তির তারিখ হল ৩০ জানুয়ারি, ২০২৬।

 

আরও পড়ুন – ৮৩তম গোল্ডেন গ্লোবস পুরস্কার ২০২৬, এবারের মঞ্চ বাজিমাত করল কারা?

আরও পড়ুন – অস্কার মঞ্চে সেরা ছবির দৌড়ে ভারতের ৪ ছবি

ফলো করুণ-