Durga Puja 2025
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। এবছর পুজো অনেকটা এগিয়ে। তাই বড় বাজেটের পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় পুজোকে ঘিরে শেয়ার করা একাধিক বিভ্রান্তিকর পোস্ট নিয়ে গুরুত্বপুর্ণ বিবৃতি প্রকাশ করল কলকাতা পুলিশ।
গত বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি বিবৃতি জারি করা হয়। জনসাধারণকে উদ্দেশ্য করে তাতে বলা হয়, ২০২৫-এর দুর্গাপুজো উপলক্ষ্যে কোনোরকম বাধানিষেধ বা পুজো বন্ধ করার জন্য কোনো নির্দেশিকা জারি করা হয় নি। তবে, রাস্তাঘাটে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। দুর্গোৎসবের ঐতিহ্য ও পরম্পরাকে রক্ষা করতে কলকাতা পুলিশ সর্বদা বদ্ধপরিকর।
Public Advisory
It has been observed that misinformation is being circulated regarding crowd management measures during Durga Puja 2025.
Kolkata Police would like to clarify that no directive has been issued to halt or restrict any Durga Puja celebrations. Our sole priority is…
— Kolkata Police (@KolkataPolice) July 16, 2025
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে কিছু ভুয়ো পোস্ট, স্ক্রিনশট ও ভয়েস নোটে ছড়ানো মেসেজে দাবি করা হয়েছিল, কলকাতা পুলিশ এবার মণ্ডপে মণ্ডপে ভিড় সামাল দিতে, বিশেষ করে রাতের দিকে, বেশকিছু পুজো মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করার উদ্যোগ নিচ্ছে। এমনকি, কলকাতার বেশ কিছু বড় বাজেটের পুজো বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে খবর ছড়িয়েছিল ওই মেসেজে।
আরও পড়ুন – ‘ভারতের প্রথম সারমেয় চিত্রশিল্পী’ হিসেবে পেয়েছে তকমা, তার আঁকা ছবিতে এককথায় মুগ্ধ গোটা সমাজমাধ্যম
সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই কলকাতা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়। নাকচ করে দেওয়া হয় সমাজমাধ্যমে পোস্ট করা সমস্ত গুজব। জানানো হয়, এই দাবি একেবারেই ভিত্তিহীন। কলকাতা পুলিশের পক্ষ থেকে কেবলমাত্র একটি গুরুত্বপূর্ণ এবং জনসচেতনতামূলক বার্তা জারি করা হয়েছে মাত্র।
আসলে প্রতি বছরের মতো এবারও পুজোর সময় উত্তর ও দক্ষিণ কলকাতার বড় বড় পুজো মণ্ডপগুলিতে মানুষের ঢল সামলাতে পুলিশ বিভিন্ন রকম পরিকল্পনা নিচ্ছে। দুর্গাপুজোর সময় এই ধরনের পরিকল্পনা নেওয়ার কথা নতুন কিছু নয়। বাগবাজার, একডালিয়া, দেশপ্রিয় পার্ক, শ্রীভূমি-র মতো বিগ বাজেটের পুজোগুলি দেখতে হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করেন। সেই ভিড় সামলাতে এবং যেকোনো রকমের দুর্ঘটনা এড়াতে পুলিশ এবং পুজো কমিটিগুলো যৌথভাবে কাজ করে, যাতে জনসাধারণের চলাচল সহজ হয় এবং আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।
আরও পড়ুন – মঙ্গল গ্রহ থেকে আসা পাথর নিলামে বিক্রি হল ৪২ কোটি টাকায়, কিনল কে?
এই পরিপ্রেক্ষিতে, কলকাতা পুলিশ সাধারণ নাগরিককে কোনো গুজবে কান না দিতে অনুরোধ করেছে। শুধুমাত্র সরকারি ও প্রামাণ্য সূত্রের তথ্যের উপর নির্ভর করার আবেদন জানিয়েছে। পাশাপাশি, তথ্য যাচাই না করে কোনোরকম ভুয়ো বা বিভ্রান্তিমূলক বার্তা শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এবছরের শারদীয়া দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে কাটে তারই প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ।