মালবিকা মোহনন ফ্যাশন লুক
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়ে বরাবরই সচেতন দক্ষিণী তারকা মালবিকা মোহনন। ‘পত্তম পোলে’ ছবি করার সময় থেকেই ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি তাঁর আগ্রহ জন্মায়। সেই আগ্রহ থেকেই তৈরি করেন নিজের পোশাক সংস্থা। পাশাপাশি চালান একটি ফ্যাশন ব্লগও। মালবিকার ফ্যাশনের প্রতি দৃষ্টিভঙ্গি নির্ভিক হলেও পরিশীলিত। প্রত্যেকটি লুকে তিনি যেন অত্যন্ত সাবলীল এবং আত্মবিশ্বাসে ভরপুর। তা সে রেড কার্পেটই হোক বা সাধারণ এয়ারপোর্ট লুক কিংবা হাই-ফ্যাশন ম্যাগাজিন শ্যুট- সব জায়গাতেই তাঁর ব্যক্তিত্বে প্রতিফলিত হয় ঐতিহ্য, নান্দনিকতা আর আধুনিক ফ্যাশনবোধ।
সম্প্রতি মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে তিনি ধরা দিয়েছিলেন তাঁর অনুরাগীদের কাছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করে মালবিকা ধন্যবাদ জানিয়েছেন প্রখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রাকে। তিনি লিখেছেন – ‘যতবার তোমার পোশাক পরি, মনে হয়, নারীর সৌন্দর্যকে তোমার মতো করে আর কেউ উদযাপন করতে পারে নি। তুমি আমার দেখা অসাধারণ আর মিষ্টি মানুষগুলির মধ্যে একজন। তোমাকে অসংখ্য ধন্যবাদ।’
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে ছিল ঝলমলে গোল্ড সিকুইন শাড়ি, যা একদিকে ছিল ঐতিহ্যবাহী এবং অন্যদিকে আধুনিকতার মোড়া।
মালবিকার এই শাড়ি লুকের সবচেয়ে বড় আকর্ষণ তাঁর রাজকীয় হল্টার নেক ব্লাউজ। ব্লাউজের জটিল ও সূক্ষ্ম এমব্রয়ডারি কাজ, ভারি এমবেলিশমেন্ট ও পার্ল-স্টাইল তাঁর লুকে মেগা-ফেস্টিভ এফেক্ট দিয়েছে। ঝলমলে সোনালি রঙের সূক্ষ্ম অলঙ্করণে ভরা ব্লাউজটি যেন মালবিকার পুরো সাজের কেন্দ্রে স্থান পেয়েছে।
বলা বাহুল্য, ভারী এমবেলিশমেন্ট থাকা সত্ত্বেও পোশাকটি কোনো অংশে কিন্তু অতিরঞ্জিত বলে মনে হয়নি। বরং সেখানে স্থান পেয়েছে পরিমিত আভিজাত্যের ছোঁয়া।
গলায় ভারী চোকার নেকপিস এবং বড় কানের দুল মিলিয়ে তৈরি হয়েছে সম্পূর্ণ ঐতিহ্যবাহী এক গ্ল্যামার। অভিনেত্রীর এই আউটফিটের সঙ্গে তাঁর মেকআপেও ছিল মিনিমাল টাচ। নিউড টোন, নরম আইশ্যাডো ও হালকা লিপ কালার মালবিকার স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।
চুল বাঁধা ছিল নিখুঁত বান করে, যা মুখের গঠন ও গয়নার নান্দনিকতা দুটোই তুলে ধরেছে নিপুণভাবে। পুরো সাজে ফুটে উঠেছে শান্ত এবং আত্মবিশ্বাসী এক নারীর উপস্থিতি। যেখানে প্রতিটি উপাদান তার নিজের নিজের জায়গায় নিখুঁত ভারসাম্য রক্ষা করেছে।
তবে এই লুকের সৌন্দর্য শুধু পোশাকে নয়, তার প্রকাশভঙ্গিতে সাবলিল হয়ে উঠেছে। মালবিকার হাসি, ভঙ্গিমা ও ক্যামেরার সামনে তাঁর স্মার্ট উপস্থিতি যেন বলে দিচ্ছিল- ফ্যাশন তাঁর কাছে কোনও প্রয়াস নয়, বরং এক সহজাত প্রবৃত্তি।
সব ছবি- অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে









