‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ট্রেলার
বড়সড় ধামাকা নিয়ে ফিরছেন টলিউডের সুপারস্টার জিৎ। ৩০ নভেম্বর, ৪৭ তম জন্মদিনে একেবারে ‘ক্রান্তি’কারী রূপে জিৎ ধরা দিলেন অনুরাগীদের সামনে। তাঁর আসন্ন ছবির ট্রেলার দেখে রীতিমত টালমাটাল নেটদুনিয়া। পরিস্থিতি এমনই যে, ছবির প্রথম ঝলক দেখে কেউ কেউ বলছেন, এটা কি আদৌ বাংলা ছবির ট্রেলার? পরনে ধুতি-কুর্তা, গায়ে আলোয়ান, চোখে দুর্নিবার অগ্নিশিখা দেখে সন্দেহ হয়, তিনি আদতে দস্যু-ডাকাত না বাংলার বিপ্লবী।
কথা হচ্ছে পথিকৃৎ বসুর আসন্ন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ নিয়ে। গতকালই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। সেখানে জিৎ রহস্যময় অবতারে ধরা দিয়েছেন। বাংলার ঐতিহাসিক পটভূমির উপর দাঁড়িয়ে জিৎ-কে দেখা গেছে ট্রেলারে। কখনো তিনি জেলে, কখনো রাতের অন্ধকারে চলন্ত ট্রেনের উপর দিয়ে নাটকীয় কায়দায় ছুটে চলেছেন। চোখের নিমেষে তাঁর কঠিন আঘাতে কেঁপে উঠছে প্রতিপক্ষের শক্ত ভিত। ডাকাত আর বিপ্লবীর মাঝের এই টানাপোড়েনের গল্পই ফুটে উঠেছে ট্রেলারে। এক দিকে তিনি বিপ্লবী, অন্যদিকে পুলিশের চোখে তিনি ডাকাত।
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির কাহিনীর নেপথ্যে রয়েছে বিপ্লবী অনন্ত সিংহের জীবনী। ১৯৩০ সালের ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। চারদিনের জন্য ব্রিটিশ শাসনমুক্ত হয়েছিল চট্টগ্রাম। এরপর তিনি চন্দননগরে এসে আশ্রয় নেন। কিন্তু ওই সময় তাঁর অন্যান্য সহকর্মীদের উপর ব্রিটিশদের অকথ্য নির্যাতনের খবর পেয়ে তিনি নিজেই আত্মসমর্পণ করেন। বিচারে অনন্ত সিং সহ এগারোজনের দ্বীপান্তর হয়। জেল থেকে তিনি মুক্তি পান ১৯৪৬ সালে। অনন্ত সিং রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি হল এই ‘কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী।’
খবর, এই চরিত্রে অভিনয় করার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন জিৎ। নিয়েছেন প্রশিক্ষণও। ইতিহাস, অ্যাকশন আর রোমাঞ্চে ভরপুর এই ছবি যে বাংলার বক্স অফিস কাঁপাবে, ছবির প্রথম ঝলকেই তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।
শোনা যাচ্ছে ছবিটি মুক্তি পাবে পরের বছর অর্থাৎ ২০২৬ সালে।ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন শান্তনু মৈত্র।
আরও পড়ুন – New Bengali Movie List December 2025: বড়দিনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি, জেনে নিন কি কি
আরও পড়ুন – আসছে নতুন বাংলা মেগা সিরিয়াল, ৮ ডিসেম্বর থেকে সন্ধ্যে ৭টার স্লটে বড়সড় পরিবর্তন, জেনে নিন এখনই


