সোনার ঊর্ধ্বগতি যেন থামছেই না। মঙ্গলবার ফের একবার রেকর্ড গড়ল সোনার দর। আন্তর্জাতিক বাজারে সোনার দাম পৌঁছে গেল নতুন উচ্চতায়। এক আউন্স সোনার দাম উঠল 3443.79 মার্কিন ডলারে। আর এর প্রভাব সরাসরি পড়ল দেশের বাজারেও।
এমনিতেই বিশ্ব অর্থনীতির হালচাল বেশ নড়বড়ে। তার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের মুখ খুলেছেন ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে। তাঁর বক্তব্যে আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে, যা সরাসরি সোনার দামের উত্থানে ভূমিকা রাখছে। বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনার মধ্যে বহু বিনিয়োগকারী ঝুঁকছেন সোনার দিকে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সোনার দামের বৃদ্ধিতে লাগাম দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম 0.1 শতাংশ বেড়ে 3429.03 মার্কিন ডলার প্রতি আউন্সে পৌঁছেছে। মার্কিন গোল্ড ফিউচারেও দেখা গেছে রেকর্ড উত্থান। 0.4 শতাংশ বৃদ্ধি পেয়ে এক আউন্সের দর দাঁড়িয়েছে 3439.70 ডলারে। শুধু এই সপ্তাহেই সোনার দাম বেড়েছে প্রায় 100 মার্কিন ডলার। বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে- যা কিনা বিনিয়োগের দুনিয়ায় এক দারুণ রিটার্ন বলেই ধরা হচ্ছে।
খুচরো বাজারে সোনার দাম

আন্তর্জাতিক বাজারের এই উত্তাপ ছুঁয়ে গেল ভারতের খুচরা বাজারকেও। দেশের খুচরো বাজারে এই প্রথম প্রতি দশ গ্রাম সোনার দাম এক লক্ষের গণ্ডি পেরলো। আজ ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর ৩ হাজার টাকা বেড়ে হয়েছে ১,০১,৩৫০ টাকা। ২২ ক্যারেটের হলুদ ধাতুর দাম ২৭৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯২,৯০০ টাকায়। ১৮ ক্যারেটের সোনার দর ২২৫০ টাকা বৃদ্ধি পেয়ে ৭৬০১০ টাকা হয়েছে।
তবে বাজারে আজ রুপোর দরের কোন পরিবর্তন হয়নি। দাম এক জায়গায় স্থির থেকে প্রতি কিলোগ্রাম রুপো বিক্রি হয়েছে ১,০১০০০ টাকায়।
কলকাতার বাজারে আজ সোনার দাম
২৪ ক্যারেট সোনা (১০ গ্রাম): ১,০১৩৫০ টাকা
২২ ক্যারেট সোনা (১০ গ্রাম): ৯২৯০০ টাকা
১৮ ক্যারেট সোনা (১০ গ্রাম): ৭৬০১০ টাকা
রুপো (প্রতি কেজি): ১,০১০০০ টাকা
বিশ্লেষকরা বলছেন, সোনার এই ঊর্ধ্বগতি যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে এই ধাতুতে বিনিয়োগকারীদের ভিড় আরও বাড়বে। সোনা অত্যন্ত তরল সম্পদ। অর্থনৈতিক দোলাচলে দাঁড়িয়ে যখন অনেক সম্পদই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তখন সোনার মতো স্থিতিশীল সম্পদই হয়ে উঠছে মানুষের আস্থা রাখার জায়গা।
এই পরিস্থিতিতে সোনার বাজারে নজর রাখা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। সোনার এই ঊর্ধ্বগতি কবে কোথায় গিয়ে স্থিতিশীল হবে, বলা কঠিন- তবে আপাতত ‘হলুদ ধাতু’তেই ভরসা রাখছেন সবাই।