Wednesday, November 26

বিনোদন

‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ টিজারে কার্তিক-অনন্যার অনবদ্য রোম্যান্স

কার্তিক-অনন্যার অনস্ক্রিন প্রেমের রসায়ন ইতিমধ্যে আগুন ধরিয়েছে নেটদুনিয়ায়। স্যাচনিক-এর একটি রিপোর্ট অনুযায়ী প্রথম ২৪ ঘণ্টায় টিজারের ভিউসংখ্যা ৭ কোটিতে গিয়ে পৌঁছেছে।
‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ টিজারে কার্তিক-অনন্যার অনবদ্য রোম্যান্স
‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ টিজারে কার্তিক-অনন্যা। ছবি- ইনস্টাগ্রাম।

তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি

২ নভেম্বর ৩৫-এ পা রাখলেন বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ কার্তিক আরিয়ান। আর সেই উপলক্ষ্যে এদিন বিশেষ উপহার দিলেন তিনি তাঁর ভক্তদের। কার্তিকের শুভ জন্মদিনে সামনে এল তাঁর নতুন ছবি ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-এর টিজার। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক সমীর সঞ্জয় বিদ্বান। কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পান্ডে। ছবিতে অনন্যার সঙ্গে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন কার্তিক আরিয়ান। মাখোমাখো প্রেমে দুজন উষ্ণতা ছড়িয়েছেন টিজার জুড়ে। কার্তিক-অনন্যার অনস্ক্রিন প্রেমের রসায়ন ইতিমধ্যে আগুন ধরিয়েছে নেটদুনিয়ায়। স্যাচনিক-এর একটি রিপোর্ট অনুযায়ী প্রথম ২৪ ঘণ্টায় টিজারের ভিউসংখ্যা ৭ কোটিতে গিয়ে পৌঁছেছে। নির্মাতাদের মতে রোম্যান্টিক কমেডি হিসেবে যা নাকি একটি রেকর্ড।

টিজারের শুরু থেকেই মন মাতানো সংলাপ, চোখ ধাঁধানো রঙিন সেট এবং মিউজিক দর্শকদেরকে পাগল করে তুলেছে। ‘রে-রুমি’ নামের দুস্তুমিষ্টি রোম্যান্টিক জুটিকে কেন্দ্র করেই গল্প এখানে আবর্তিত হয়েছে। কার্তিক ধরা দিয়েছেন রে চরিত্রে এবং অন্যান্য রুমির ভূমিকায়। ‘রে’ এখানে এককথায় ‘মামা’স বয়’। নিজের ফিটনেস নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। এতটাই যে, ঠাট্টা করে তাঁকে বলতে শোনা যায়- ‘মালাইকা থেকে মালালা, উরফি থেকে কমলা,’ কেউই তাঁকে নাকি কোনমতেই হাতছাড়া করতে চায় না। অন্যদিকে ‘রুমি’র চরিত্রে অনন্যা আকাঙ্ক্ষা লুকিয়ে একেবারেই ভিন্ন জগতে। ৯০ দশকের প্রেমের ফ্রেমে নিজেকে আবিষ্কার করতে ভালোবাসেন তিনি। আজকালকার ডেটিং কালচারের সঙ্গে তিনি ঠিক খাপ খাইয়ে নিতে পারেন না।

আরও পড়ুন – ধর্মেন্দ্র: এক অবিসংবাদিত কিংবদন্তির জীবনাবসান

দু’জনের এই দু-মুখী স্বভাবই টিজারে দুজনের সম্পর্কে কেমিস্ট্রি তৈরি করেছে। বৈপরীত্যের মধ্যে প্রেমের আকর্ষণই উন্মোচিত হয়েছে ছবির প্রথম ঝলকে। অসাধারণ শ্যুটিং লোকেশন, ‘রে-রুমি’র অনবদ্য রোম্যান্স আর ‘ফ্রেন্ডস রেফারেন্স’ ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কার্তিক–অনন্যা জুটিকে শেষবার দেখা গিয়েছিল ২০১৯ সালে ‘পতি পত্নী ঔর ওহ’ ছবিতে। এই ছবি সেই জুটিরই ‘প্রাক্তন’ কেমিস্ট্রি।

ছবিটি প্রযোজনা করছেন ধর্মা প্রোডাকশনস ও নমহ পিকচার্স। প্রযোজকদের তালিকায় রয়েছেন করণ জোহর, আদার পুনাওয়ালা, অপূর্ব মেহতা, শরীন মানত্রী কেদিয়া, কিশোর অরোরা ও ভূমিকা তিওয়ারি। সংগীত পরিচালনায় বিশাল–শেখর। কার্তিক আরিয়ান এবং অন্যান্য পান্ডে ছাড়া এই ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফ এবং নীনা গুপ্তাকে। আর একটি চমকের বিষয়, ছবির নির্মাতারা টিজারের পাশাপাশি ছবির একটি মোশন পোস্টারও প্রকাশ করেছেন। এর বিশেষত্ব হল, এটি ভারতের প্রথম AI-চালিত মোশন পোস্টার।

‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ মোশন পোস্টার-

 

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর, ২০২৫ বড়দিনে।

 

আরও পড়ুন – ‘ধুরন্ধর’ ছবির সারা অর্জুনকে চেনেন?

আরও পড়ুন – ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৯৪: বিপক্ষে ঐশ্বর্য রাই, কিভাবে সেদিন মুকুট জিতেছিলেন ১৮ বছরের সুস্মিতা সেন?

 

ফলো করুণ-