‘টক্সিক’ টিজারের রহস্যময়ী অভিনেত্রী
গীতু মোহনদাসের ‘টক্সিক’ টিজারে ‘বেসামাল’ গোটা নেটভুবন। গেরস্থানে ঘটে যাওয়া মিনিট তিনেকের রগরগে মুহূর্তগুলো যেন কিছুতেই ভুলতে পারছে না দর্শক। বিশেষ করে টিজারে দেখানো ‘রায়া’র সঙ্গে ‘প্রেয়সী রসে’ মত্ত এক অভিনেত্রীকে নিয়ে জল্পনা-কল্পনার ঝড় উঠেছে। কে এই ‘টক্সিক’ টিজারের রহস্যময়ী নারী? কি তাঁর পরিচয়? সেই নিয়ে মুহুর্মুহু কাটাছেঁড়া চলছে সমাজমাধ্যমে। প্রথমে মোহময়ী ওই নারীকে অনেকে আমেরিকান অভিনেত্রী এবং মডেল নাতালি বার্ন বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ালেও, এখন জানা যাচ্ছে এটি তাঁর আসল পরিচয় নয়।
বলা বাহুল্য, টিজার প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যালমিডিয়ায় অভিনেত্রীর পরিচয় জানতে ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। ভক্তদের মধ্যে অনেকেই তাঁকে প্রথমে নাতালি বার্ন বলে ভাবলেও, অবেশেষে নেটিজেনদের আতসকাঁচের নিচে ধরা পড়ে যায় তাঁর আসল পরিচয়। ‘টক্সিক’-এর পরিচালক খোদ নাতালি বার্নের নাম নস্যাৎ করে প্রকাশ্যে এনেছেন সুন্দরী অভিনেত্রীর পরিচয়।
যশের ‘টক্সিক’ ছবির টিজারে সবচেয়ে আলোড়ন তুলেছে কবরখানায় গাড়ির মধ্যে যশের সঙ্গে এক বিদেশি অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্য। গাছের গুঁড়িতে গাড়ি ধাক্কা মারার পর বয়স্ক একজন মাতাল গাড়ির ডিকি থেকে বস্তা বের করে ল্যান্ডমাইন বসাতে শুরু করে। এরপর গাড়ির মধ্যে চলতে থাকা উদ্দাম যৌনতার তালে খুলতে থাকে বোমার প্যাঁচ। টিজারের এই দৃশ্য রীতিমত শোরগোল ফেলে দেয় নেটদুনিয়ায়। কেউ কেউ বলতে থাকেন, কন্নড় ইন্ডাস্ট্রিতে এমন ‘অন্তরঙ্গ দৃশ্য’ নাকি বিরল। এমনকি যশকেও এমন দৃশ্যে অভিনয় করতে কখনও দেখা যায়নি। ‘টক্সিক’-এ তাঁকে এই হলিউডি অবতারে দেখে রীতিমত তাজ্জব তাঁর ভক্তরাও। এমনকি এমন প্রশ্নও উঠেছে টিজারের এমন অ্যাকশন সিকোয়েন্সে আদৌ কি এই অন্তরঙ্গ দৃশ্যের প্রয়োজন ছিল?
টিজারে যশের সঙ্গে ‘অন্তরঙ্গ মুহূর্তে’ ধরা পড়া ‘মোহময়ী’ অভিনেত্রী নাতালি বার্ন বলে প্রথমে গুঞ্জন ছড়িয়েছিল। পরে জানা যায়, এই অভিনেত্রী হলেন আসলে বিয়াট্রিজ টাফেনবাচ (Beateiz Taufenbach)। ছবির পরিচালক গীতু মোহনদাস অবশেষে জল্পনার অবসান ঘটিয়েছেন। গীতু মোহনদাসের মতে, এই অভিনেত্রী নাতালি বার্ন নন, বিয়াট্রিজ টাউফেনবাখ।
বিয়াট্রিজ টাফেনবাচ একজন মূলত ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী। জন্ম ইউক্রেনে। হলিউডে তিনি একজন পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি তাঁর পরিচয় আছে একজন লেখক এবং প্রযোজক হিসেবেও। তবে যশের ‘টক্সিক’-টিজারে সাহসী অবতারে অভিনয় করে ভারতীয় দর্শকের কাছে তিনি এখন রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাবে গীতু মোহনদাসের ‘টক্সিক’। গোয়ার ড্রাগ মাফিয়া এবং গ্যাংস্টারদের অন্ধকার জগতের গল্প বলবে এই ছবি। ছবিতে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের মত প্যান ইন্ডিয়া তারকাদের দেখা যাবে অভিনয় করতে। নেটিজেনদের একটা বড় অংশের ধারণা ১৯ মার্চ বড়পর্দায় ‘টক্সিক’ ছবি ঘিরে বড় ধামাকা হতে চলেছে। তবে আপাতত বিয়াট্রিজ টাফেনবাচের বোল্ড লুককে সামাল দিতেই হিসমিম খাচ্ছেন ছবির ভক্তরা।
ছবিটির প্রযোজনা করেছেন কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর ব্যানারে ভেঙ্কট কে নারায়ণ এবং যশ। ইংরেজি এবং কন্নড় ভাষায় ছবিটি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে। এছাড়া হিন্দি, তেলেগু, তামিল ভাষাতেও ছবিটির ডাবিং ভার্সন দেখা যাবে।
আরও পড়ুন – ‘টক্সিক’ টিজার কি তবে বুঝিয়ে দিল এ ছবি প্রাপ্তবয়স্কদের জন্য?
আরও পড়ুন – অস্কার মঞ্চে সেরা ছবির দৌড়ে ভারতের ৪ ছবি



