লঞ্চ করা হল Lava Shark 5G স্মার্টফোন। ভারতের বাজারে এটাই Lava-র সর্বশেষ বাজেট 5G স্মার্টফোন । ১০ হাজার টাকার কমে মিলবে এই হ্যান্ডসেটটি। তবে দাম কম হলেও ডিজাইন এবং পারফরম্যান্সের দিক থেকে একেবারেই কম যায় না লাভার Shark 5G। আজ ২৩ মে থেকে Lava সমস্ত রিটেল আউটলেট এবং Lava e-Store থেকে এই হ্যান্ডসেটের বিক্রি শুরু হয়েছে।
মাত্র ৭ হাজার ৯৯৯ টাকার এই ফোনে দেওয়া হয়েছে 5G কানেক্টিভিটি। সঙ্গে থাকছে ফ্রি হোম সার্ভিসও। Shark 5G-এর পিছনের দিকটি দেখতে অনেকটা iPhone 16-এর মতো। চকচকে ব্যাক প্যানেল, বড় ক্যামেরা মডিউল এবং আকর্ষণীয় রঙ- সব মিলিয়ে ‘অ্যাপল’ ‘অ্যাপল’ লুক। মোট দুটি রঙের বিকল্পে ক্রেতারা এই হ্যান্ডসেটটি বেছে নিতে পারবেন – স্টেলার গোল্ড এবং স্টেলার ব্লু।
আরও পড়ুন –
SwaRail App: ভারতীয় রেলের নতুন অ্যাপ; এখন এক ক্লিকেই মিলবে ট্রেন সংক্রান্ত যাবতীয় পরিষেবা

Lava Shark 5G স্মার্টফোনে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। প্রসেসর হিসাবে দেওয়া হয়েছে ৬ ন্যানোমিটারের Unisoc T765 অক্টা-কোর চিপসেট। এর সঙ্গে এই ফোনে থাকছে ৪ জিবি LPDDR4X র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনটি চলবে Android 15 অপারেটিং সিস্টেমে এবং ফোনের অতিরিক্ত সুরক্ষার জন্য ফেস আনলকের মতো বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ mAh ব্যাটারি। ফোনের বাক্সে দেওয়া হয়েছে ১০W চার্জার। যদিও ফোনটি ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Lava Shark 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর সঙ্গে IP54 রেটিং থাকায় ফোনটি জল ও ধুলো থেকেও অতিরিক্ত কিছু সুরক্ষা পাবে।
আরও পড়ুন –
একবার কালো রঙে ঢাকা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইতিহাস জানলে অবাক হবেন