Friday, January 9

বিনোদন

প্রকাশ্যে ‘টক্সিক’-এর প্রথম ঝলক, ভয়ঙ্কর অ্যাকশন অবতারে যশ

অ্যাকশন দৃশ্যের মাঝে মুখ থেকে সিগার নামিয়ে যশকে বলতে শোনা গেছে ‘ড্যাডি ইজ হোম’। দেখুন ‘টক্সিক’-এর প্রথম ঝলক।
প্রকাশ্যে 'টক্সিক'-এর প্রথম ঝলক, ভয়ঙ্কর অ্যাকশন অবতারে যশ
'টিজারে' ভয়ঙ্কর অ্যাকশন অবতারে যশ। ছবি- প্রথম ঝলকের একটি দৃশ্য।

টক্সিক-এর প্রথম ঝলক

লতি বছরের ১৯ মার্চ প্যান ইন্ডিয়া রিলিজ করার কথা গীতু মোহনদাসের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবির। ‘কেজিএফ ২’ মুক্তির প্রায় ৪ বছর পর যশ অভিনীত এই ছবিকে ঘিরে ফের সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। গতকালই ছবির নির্মাতাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে ‘টক্সিক’-এর একটি বিশেষ ঝলক মুক্তি পাবে। শোনা গিয়েছিল এই ঝলকের মাধ্যমে ছবিতে যশের চরিত্রের সঙ্গে দর্শকদের আনুষ্ঠানিক পরিচয় করানো হবে। সেই কথামত আজ সকাল ১০টা বেজে ১০ মিনিটে প্রকাশ্যে এল প্রতীক্ষিত সেই টিজার।

‘টক্সিক’-এর প্রথম ঝলকের ভয়ংকর অ্যাকশন অবতারে দেখা গেছে যশকে। প্রাপ্তবয়স্কদের গল্পের সার্থকতা বজায় রেখে একটি কবরস্থানের মাঝেই নাটকীয় কায়দায় ধুন্ধুমার অ্যাকশন লিপ্ত হয়েছেন তিনি। অ্যাকশন দৃশ্যের মাঝে মুখ থেকে সিগার নামিয়ে তাঁকে বলতে শোনা গেছে ‘ড্যাডি ইজ হোম’। দেখুন ‘টক্সিক’-এর প্রথম ঝলক।

যদিও পূর্বে ‘টক্সিক’-এর প্রথম ঝলক সম্পর্কে নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে, এটি কোনো টিজার বা ট্রেলার নয়, বরং এটি একটি টিজ যা কিনা যশের টক্সিক জগতের এক ঝলক দর্শকের সামনে উন্মুক্ত করবে।

এর আগে ছবির পরিচালক এবং যশ ছবির বেশ কয়েকটি চরিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। যেখানে প্রকাশ্যে এসেছিল ‘নাদিয়া’র চরিত্রে কিয়ারা আদভানি, ‘এলিজাবেথ’-এর চরিত্রে হুমা কুরেশি, ‘রেবেকা’র চরিত্রে তারা সুতারিয়া, ‘গঙ্গা’র চরিত্রে নয়নতারা এবং ‘মেলিসা’র চরিত্রে রুক্মিণী বসন্তর ফার্স্ট লুক। বলা বাহুল্য সমস্ত চরিত্রগুলোকে নির্মাতারা অত্যন্ত স্টাইলিশ এবং রহস্যময়ী রূপে উপস্থাপনা করেছেন।

কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ এবং যশ নিজে। ছবিটি লিখেছেন পরিচালক গীতু মোহনদাস এবং যশ যৌথভাবে।

 

আরও পড়ুন – গীতু মোহনদাসের ‘টক্সিক’ ছবিতে রুক্মিণী বসন্তর ফার্স্ট লুক দেখুন

আরও পড়ুন – অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে গেল মে মাসে

ফলো করুণ-