হুমা কুরেশির টক্সিক লুক
প্রকাশ্যে এল ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ছবিতে হুমা কুরেশির ফার্স্ট লুক। রবিবার ছবির নির্মাতারা তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রীর ফার্স্ট পোস্টার উন্মোচন করেন। অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী তারকা যশ এবং কিয়ারা আদবানির মত তারকাদের। বলা বাহুল্য, ছবিতে কিয়ারার লুক আগেই প্রকাশ পেয়েছে, যা কিনা ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে। ছবিটির পরিচালনা করেছেন গীতু মোহনদাস।
‘টক্সিক’-এর পোস্টারে ‘গ্যাংস অফ ওসাসিপুর’-এর হুমা কুরেশিকে ‘এলিজাবেথ’ চরিত্রে পরিচয় করানো হয়েছে। পোস্টারে দেখা গেছে, আধাভৌতিক পরিবেশে কবরস্থানের মতো একটি শুনশান জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি। তাঁর পেছনেই রয়েছে পুরোনো মডেলের একটি কালো গাড়ি আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন সমাধিফলক এবং পাথরের মূর্তি।
হুমা কুরেশির টক্সিক লুক
পোস্টারে হুমার পরনে রয়েছে ফ্লোর-লেংথ কালো রঙের গাউন। রহস্যময় দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন উপরের দিকে। হাতদুটি রাখা আছে কোমরে। তোরণের ফাঁকা অংশ দিয়ে দেখা যাচ্ছে মেঘলা আকাশ। ঝড়ের বেগে উড়ে যাচ্ছে খসে পড়া পাতা। সব মিলিয়ে সাদা কালো পোস্টারে ভয়ের পরিবেশ তৈরি করেছেন ‘এক থি ডায়েন’-এর খলনায়িকা হুমা কুরেশি।
কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ এবং যশ। ‘টক্সিক’-এর একটি টিজার আগেই সামনে এসেছিল। সেখানে ‘কেজিএফ’ খ্যাত যশকে একটি কালো গাড়ি থেকে নেমে পাবে ঢুকতে দেখা গেছে। সাদা হ্যাট এবং স্যুট পরে তাঁর এন্ট্রিও ছিল নাটকীয়। গীতু মোহনদাস পরিচালিত এই ছবি একই সাথে ইংরেজি এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া হিন্দি, তেলেগু, তামিল, সহ বেশ কয়েকটি ভাষায় ডাবিং করার পরিকল্পনা রয়েছে জানা যাচ্ছে। ২০২৬-এর ১৯ মার্চ পেক্ষাগৃহে মুক্তি পাবে যশের ‘টক্সিক’।
আরও পড়ুন – ১০০০ কোটির গণ্ডি পেরিয়ে ‘ধুরন্ধর’-এর লক্ষ্য এখন ‘কল্কি’ আর ‘পাঠান’
আরও পড়ুন – ‘প্রলয়’-এর স্মৃতি উস্কে দিল রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’


