Saturday, August 30

Ditipriya Roy Birthday

২৩-এ পা দিলেন দিতিপ্রিয়া রায়, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার ‘রানিমা’কে

আজ ছিল দিতিপ্রিয়া রায়ের জন্মদিন। ২৩ বছরে পা দিলেন তিনি। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক জিতুর সঙ্গে বিতর্ক কাটিয়ে ফের স্ব-মহিমায় ছোটপর্দার ‘রানিমা’।

Share

২৩-এ পা দিতিপ্রিয়া রায়ের, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার 'রানীমা' কে
ছবি- ইন্সটাগ্রাম

২৩ পূর্ণ করল দিতিপ্রিয়া রায়। রবিবার তাঁকে অসংখ্য শুভাচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

২৩-এ পা দিতিপ্রিয়া রায়ের, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার 'রানীমা' কে
ছবি- ইন্সটাগ্রাম

কেমন কাটছে ছোটপর্দার ‘রানিমা’র শুভ জন্মদিন? জানা যাচ্ছে বিলাসবহুল রিসর্টে করা হয়েছে সব আয়োজন।

২৩-এ পা দিতিপ্রিয়া রায়ের, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার 'রানীমা' কে
ছবি- ইন্সটাগ্রাম

কাঁচের দরজা, স্বচ্ছ নীল জলের সুইমিং পুল আর তার ওপরে নীল আকাশ- এমন জায়গাতেই উদযাপিত হচ্ছে তার জন্মদিন।

২৩-এ পা দিতিপ্রিয়া রায়ের, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার 'রানীমা' কে
ছবি- ইন্সটাগ্রাম

সদ্য বিতর্ক ছেড়ে বেরিয়ে আসতে পেরেছেন দিতিপ্রিয়া রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক জিতুর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন তিনি সম্প্রতি।

২৩-এ পা দিতিপ্রিয়া রায়ের, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার 'রানীমা' কে
ছবি- ইন্সটাগ্রাম

গত সোমবার নায়িকা জানিয়েছিলেন তাকে নানা রকম আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন ধারাবাহিকের নায়ক আর্য।

২৩-এ পা দিতিপ্রিয়া রায়ের, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার 'রানীমা' কে
ছবি- ইন্সটাগ্রাম

খবর প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় ওঠে জিতুর বিরুদ্ধে। তবে জিতুও থেমে থাকেননি। দিয়েছেন তাঁর জবাব।

২৩-এ পা দিতিপ্রিয়া রায়ের, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার 'রানীমা' কে
ছবি- ইন্সটাগ্রাম

দিতিপ্রিয়ার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে আত্মপক্ষ সমর্থন করেন জিতু। তারপর থেকেই দু ভাগে ভাগ হয়ে যায় টলিউড থেকে তাঁদের অনুরাগীরা।

২৩-এ পা দিতিপ্রিয়া রায়ের, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার 'রানীমা' কে
ছবি- ইন্সটাগ্রাম

তবে আপাতত মনোমালিন্যের অবসান ঘটিয়ে শুটিং সেটে ফিরে এসেছেন অভিনেতা-অভিনেত্রী। শুক্রবার একটি ফেসবুকে পোস্ট করে দিতিপ্রিয়া এ কথা জানান।

২৩-এ পা দিতিপ্রিয়া রায়ের, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার 'রানীমা' কে
ছবি- ইন্সটাগ্রাম

ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা বাদ দিয়ে ধারাবাহিকের শুটিংয়ে যেকোনো প্রভাব পড়বে না, সে কথা জানিয়ে দিয়েছেন দুজনেই।

২৩-এ পা দিতিপ্রিয়া রায়ের, জন্মদিনে ছবিতে দেখুন ছোটপর্দার 'রানীমা' কে
ছবি- ইন্সটাগ্রাম

তবে যাই হোক, সমস্যা কাটিয়ে উঠে ২৩-এর শুভ জন্মদিনে দিতিপ্রিয়া যে নিশ্চিন্তে এবং আনন্দে সময় কাটাচ্ছেন তা তাঁর ইন্সটাগ্রাম স্টোরি থেকেই বোঝা যাচ্ছে।