Friday, October 17

বিনোদন

‘ডু ইউ ওয়ানা পার্টনার’ ট্রেলার: দুই নারীর জেদ, বন্ধুত্ব ও স্বপ্নপূরণের গল্প, দেখবেন কবে এবং কোথায়

'ডু ইউ ওয়ানা পার্টনার' ট্রেলার: দুই নারীর জেদ, বন্ধুত্ব ও স্বপ্নপূরণের গল্প, দেখবেন কবে এবং কোথায়
বন্ধুত্ব আর লড়াইয়ের গল্প। তামান্না ভাটিয়া এবং ডায়না পেন্টি। ছবি- এক্স।

Tamannaah Bhatia & Diana Penty

মুক্তি পেল আসন্ন ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ (‘Do You Wanna Partner’) সিরিজের বহুল আলোচিত ট্রেলার। চর্চিত এই ট্রেলার কে ঘিরে মুক্তির পর থেকেই বইছে আলোচনার ঝড়। আধুনিক প্রজন্মের জীবনযাত্রা, বন্ধুত্ব ও ব্যবসায়িক লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই সিরিজের কাহিনি। প্রাইম ভিডিওর নতুন এই হিন্দি অরিজিনাল সিরিজের মূল আকর্ষণ হল অভিনেত্রী তামান্না ভাটিয়া ও ডায়না পেন্টির সাহসী উপস্থিতি।

ছবির গল্পে দেখা যায় দুই বন্ধু তরুণী- শিখা আর অনহিতা তাঁদের নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যায় একটি স্টার্ট আপ শুরু করতে। বছরের পর বছর ধরে সেই স্বপ্ন দেখে আসছে তারা। নিজেদের অ্যালকোহল স্টার্ট-আপকে সফল করতে তারা বদ্ধপরিকর। পুরুষতান্ত্রিক ক্রাফ্ট বিয়ার ইন্ডাস্ট্রিতে তারা প্রতিষ্ঠা করাতে চায় নিজেদের জায়গা। কিন্তু সাফল্য অর্জন করা অতটা সহজ নয়। সমাজ আঙুল তোলে, একের পর এক আসতে থাকে কঠিন বাধা। কিন্তু তারাও থেমে থাকার নয়। নিজেদের বন্ধুত্ত্বের উপর ভরসা রেখে হাসিমুখে সমস্ত প্রতিকূলতার সামনে গিয়ে দাঁড়ায়।

‘ডু ইউ ওয়ানা পার্টনার’ সিরিজে অভিনেত্রী তামান্না ভাটিয়া আর ডায়না প্যান্টির অভিনয় দর্শকের মন কেড়েছে। নারী কেন্দ্রিক এই কাহিনীতে তাদের বন্ধুত্ত্বের রসায়ন এই সিরিজকে অন্য মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে। তরুণ প্রজন্মের কাছে এই গল্প তাই অনুপ্রেরণা আর সাহসের শক্তি জোগাবে তা বলাই বাহুল্য। প্রথাগত সমস্ত সীমা ভেঙে এই সিরিজের গল্প হল আদতে নারীশক্তি, বন্ধুত্ত্ব আর স্বপ্ন দেখার গল্প। সিরিজে তমন্না আর ডায়ানার পাশাপাশি দেখা যাবে জাভেদ জাফরি, নকুল মেহতা, শ্বেতা তিওয়ারি, নীরজ কাবি, সুফি মোতিওয়ালা এবং রণবিজয় সিংহর অভিনেতাদের। সিরিজ পরিচালনা করেছেন কলিন ডি’কুনহা ও কুমার। গল্পকার নন্দিনী গুপ্ত, মিথুন গঙ্গোপাধ্যায় আর আরশ ভোরা।

আরও পড়ুন – খুব শীঘ্রই আসছে ইন্দু সিজন ৩, হইচই-তে স্ট্রিমিং শুরু কবে?

আরও পড়ুন – Raghu Dakat Song: দৈত্যাকার খড়গ হাতে ‘জয় কালী’ ধ্বনি, ‘রঘু ডাকাত’-এর প্রথম গানেই কাঁপন ধরল নেটপাড়ায়

ইতিমধ্যেই ট্রেলারের দৃশ্যপট, সংলাপ এবং মিউজিক দর্শকদের প্রসংশা পেয়েছে। আধুনিকতার আদলে তৈরি এই কমেডি-ড্রামা ঘরানার সিরিজ একদিকে যেমন ভরপুর বিনোদনে দর্শকদের মন মাতাবে তেমনি অন্যদিকে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার বার্তা বহন করবে বলে মনে করা হচ্ছে। ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ তাই কেবলমাত্র ব্যবসায়িক প্রতিযোগিতার গল্প নয়, বরং বন্ধুত্ব এবং স্বপ্ন পূরণের এক অনন্য যাত্রা। আগামী ১২ সেপ্টেম্বরে প্রাইম পর্দায় মুক্তি পাবে এই সিরিজ। যেখানে দর্শকেরা আবেগে ডুববে আর যেখানে দেখা মিলবে তামান্না ভাটিয়া ও ডায়নার বন্ধুত্ব আর লড়াই-এর পূর্ণাঙ্গ ছবি।

ফলো করুণ-