Friday, October 17

পুজো পরিক্রমা ২০২৫: কাঁকুড়গাছি মিতালী সংঘ, এবারের ভাবনা ‘সখের বাজার’

পুজো পরিক্রমা ২০২৫: কাঁকুড়গাছি মিতালী সংঘ, এবারের ভাবনা 'সখের বাজার'
কাঁকুড়গাছি মিতালী সংঘ। থিম 'সখের বাজার'। নিজস্ব চিত্র।

কাঁকুড়গাছি মিতালী সংঘ দুর্গা পূজা ২০২৫

ত্তর-পূর্ব কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গোৎসব হল কাঁকুড়গাছি মিতালী সংঘ। প্রতি বছরই এই পুজোর বিশেষ আকর্ষণ থাকে অভিনব থিম, মণ্ডপ এবং আলোকসজ্জা। দর্শনার্থীদের জন্য থাকে নতুন ভাবনার পুজো দেখার প্রতিশ্রুতি। এবছরও তার অন্যথা হয়নি। দীর্ঘ প্রায় ন-দশক ধরে চলে আসা এই পুজো এবার ৮৯তম বছরে পা দিল।

এই পুজোয় মিতালী সংঘের পুজোর থিম ভাবনা ছিল ‘সখের বাজার’। তাই মণ্ডপ সেজে উঠেছে একেবারে বাজারের আবহে। যেখানে বস্তা বস্তা আলু, কুমড়ো, শাক সবজির পসরা সাজানো এক হাট বাজার সেজে উঠেছে শিল্পীদের হাতে। সখের বাজারে এসে ব্যাগ ভর্তি সব্জি নিয়ে মানুষ বাড়ি ফেরেন। নিজেদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটে এখানে। কিন্তু সেই চাহিদা যারা পূরণ করেন তাঁদের জীবনযাত্রার ছাপ ফুটে উঠেছে থিম ভাবনায় এবং মণ্ডপসজ্জায়। মণ্ডপে মা লক্ষ্মীর প্রতিমা তাই তৈরি করা হয়েছে একজন চা বিক্রেতার আদলে।

কাঁকুড়গাছি মিতালী সঙ্ঘের এবারের শারদ আয়োজনে শিল্পীরা ফুটিয়ে তুলেছে মানুষের নিত্যদিনের বাস্তব জীবনের চিত্র।শিল্পীর ভাবনায় রয়েছে বিশেষ বার্তা। ‘তিন তিন শর্ত তিন’- অন্ন, বস্ত্র এবং বাসস্থান। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ভুমিকাই এখানে বার্তা হিসাবে বহন করছে। সমাজের একদিকে যেমন রয়েছে বিলাসবহুল জীবনযাত্রা, তেমনি অন্যদিকে আছে সেইসব মানুষরা যারা এই অন্ন, বস্ত্র, বাসস্থানের যোগান দিয়ে চলেছেন। এখানে ‘সখ’ বলতে বিলাসিতা নয়, বরং সাধারন মানুষের বেঁচে থাকার দৈনন্দিন চাহিদা। পুরো পুজা মণ্ডপ জুড়ে তাই ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

কাঁকুড়গাছি মিতালী সঙ্ঘের এই ভাবনা ঐতিহ্য ও বাস্তব জীবনের মেলবন্ধন। পুরো মণ্ডপ জুড়ে সেই ভাবনা প্রতিফলিত হয়েছে। বাজারের প্রাণবন্ত পরিবেশের মধ্য দাঁড়িয়ে দেবী দুর্গার মৃন্ময়ী রূপ উপভোগ করার অভিজ্ঞতা তাই একেবারেই অন্যরকম। উপরন্তু, মণ্ডপের কারুকার্য ও আলোকসজ্জায় এই থিম নতুন মাত্রা পেয়েছে।