Ishaa Saha Indu Season 3
দেবীপক্ষের সূচনার সাথে সাথেই প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘ইন্দু ৩’ সিরিজের ট্রেলার। প্রথম দুই সিজনে ব্যাপক সাড়া পাওয়ার পর এই সিরিজের অন্তিম সিজন নিয়ে দর্শক মহল জুড়ে জল্পনা ছিল তুঙ্গে। রহস্যে ঘেরা পারিবারিক রহস্যের কাহিনির অপেক্ষা ছিল দীর্ঘদিনের। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর হইচই-এর পর্দায় মুক্তি পাচ্ছে ‘ইন্দু’ সিজন ৩।
অন্তিম পর্বের ট্রেলারে শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে টানটান রহস্য। মুখ্য চরিত্রে প্রত্যাবর্তন করছে ইশা সাহা (Ishaa Saha)। তবে ট্রেলারেই বোঝা যাচ্ছে এই পর্বে শ্বশুরবাড়িতে ইন্দুর জীবন আরো জটিল ও অন্ধকার হতে চলেছে। সন্দেহ, অবিশ্বাস ও পারিবারিক জটিলতা আরও ঘনীভূত হয়েছে। পারিবারিক দ্বন্দ্ব ও চাপা রহস্যকে টেনে বার করে আনতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে ইন্দু। অন্তঃসত্ত্বা এবং বিধবা অবস্থায় শ্বশুরবাড়িতে থাকা ইন্দুর (Ishaa Saha) জীবন যে কতটা দুর্বিষহ হয়ে উঠেছে, তা স্পষ্টভাবে ধরা পড়েছে ট্রেলারে।
তৃতীয় এবং শেষ অধ্যায়ে অজানা রহস্যকে ঘিরে দর্শকদের জন্য যে নতুন কিছু অপেক্ষা করছে, তার ইঙ্গিত পাওয়া গেছে ট্রেলারে। প্রথম সিরিজ থেকেই সিরিজের প্রতিটি অধ্যায়ই অপ্রত্যাশিত ভাবে মোড় ঘুরিয়ে দর্শক দের চমক দিয়েছে। সময় যত এগিয়েছে, চন্দ্রনিভ মুখোপাধ্যায়ের পরিবারের গোপন কেচ্ছা, রহস্য-দ্বন্দ্ব আরো জটিল হয়েছে। তবে এবার সেই জটিল রহস্যের যে কিনারা যে হবেই তার আশ্বাস দিয়েছেন সিরিজের নির্মাতারা।
ইন্দু সিরিজ-এর এটি অন্তিম অধ্যায়। রহস্যে ঘেরা এই সিরিজের নানান প্রশ্নের উওর মিলবে ২৭ সেপ্টেম্বর। ‘ইন্দু ৩’ সিরিজে অভিনয় করেছেন ইশা সাহা (Ishaa Saha), সুহোত্র মুখোপাধ্যায়, মানালি মনীষা দে, মানসী সিনহা, পায়েল দে, অনুরাধা মুখার্জী, মিমি দত্ত প্রমুখ।