মোবাইল গেমারদের জন্য সুখবর। ২৬ মে ভারতের স্মার্টফোন বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হল গেমিং ফিচার সমৃদ্ধ নতুন iQOO Neo 10 5G স্মার্টফোন। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল যে এটি ভারতে প্রথম স্মার্টফোন যার মধ্যে ব্যবহার করা হয়েছে Snapdragon 8s Gen 4 প্রসেসর। এর সঙ্গে প্রি-ইনস্টল করা আছে Android 15 ভিত্তিক Fountouch OS 15 অপারেটিং সিস্টেম। ফলে গেমিং হোক বা দৈনন্দিন ব্যবহার, দুই ক্ষেত্রেই মিলতে পারে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এবং স্পেসিফিকেশনে ভরপুর এই ফোনটির দামও রাখা হয়েছে প্রতিযোগিতামূলক।
স্ক্রিন এবং ডিজাইন:
iQOO Neo 10 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে বিশাল ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে। বিশেষ করে গেমিংয়ের সুবিধার জন্য থাকছে ১৪৪Hz রিফ্রেশ রেট এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ১২০Hz রিফ্রেশ রেট । পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন সর্বোচ্চ ৫৫০০nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া, স্ক্রিন যাতে সুরক্ষিত থাকে তাঁর জন্য দেওয়া হয়েছে Schott Xensation গ্লাস।
ডিজাইনেও নজর কাড়ছে Neo 10। পাতলা বেজেল, শক্তপোক্ত গঠন এবং স্টাইলিশ ব্যাক প্যানেল, সব মিলিয়ে ফোনটির লুক যেমন একদিকে প্রিমিয়াম, তেমনি হাতে ধরতেও আরামদায়ক। দীর্ঘক্ষণ গেম খেলার জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
পারফরম্যান্স এবং কুলিং:
iQOO Neo 10 5G ফোনের Snapdragon 8s Gen 4 প্রসেসরটি আগের জেনারেশনের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ১৬GB RAM ও ৫১২GB স্টোরেজ এর সঙ্গে গেমিং এবং মাল্টিটাস্কিং দুটোই পাশাপাশি সমানভাবে চলবে। এছাড়া এই ফোনের ভেপার কুলিং সিস্টেম দীর্ঘক্ষণ ব্যবহারের পর ফোন গরম হওয়া থেকে বাচাবে।
আরও পড়ুন –
মাত্র ৭ হাজার ৯৯৯ টাকায় লঞ্চ করা হল Lava Shark 5G স্মার্টফোন, রয়েছে আকর্ষণীয় ফিচার
ক্যামেরা ও চার্জিং:
ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে OIS সাপোর্টেড ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এছাড়া, সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্সও রয়েছে। ফোনের সামনে সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Neo 10 5G ফোনে 7,000mAh ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে। এত বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। ফলে খুব কম সময়ের মধ্যেই ফোন পুরো চার্জ হওয়ার সুযোগ মিলবে।
দাম ও ভ্যারিয়েন্ট:
ভারতের বাজারে iQOO Neo 10 5G স্মার্টফোনটি মোট চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম শুরু হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা থেকে। এই দামে ৮GB র্যাম ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে। ৮GB র্যাম ও ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩৩ হাজার ৯৯৯ টাকা। এছাড়া, ১২GB র্যাম ও ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫ হাজার ৯৯৯ টাকা রাখা হয়েছে। শেষত, এই মডেলের ১৬GB র্যাম ও ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩৫ হাজার ৯৯৯ টাকা রাখা হয়েছে।
বিক্রির প্রথম দিকে এই ফোন কিনলে সবকটি মডেলেই 2,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। আগামী ৩ জুন থেকে আইকু-র নিজস্ব ওয়েবসাইট এবং Amazon ই-কমার্স প্লাটফর্ম থেকে ফোনটি কেনার জন্য উপলব্ধ হবে।
কালার অপশন:
iQOO Neo 10 5G মডেলটি Inferno Red (সাদা-লালের ডুয়াল টোন ফিনিশ) এবং Titanium Chrome (ম্যাট টেক্সচারে ক্লাসিক লুক) কালার অপশনে পাওয়া যাবে।