‘মুখোশ মানুষ’ তলবিন্দর সিং ও দিশা পাটানি
প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের দিন থেকেই। সেখানে একসঙ্গে হাত ধরে দেখা গিয়েছিল দুজনকে। এবার সেই প্রেমকেই একরকম সিলমোহর দিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি এবং পাঞ্জাবি গায়ক ‘মুখোশ মানুষ’ তলবিন্দর সিং। কোনরকম লুকোচুরি না করেই লোলাপালুজাতে একটি অনুষ্ঠানে এবার ধরা দিলেন তাঁরা। অনুষ্ঠানের পর দুজনকে দেখা গেল একই গাড়িতে করে ফিরতে। তবে কি এভাবেই প্রেমে সিলমোহর দিচ্ছেন তাঁরা? মত নেটিজেনদের একাংশের।
২০২২ সালে টাইগার শ্রফের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন দিশা। নূপুর শ্যাননের রিসেপশনে দুজনকে দেখা গিয়েছিল একসঙ্গে। এমনকি, বিয়ের আসরে দিশার ‘বেস্ট ফ্রেন্ড’ মৌনী রায়ের সঙ্গে তালবিন্দরে একটি ভিডিও ভাইরালও হয়। ভিডিওতে দেখা গিয়েছিল, ছবিশিকারীদের ক্যামেরার ঝলকানি থেকে ‘মুখোশ মানুষ’ তলবিন্দরকে বাঁচাতে মরিয়া হয়ে ছুটছেন মৌনী রায়! উপরন্তু, বিয়ের ককটেল পার্টিতেও মৌনীর স্বামীর সূরয নাম্বিয়ারের সঙ্গে খোশমেজাজে গল্প করতেও দেখা গিয়েছিল দিশা পাটানি এবং তলবিন্দরকে।
তবে, লোলাপালুজাতে পাঞ্জাবি গায়কের সঙ্গে দিশার রসায়ন যেন সবকিছুকে ছাড়িয়ে গেল। লোলাপালুজার কনসার্ট-এর ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তলবিন্দরের হাত ধরে অনুষ্ঠানে নির্দ্ধিধায় প্রবেশ করছেন দিশা পাটানি। পরস্পরের সঙ্গে কথপোকথনে ডুবে আছেন তাঁরা। তাঁদের এই অকপট আচরণ ক্যামেরাবন্দি হওয়া মাত্রই ভাইরাল হয়েছে নেটভুবনে। অনেকেই মনে করছেন এভাবেই দুজনের সম্পর্কে সিলমোহর বসাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন – প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর গান গাইবেন না সুরের জাদুকর অরিজিৎ সিং
আরও পড়ুন – সারা আলি খানকে নিয়ে ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া


