Disclaimer
যদি আমাদের ওয়েবসাইট cbulletin.com সম্পর্কিত কোনো প্রশ্ন, পরামর্শ বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয়, অনুগ্রহ করে যোগাযোগ করুন: editor@cbulletin.com
ওয়েবসাইটে (https://cbulletin.com/) প্রকাশিত সব ধরনের তথ্য কেবলমাত্র সাধারণ তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রকাশ করা হয়। আমরা সর্বদা সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করার চেষ্টা করি, তবে এখানে প্রকাশিত কনটেন্টের সম্পূর্ণতা, নির্ভুলতা বা নির্ভরযোগ্যতা সম্পর্কে আমরা কোনো প্রকার গ্যারান্টি প্রদান করি না।
আপনি এই ওয়েবসাইটে প্রদত্ত তথ্য ব্যবহার করে যেকোনো পদক্ষেপ নিলে, তার দায়ভার সম্পূর্ণরূপে আপনার নিজের। cbulletin.com ওয়েবসাইট ব্যবহার থেকে সরাসরি বা পরোক্ষভাবে সৃষ্ট কোনো ক্ষতি, লোকসান বা সমস্যার জন্য দায়ী থাকবে না।
External Links Disclaimer
cbulletin.com ওয়েবসাইটে আমরা মাঝে অন্য ওয়েবসাইটের লিঙ্ক যোগ করে থাকি। আমরা সর্বদা মানসম্মত, উপযোগী ও বিশ্বস্ত সাইটে লিংক দেওয়ার চেষ্টা করি। তবে এই বাহ্যিক ওয়েবসাইটগুলোর কনটেন্ট, সঠিকতা বা কার্যক্রমের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
কোনো লিংক যুক্ত করা মানে এই নয় যে আমরা ঐ সাইটগুলোর সমস্ত কনটেন্ট অনুমোদন বা সমর্থন করছি। এছাড়া ঐ সাইটগুলোর কনটেন্ট পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তিত হতে পারে।
Privacy Policy and Terms & Conditions
আমাদের ওয়েবসাইট থেকে আপনি অন্য সাইটে প্রবেশ করলে মনে রাখবেন, সেখানে আলাদা Privacy Policy এবং Terms & Conditions প্রযোজ্য হতে পারে। এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই কোনো তথ্য প্রদান বা অনলাইন লেনদেন করার আগে ঐ সাইটের “Privacy Policy” এবং “Terms of Service” ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Consent
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে, আপনি এই Disclaimer গ্রহণ করছেন এবং এর সমস্ত শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন।
Update
cbulletin.com যেকোনো সময় এই দায়ভার অস্বীকৃতি (Disclaimer) পরিবর্তন, সংশোধন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত সংস্করণ এই পাতায় প্রকাশিত হওয়ার সাথে সাথেই কার্যকর হবে।

