Saturday, January 10

বিনোদন

অস্কার মঞ্চে সেরা ছবির দৌড়ে ভারতের ৪ ছবি

আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা ১৫টি ছবির তালিকায় ইতিমধ্যে শর্টলিস্টেড হয়েছে নীরজ ঘাওয়ানের ‘হোমবাউন্ড’। তার সঙ্গে এবার এই চার ছবির অন্তর্ভুক্তি ভারতের অস্কার জয়ের আশাকে আরো উজ্জ্বল করে তুলল।
অস্কার মঞ্চে সেরা ছবির দৌড়ে ভারতের ৪ ছবি
অস্কার মঞ্চে সেরা ছবির দৌড়ে এবার ভারতের জয়জয়কার। ছবি- ইনস্টাগ্রাম।

অস্কার মঞ্চে সেরা ছবির দৌড়ে ভারতের চার ছবি

০২৬-এর অস্কারের মঞ্চে ভারতের আশা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের মূল পর্বের প্রতিযোগিতা হতে আর বেশি দেরি নেই। এর মধ্যে খবর এল, ‘হোমবাউন্ড’-এর পাশাপাশি আরও চারটি ভারতীয় ছবি চলতি বছরের অস্কার নমিনেশনে জায়গা করে নিয়েছে। ২০১টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের তালিকায় স্থান করে নিয়েছে ঋষভ শেঠির ‘কান্তারা: আ লেজেন্ড – চ্যাপ্টার ১’, অনুপম খেরের ‘তনভি দ্য গ্রেট’, হোম্বলে ফিল্মসের ‘মহাবতার নরসিংহ’ এবং অভিশান জিভিন্থের ‘ট্যুরিস্ট ফ্যামিলি’। এই তালিকায় থাকা ছবিগুলিই অস্কার মঞ্চে সেরা ছবির দৌড়ে অংশগ্রহণ করবে।

২০২৫ সালের অন্যতম সফল ছবি ঋষভ শেঠির ‘কান্তারা: আ লিজেন্ড চ্যাপ্টার ১’। ২০২২ সালে কন্নড় ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে দেওয়া ‘কান্তারা’র প্রিক্যুয়েল হল এই ছবি। বক্সঅফিসে সাফল্যের পাশাপাশি ছবিতে ঋষভের অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। ঋষভ শেঠি কর্নাটকের টুডুনাড়ু অঞ্চলের প্রচলিত বিশ্বাস এবং ভক্তিপ্রথার উৎসের সন্ধানকে কেন্দ্র করে ছবির বিস্তৃত কাহিনী গড়ে তুলেছেন। চতুর্থ শতাব্দীর কদম্ব রাজবংশ থেকে এই ছবির কাহিনী শুরু হয়েছে। ঋষভকে ছবিতে সেই সমাজ এবং সংস্কৃতির রক্ষকের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Hombale Films (@hombalefilms)

অস্কার মঞ্চে সেরা ছবির দৌড়ে এবার সামিল হয়েছে ‘তনভি দ্য গ্রেট’। দীর্ঘবছর অভিনয়জীবন কাটানোর পর চিত্রপরিচালনায় এসে দ্বিতীয় ছবিতেই ম্যাজিক দেখালেন অনুপম খের। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন
শুভাঙ্গী দত্ত এবং অনুপম খের নিজে। অটিজমে আক্রান্ত ‘তনভী’ নামের এক তরুণীর লড়াইকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছে, যেখানে ‘তনভী’ তাঁর শহীদ পিতার অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার জন্য সেনাবাহিনীতে যোগ দিতে চায়। দেশপ্রেম, আবেগ আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার কাহিনী এখানে গড়ে উঠেছে কল্পনা এবং বাস্তবের মিশেলে।

 

View this post on Instagram

 

A post shared by Anupam Kher (@anupampkher)

অন্যদিকে, অশ্বিনী কুমার পরিচালিত পৌরাণিক অ্যানিমেটেড ফিচার ফিল্ম ‘মহাবতার নরসিংহ’ অস্কারের মূল বিভাগে সেরা ছবির তালিকায় নাম লিখিয়েছে। বক্স অফিস সাফল্যের নিরিখেও এই ছবি ইতিমধ্যে ভারতের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড ছবি হয়ে উঠেছে।

 

View this post on Instagram

 

A post shared by Hombale Films (@hombalefilms)

অস্কারের প্রতিদ্বন্দ্বিতায় এবার সেরা ছবির দৌড়ে নাম লিখিয়েছে আরও একটি ভারতীয় ছবি। প্রথমবার চিত্রপরিচালনায় নেমে অবাক করে দিয়েছেন তামিল ছবির পরিচালক অভিশান জিভিন্থ। তাঁর ‘ট্যুরিস্ট ফ্যামিলি’ অস্কারের জন্য যোগ্য ছবির তালিকায় স্থান করে নিয়েছে।

অস্কার অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, কোনো ছবিকে সেরা ছবির যোগ্য তালিকায় আসার জন্য যে যোগ্যতা থাকা দরকার তার সবকটি শর্ত পূরণ করেছে এই ছবিগুলি। এরমধ্যে রয়েছে একটি থিয়েটার প্রদর্শন, গোপনীয় অ্যাকাডেমি প্রতিনিধিত্ব এবং অন্তর্ভুক্তি মানদণ্ড এন্ট্রি (RAISE) ফর্ম জমা দেওয়া।

উপরন্তু জানা গেছে, ২০২৫ সালে ছবির প্রাথমিক মুক্তির ৪৫ দিনের মধ্যে ছবিগুলোকে তালিকায় অন্তর্ভুক্তি হওয়ার জন্য প্রয়োজনীয় চারটি মানদণ্ডের মধ্যে অন্তত দুটি পূরণ করতে হয়েছে। একইসঙ্গে আমেরিকার শীর্ষ ৫০টি বাজারের মধ্যে কমপক্ষে ১০টি থিয়েটারে প্রদর্শিত হওয়ার শর্তও পূরণ করতে হয়েছে। এইসকল কঠিন ধাপ পার করে তবেই এই ছবিগুলোকে অস্কারের দিকে এগিয়ে যেতে হচ্ছে।

আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা ১৫টি ছবির তালিকায় ইতিমধ্যে শর্টলিস্টেড হয়েছে নীরজ ঘাওয়ানের ‘হোমবাউন্ড’। এবারের অস্কারের মঞ্চে ভারতের অফিসিয়াল এন্ট্রি ছিল ঈশান খট্টর এবং বিশাল জেঠওয়া অভিনীত এই ছবি। তার সঙ্গে এবার এই চার ছবির অন্তর্ভুক্তি ভারতের অস্কার জয়ের আশাকে আরো উজ্জ্বল করে তুলল। এখন দেখার আন্তর্জাতিক মঞ্চে এই ছবিগুলোর মধ্যে আদৌ কেউ শেষ হাসি হাসতে পারে কিনা।

 

আরও পড়ুন – ‘টক্সিক’ টিজার কি তবে বুঝিয়ে দিল এ ছবি প্রাপ্তবয়স্কদের জন্য?

আরও পড়ুন – প্রকাশ্যে ‘টক্সিক’-এর প্রথম ঝলক, ভয়ঙ্কর অ্যাকশন অবতারে যশ

ফলো করুণ-