মাহিকা শর্মা – হার্দিক পান্ডিয়া
সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে এখন মডেলকন্যা মাহিকা শর্মা এবং ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই মাত্র একদিন আগেই প্রথমবার এক ফ্রেমে ধরা পড়েছেন এই যুগল। তারপর থেকেই তাঁদেরকে ঘিরে শুরু হয়েছে তুমুল গসিপ। শুক্রবার রাতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাহিকার সঙ্গে ছুটি কাটানোর একটি ছবি শেয়ার করেন হার্দিক। নীল সমুদ্রের ধারে দু’জনের সেই অন্তরঙ্গ মুহূর্ত দেখে অনুরাগীদের ধারণা, এবার সম্পর্কে বোধহয় সিলমোহর পড়ল আনুষ্ঠানিকভাবেই। শোনা যাচ্ছে, এই মুহূর্তে তাঁরা দুজন যুগল রয়েছেন মলদ্বীপে। বিলাসবহুল রিসর্টের স্নানকক্ষ থেকেও একটি ছবি পোস্ট করেন তাঁরা। উল্লেখ্য, ১১ অক্টোবর ছিল হার্দিকের জন্মদিন। খবর অনুযায়ী, এই বিশেষ দিনটি একসঙ্গে উদ্যাপন করতেই নাকি ছুটে গেছেন তাঁরা সমুদ্রসৈকতে।
তবে এখানেই শেষ নয়। অনেকে লক্ষ্য করেছেন, হার্দিকের নতুন সঙ্গিনী মাহিকার চেহারা ও স্টাইলের মধ্যে নাকি রয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের ছায়া। নাতাশার মত মাহিকাও মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। মাহিকার মধ্যেও ফিটনেস ও শরীরচর্চা নিয়ে গভীর আগ্রহ রয়েছে।
অনুরাগীদের একাংশের দাবি, নাতাশার মতো নারীর প্রতিই নাকি হার্দিকের টান বেশি।
মাহিকা একজন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, নেটপ্রভাবী। বয়স মাত্র ২৪। পড়াশোনা করেছেন দিল্লির নেভি চিলড্রেন স্কুলে। অর্থনীতিতে স্নাতকও হয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ড ইউনিভারসিটিতেও পড়াশোনা করেছেন তিনি।
তানিশক এর মত ব্রান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। মনীশ মালহোত্রা, অনিতা ডোংরে, ঋতু কুমার, তরুণ তাহিলিয়ানির মত দেশের খ্যাতনামা সব ডিজাইনারদের সঙ্গে কাজ করেছেন তিনি।
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি। মাহিকা অভিনয়ও করেছেন ‘পি এম নরেন্দ্র মোদী’, ‘ইনটু দ্য ডাস্ক’-এর মত ছবিতে। এছাড়া তিনি বিভিন্ন শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওতে কাজ করেছেন অনেক।
তবে আপাতত হার্দিকে মজেছেন তিনি। হার্দিকের অবশ্য নাতাশার সঙ্গে অতীতের সম্পর্ক টেকেনি ঠিকই, কিন্তু এবার কি মাহিকার সঙ্গেই থিতু হবেন তিনি? উত্তর দেবে সময়ই।
সব ছবি- ইনস্টাগ্রাম।