India’s Painter Dog
চার পায়ে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে সাবলীল ভঙ্গিমায় ছবি আঁকছে একটি ল্যাব্রাডর কুকুরছানা। বয়স মাত্র ৪৫ দিন। তবে বয়সে এতটুকু হলেও, সোশ্যাল মিডিয়ায় সে এখন রীতিমত সাড়া ফেলে দিয়েছে। তকমা পেয়েছে ‘ভারতের প্রথম সারমেয় চিত্রশিল্পী’ হিসাবে। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫০ হাজারে। নতুন এই চিত্রশিল্পীর আঁকা ছবিতে এককথায় মুগ্ধ নেট দুনিয়া। এমনকি, তার আঁকা সেরা ১২টি ছবির ক্যালেন্ডার ঘরেও তুলছেন অসংখ্য মানুষ।
চিত্রশিল্পী এই ল্যাব্রাডর কুকুরছানার নাম- দালি। খ্যাতনামা স্প্যানিশ চিত্রশিল্পী সালভাদোর দালির নাম অনুসারে রাখা হয়েছে এমন নাম। মাত্র দেড় মাস বয়সে তাকে এক জায়গায় বেঁধে রেখে চলে গিয়েছিল কেউ। কিন্তু একসময় অবহেলিত সেই দালি সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার শিরোনামে। হই চৌধুরী ও স্নেহাংশু দেবনাথ নামে এক দম্পতি দালিকে দত্তক নেওয়ার পর থেকেই বদলে যায় তার জীবন।
বিজ্ঞান বিষয়ে পড়ুন – লাদাখের আকাশে অরোরা বা মেরুজ্যোতি, বিরল এই দৃশ্যের কারণ জানা গেল ১ বছর পর
হই চৌধুরী জানিয়েছেন, তার স্বামী যখন ছবি আঁকতেন, দালি প্রায়সই মজা করে তার তুলি নিয়ে দৌড় দিত। একদিন, হই-এর এক বন্ধু মজা করে বলেছিল, ‘হয়তো দালি নিজে থেকে কিছু আঁকতে চায়!’ সেই কথা শুনে তখন এই দম্পতি দালিকে এনে হাজির করেন ক্যানভাসের সামনে। ব্যাস, আর ফিরে তাকাতে হয় নি।
দালির জন্য বানানো হয় একটি বিশেষ কাস্টমাইজড তুলি। যেটি সে তার মুখে ধরে স্বচ্ছন্দে ছবি আঁকতে পারবে। কাঠের ছোট ব্লক দিয়ে বানানো সেই তুলি দিয়েই দালি এখন এঁকে ফেলছে একের পর এক ছবি। ক্যানভাসে তার আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে অনেকে তাকে প্রকৃত চিত্রশিল্পী বলছেন। শুধু তাই নয়, তার আঁকা ছবি বিক্রি করে যে অর্থ আসছে তা পথ-কুকুরদের চিকিৎসা ও উদ্ধারে ব্যবহার করা হচ্ছে। ১২ টি বাছাই করা ছবি দিয়ে সীমিত সংস্করণের যে ক্যালেন্ডারটি তৈরি করা হয়েছে, সেটি বিক্রি করেই এই উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করা হচ্ছে।
বিজ্ঞান নিয়ে আরও পড়ুন –প্লাস্টিক থেকে প্যারাসিটামল! যুগান্তকারী আবিষ্কারে প্লাস্টিক মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখালেন বিজ্ঞানীরা
চিত্রশিল্পী দালির কীর্তি দেখে তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকে তাকে আবার ‘ভারতের প্রথম সারমেয় চিত্রশিল্পী’ বলেও অভিহিত করছেন। তবে, এটাই বাস্তব যে, ভালোবাসা, যত্ন আর সুযোগ পেলে একটা নিরীহ প্রাণীও আশ্চর্য কিছু করে দেখাতে পারে, দালি তার প্রকৃষ্ট উদাহরণ।
তথ্য সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।