Monday, January 26

বিনোদন

গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা চোপড়ার হীরের নেকলেসটি দেখুন

১৮ ক্যারেট সাদা সোনায় তৈরি হাই জুয়েলারি নেকলেসটির কেন্দ্রে ছিল ১৪.০৬ ক্যারেটের কুশন কাট নীলা, যার সঙ্গে শৈল্পিক নকশায় বসানো ছিল একাধিক গোলাকার নীলা এবং স্টেপ কাট হীরা।
গোল্ডেন গ্লোবসে প্রিয়াঙ্কা চোপড়ার হীরের নেকলেসটি দেখুন
গোল্ডেন গ্লোবসের মঞ্চে প্রিয়াঙ্কার লুক। ছবি- ইনস্টাগ্রাম।

প্রিয়াঙ্কা চোপড়ার হীরের নেকলেস

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে এবার বসেছিল ৮৩তম বার্ষিক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের লাল গালিচায় সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়ে সকলের নজর কেড়েছেন নিক ঘরনী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ঝলমলে পোশাক এবং বুগেরির হীরের নেকলেস পরে রীতিমত গোল্ডেন গ্লোবস-এর মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন তিনি। গ্লোবসের রেড কার্পেটে তাঁর সংযত অথচ গ্ল্যামারাস লুক এখন আলোচনার কেন্দ্রে।

গোল্ডেন গ্লোবস ২০২৬-এর রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়া গাঢ় নীল রঙের একটি কাস্টম ডিওর হাউট কৌচার গাউন পরে উপস্থিত হয়েছিলেন। গাউনটি তৈরি করেছেন প্রখ্যাত আইরিশ ডিজাইনার জোনাথন অ্যান্ডারসন। নীল গাউনের উপরের অংশ অফ-শোল্ডার ডিজাইনের এবং বুক থেকে কোমর পর্যন্ত অংশে সাটিন কাপড়ের ড্রেপড বুস্টিয়ার দিয়ে সাজানো হয়েছিল। কোমর থেকে নিচের অংশে নেমে এসেছিল দুইস্তর বিশিষ্ট স্কার্ট যা একইসঙ্গে স্মার্টনেস এবং আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

গোল্ডেন গ্লোবসের মঞ্চে প্রিয়াঙ্কার জোনাসের লুকে সবচেয়ে বেশি নজর কেড়েছে বুগেরির একটি অতিসুন্দর হীরের নেকলেস, যার লকেটটি ছিল আবার নীলার। এছাড়া তাঁর হাতে শোভা পাচ্ছিল হীরার আংটি এবং কানে দেখা যাচ্ছিল হীরা এবং নীলা সমৃদ্ধ একজোড়া কানের দুল।

১৮ ক্যারেট সাদা সোনায় তৈরি হাই জুয়েলারি নেকলেসটির কেন্দ্রে ছিল ১৪.০৬ ক্যারেটের কুশন কাট নীলা, যার সঙ্গে শৈল্পিক নকশায় বসানো ছিল একাধিক গোলাকার নীলা এবং স্টেপ কাট হীরা। দুটি হাই জুয়েলারি আংটির মধ্যে প্ল্যাটিনাম আংটিতে ছিল আয়তকার কাট হীরা ও ফ্যান্সি আকৃতির হীরা। অন্য আংটিটি তৈরি হয়েছিল ১৮ ক্যারেট হলুদ সোনায়, যেখানে মাদার-অফ-পার্ল, একটি ডিম্বাকৃতি নীলা ও পাভে-সেট হীরা ব্যবহার করা হয়েছে। প্রিয়াঙ্কার পুরো লুকটি সম্পূর্ণ হয়েছে ১৮ ক্যারেট সাদা সোনার হাই জুয়েলারি কানের দুলে, যেখানে ডিম্বাকৃতি ও স্টেপ কাট হীরার নিখুঁত সংযোজনে অভিনেত্রীর রাজকীয় স্টাইলকে আরও উজ্জ্বল করে তুলেছে।

 

আরও পড়ুন – ‘মর্দানি ৩’-এর ট্রেলার, মুক্তির তারিখ এবং খলনায়িকা ‘আম্মা’ সম্পর্কে বিস্তারিত জানুন

আরও পড়ুন – অস্কার মঞ্চে সেরা ছবির দৌড়ে ভারতের ৪ ছবি

ফলো করুণ-