কোজাগরী লক্ষ্মী পূজা ২০২৫
দুর্গাপুজোর ঠিক পরেই আসে কোজাগরী লক্ষ্মী পূজা। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালির ঘরে ঘরে পালিত হয় এই পুজো। সংসারের সুখ ও সমৃদ্ধির কামনায় হয় দেবী লক্ষ্মীর আরাধনা। বিজয়া দশমীর পর মা দুর্গা যখন কৈলাসে ফিরে যান, তখন বাঙালির ঘর আলো করে হাজির হন ‘ধন সম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী’ লক্ষ্মী। তাই দুর্গোৎসবের আবেশ কাটতে না কাটতেই আবার এক নতুন উৎসবের রঙে মেতে ওঠে আপামর বাঙালি পরিবার।
কথিত আছে আশ্বিনের শেষ পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী মর্ত্য ভ্রমণ করেন। বাড়ি বাড়ি ঘুরে দেখেন কে রাত জেগে তাঁকে আরাধনা করছেন। ‘কোজাগরী’ শব্দের অর্থ হল- ‘কে আছো জেগে?’ (‘কো জাগতি’)। সেই থেকেই নাম হয়েছে ‘কোজাগরী’। বিশ্বাস করা হয়, এইদিন রাত জেগে থেকে দেবীর আরাধনা করেন, তাঁর সংসারে অন্ন, ধনসম্পদ ও সমৃদ্ধির অভাব হয় না। তাই কোজাগরী লক্ষ্মী পুজার রাতে ঘরে আলোর প্রদীপ জ্বেলে, আলপনা এঁকে, শস্যদানা সাজিয়ে, ভক্তিভরে বাঙ্গালিরা দেবীর পূজা করেন। বলা হয়, বাড়ির দরজা বন্ধ থাকলে নাকি ফিরে যান লক্ষ্মী। তাই পুজার রাতে সারা বাড়ি প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রাখা হয়। গোটা রাত জেগে থেকে বাড়ির দরজা খুলে রেখে করা হয় মা লক্ষ্মীর আরাধনা ।
কোজাগরী লক্ষ্মী পূজার সময় ও তিথি ২০২৫
১৪৩২ সনে (২০২৫ সাল) কোজাগরী লক্ষ্মী পূজা পালিত হবে ১৯ আশ্বিন (৬ অক্টোবর), সোমবার, আশ্বিন মাসের পূর্নিমা তিথিতে। এই দিনটি কোজাগরী পূর্ণিমা তিথি হিসাবে পরিচিত।
লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৬ অক্টোবর দুপুর ১১ টা ২৪ মিনিটে। তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ ৭ অক্টোবর সকাল ৯ টা ৩৩ মিনিটে। এই পূর্ণ তিথিতে করা হবে দেবীর আরাধনা ।
কোজাগরী লক্ষ্মী পূজার দিন চন্দ্রদয় ঘটবে ৬ অক্টোবর বিকেল ৫ টা ২৬ মিনিটে। পুজোর সর্বোত্তম শুভক্ষণ ধরা হয়েছে ৬ অক্টোবর রাতে। অর্থাৎ রাত ১১ টা ৪৫ মিনিট থেকে ১২ টা ৩৪ মিনিট পর্যন্ত। বিশ্বাস করা হয় এই সময় শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে দেবীর আরাধনা করলে পরিবারে সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয়।