Thursday, October 16

খাস কলকাতাতেই রয়েছে ডাকাত কালী মন্দির, এখানে মা কালীর চার হাত বাঁধা থাকে শিকলে

শোনা যায়, একসময় মা সারদা দেবী যখন তারকেশ্বরের দিকে যাচ্ছিলেন, তখন দুই ‘কুখ্যাত’ ডাকাত তাকে অপহরণ করে বেঁধে রেখেছিল এখানে। তারপর…
খাস কলকাতাতেই রয়েছে ডাকাত কালী মন্দির, এখানে মা কালীর চার হাত বাঁধা থাকে শিকলে
শিকলে বাঁধা মা কালীর চার হাত। ছবি- ইনস্টাগ্রাম।

ডাকাত কালী মন্দির

দীর্ঘকাল ধরেই বাংলার জনজীবনে দেবী কালীর উপাসনা চলে আসছে। শক্তির সেই উপাসনারই একটি রহস্যময় দিক হল ডাকাত কালীপুজো। জনমানসে এরকম অনেক গল্প বা লোককথা প্রচলিত আছে যেখান থেকে ডাকাতদল এবং তাদের কালীপুজো সম্পর্কে জানা যায়। তন্ত্রবিদ্যা, ডাকাতি এবং কালীপুজো বাংলার মাটিতে একরকম কিংবদন্তি হয়ে আছে। বলা হত, ডাকাতরা নাকি কালীপুজো সেরে তবেই ডাকাতি করতে যেত। তারা বিশ্বাস করত, স্বয়ং দেবী এই কাজে তাদের রক্ষা করবেন এবং কার্যসিদ্ধি হতে আশীর্বাদ করবেন। বলা বাহুল্য, আজও বাংলার নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন সব মন্দির যেখানে দেবী পূজিত হন ডাকাত কালী রূপে। এমনকি খাস কলকাতাতেও রয়েছে তার নজির। যেমন ১৯ চেতলা বাজার রোডে নীলু-ভুলুর ডাকাত কালী মন্দির।

এককালে কলকাতা ছিল জঙ্গলাকীর্ণ। জনবসতিও ছিল কম। এখনকার মত ঝাঁ-চকচকে শহর তখন ছিল না। সন্ধ্যা নামলেই শহরের আনাচে কানাচে শিয়ালের ডাক শোনা যেত। ব্রিটিশ আমলের সেই কলকাতাতে ডাকাতদের যথেষ্ট উপদ্রব ছিল। হারিয়ে যাওয়া সেই সময়েরই সাক্ষী হল এই চেতলা বাজার সংলগ্ন কালীপুজো।


খাস কলকাতাতেই রয়েছে ডাকাত কালী মন্দির, এখানে মা কালীর চার হাত বাঁধা থাকে শিকলে

উগ্রচন্ডা রুপী মা কালী

 

চেতলার এই ডাকাত কালী মন্দিরে দেবী অসুরমুণ্ড এবং শিবের উপর উগ্রচন্ডা রূপে অবস্থান করেন। দেবীর মূর্তিটিও অতিকায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে দেবী চণ্ডীর চার হাত মোটা শিকল দিয়ে বাঁধা থাকে। শোনা যায় এই এলাকায় মা নাকি একসময় শিবের বুক থেকে নেমে চলেফিরে বেড়াতেন। এমনকি অনেকে এটাও দাবি করেন যে তারা নাকি এই দৃশ্য নিজের চোখেও দেখেছেন। মায়ের এই চঞ্চল স্বভাবের জন্যই নাকি তাঁর হাত শেকল দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল।

এই কালী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে তারকেশ্বরের দুই কুখ্যাত ডাকাত নীলু আর ভুলুর নাম। শোনা যায়, একসময় মা সারদা দেবী যখন তারকেশ্বরের দিকে যাচ্ছিলেন, তখন নীলু আর ভুলু ডাকাত তাকে অপহরণ করে বেঁধে রেখেছিল এখানে। পরে তারা নাকি দেখেন সারদা দেবীর জায়গায় স্বয়ং মা কালী বসে আছেন। তারপর তারা ছেড়ে দেয় মা সারদাকে। আজও চেতলা ডাকাত কালী মন্দিরে দেবীকে চার হাত বাঁধা অবস্থায় পুজো করা হয়। চেতলা ডাকাত কালী মন্দিরের ঠিকানা ১৯, চেতলা হাট রোড, কলকাতা ৭০০০২৭। মেট্রো করে কালীঘাট স্টেশনে নেমে অটো ধরে পৌঁছানো যায় মন্দিরে।

ছবি- ইনস্টাগ্রাম।