আজ, ১ মে থেকে শুরু হয়েছে Amazon Great Summer Sale ২০২৫। দুপুর ১২টা থেকে শুরু হয়েছে এই সেল। ২০২৫ গ্রেট সামার সেল চলাকালীন দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং তাদের শক্তিশালী স্মার্টফোন, Galaxy S24 Ultra-তে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। ১২ জিবি RAM ও ২৫৬ জিবি স্টোরেজ সহ এই মডেলটির দাম এই প্রথম কমে দাঁড়িয়েছে ৮৪,৯৯৯ টাকায়। তার মানে এই সেলে লঞ্চ মূল্যের থেকে ৫০ হাজার টাকা কমে S24 Ultra অর্ডার করা যাবে। এত টাকা ছাড়ে এই ফোন আগে কখনো পাওয়া যায়নি।
Samsung Galaxy S24 Ultra: ফিচার
Samsung Galaxy S24 Ultra-র মূল আকর্ষণ এর শক্তিশালী পারফরম্যান্স ও প্রিমিয়াম ডিজাইন। 12GB RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সহ এই ফোনে আছে Snapdragon 8 Gen 3 চিপসেট এবং একটি ৬.৮ ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। পাশাপাশি এই ফোনে একটি অ্যান্ড্রয়েড-ভিত্তিক One UI এবং 5000mAh ব্যাটারি রয়েছে যা দ্রুত চার্জিং সমর্থন করে।

Samsung Galaxy S24 Ultra: ক্যামেরা
S24 Ultra ফোনের ক্যামেরা সেটআপ আকর্ষণীয়। এই ফোনে 200MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা-ওয়াইড এবং 10MP 3x অপটিক্যাল জুম লেন্সের সঙ্গে 50MP টেলিফটো লেন্সও (5X অপটিক্যাল জুম) রয়েছে। এছাড়া, ফোনটি Galaxy AI ফিচার ব্যবহারের সঙ্গে S Pen-ও সাপোর্ট করে।
Samsung Galaxy S24 Ultra: ডিসকাউন্ট
Samsung Galaxy S24 Ultra লঞ্চ করার সময় এর বেস মডেলের দাম ছিল ১,২৯,৯৯৯ টাকা। সেলে অ্যামাজনের এই অফারটি কেবল বেস মডেলের জন্যই প্রযোজ্য। এই ডিলের মুল্য HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ছাড়ের পর পাওয়া যাবে। এর পাশাপাশি, যারা Amazon Pay ব্যবহার করেন তাঁরা পেমেন্ট করার সময় অতিরিক্ত ক্যাশব্যাক ও ৫ হাজার টাকা পর্যন্ত পুরস্কার পুরস্কার পাওয়ার সম্ভাবনাও থাকছে।
Amazon Great Summer Sale-এ গ্রাহকরা তাদের স্মার্টফোন এক্সচেঞ্জ করেও বাড়তি ছাড় নিতে পারবেন। তবে এক্সচেঞ্জের পরিমাণ নির্ধারিত হবে ফোনের অবস্থা ও মডেল অনুযায়ী।
বর্তমানে এই অফার শুধুমাত্র S24 Ultra বেস মডেলের জন্য প্রযোজ্য। অন্যান্য ভ্যারিয়েন্টে ছাড় নেই। তবে বিক্রির পরবর্তী ধাপে নতুন অফার যোগ হওয়ার সম্ভাবনা থাকছে।
Samsung-এর এই মডেলটি বর্তমানে কোম্পানির ফ্ল্যাগশিপ ক্যাটেগরিতে রয়েছে। বিশেষ করে যারা উন্নত ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি লোভনীয় অপশন হয়ে উঠতে পারে।