‘মুন্নি’, ওরফে হর্ষালি মালহোত্রা
২০১৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘বজরঙ্গী ভাইজান’ গোটা দেশের দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিল। একই সঙ্গে দর্শক হৃদয়ে ছাপ ফেলেছিল ছবির ক্ষুদে শিল্পী, ‘মুন্নি’। সংলাপহীন অভিনয়, মুখভঙ্গির অদ্ভুত দক্ষতা আর নিষ্পাপ অভিব্যক্তি তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তুলেছিল দেশের প্রতিটি ঘরে। কিন্তু সময় গড়িয়েছে। ‘ভাইজান’-এর
সেই ‘মুন্নি’ই হল আজকের কিশোরী হর্ষালি মালহোত্রা। দীর্ঘ ১০ বছর পর আবার বড় পর্দায় ফিরছে ‘মুন্নি’ ওরফে হর্ষালি। তাঁর প্রত্যাবর্তন নিয়ে দর্শক মহলে উত্তেজনা ইতিমধ্যে তুঙ্গে।
দক্ষিণ ভারতীয় বড় বাজেটের একটি ছবি ‘অখন্ড ২’-তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। বয়াপট্টি শ্রীণুর পরিচালনায় ‘জননী’ চরিত্রে আবেগঘন এবং শক্তিশালী ভূমিকায় হাজির হচ্ছেন তিনি। দর্শকের কাছে সেই নিষ্পাপ, নীরব ‘মুন্নি’কে এবার দৃঢ়কণ্ঠের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাবে। হর্ষালি নিজেও সোশ্যাল মিডিয়ায় ‘অখন্ড ২’ ছবিতে তাঁর লুক পোস্ট করে লিখেছেন, ‘মুন্নির নীরবতা থেকে জননীর কন্ঠস্বর, এটি কেবলমাত্র একটি প্রত্যাবর্তন নয়’- এটা আমাদের।’
‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে হর্ষালি যে ছাপ ফেলেছিল, দর্শকের মনে আজও তাজা। শিশু শিল্পী হিসেবেই সে খ্যাতি অর্জন করেছিল। কিন্তু এই দীর্ঘ দশবছর বড়পর্দায় তাঁকে আর দেখা যায়নি। এতবড় সাফল্যের পরও অন্য কোনো প্রজেক্টে তাড়াহুড়ো করে নিজেকে যুক্ত করেনি। পরিবারের ইচ্ছা অনুযায়ী ব্যক্তিগত বিকাশের জন্য সময় নিয়েছে। ক্যামেরার সামনে নিজেকে দক্ষ করে তোলার জন্য অভিনয় শিখেছে, ভাষা শিখেছে।
‘অখণ্ড ২’ ছবিটি মুক্তি পাচ্ছে একাধিক ভাষায়। শ্রীণুর বড়ো বাজেটের প্রকল্প এটি। প্যান ইন্ডিয়ার মুক্তির ফলে ছবিটি একাধিক ভাষায় মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাবে। আর নির্মাতারা বিশ্বাস করেন যে, হরশালির ‘জননী’ চরিত্রটি আবেগধর্মী হওয়ায় দর্শক আবারও তাকে নতুনভাবে আপন করে নেবেন। ‘বজরঙ্গী ভাইজান’-এর সেই ‘মুন্নি’ বড়পর্দায় ফিরছেন, এই গুঞ্জন ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পুরোনো ছবি, ভিডিও, পুরোনো দৃশ্য নিয়ে একপ্রকার নস্টালজিয়া চলছে। দর্শক মহলে গুঞ্জন, দক্ষিণী এই প্রকল্প হর্ষালির ক্যারিয়ারে বড় মোড় আনতে পারে।
হর্শালির বড়পর্দায় ফেরা কেবল তাই প্রত্যাবর্তন নয়, এটি একটি পূর্ণাঙ্গ শিল্পিসত্তার পুনর্জন্ম। ‘মুন্নি’ চরিত্র তাঁকে পরিচিতি দান করেছিল বটে, কিন্তু ‘জননী’র ভূমিকা তাঁর কাছে এনে দিতে পারে পূর্ণাঙ্গ অভিনেত্রীর তকমা। পরিণত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ। অনেক শিশুশিল্পী সময়ের সঙ্গে সঙ্গেই হারিয়ে যায়। তবে হর্ষালির এই প্রত্যাবর্তন প্রমাণ করছে, সত্যিকারের প্রতিভা কখনো হারিয়ে যায় না। ক্ষণিক বিরতির পর পুনরায় সে তারকার উজ্জ্বলতা নিয়ে ফিরে আসে। আর সেই তারকার ভূমিকায় হর্ষালিকে আবিষ্কার করার অপেক্ষায় রয়েছে তাঁর ভক্তরা। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘অখন্ড ২’ ছবিটি।
আরও পড়ুন – লাল সাটিনেই চমক দিলেন হর্ষালি মালহোত্রা


