Tuesday, December 23

বিনোদন

‘অ্যানিম্যাল’, ‘কান্তারা’-কে টপকে সেরা দশে ‘ধুরন্ধর’

গত রবিবার, আদিত্য ধর পরিচালিত এই ছবি সানি দেওলের ‘গদর ২’ (৫২৫ কোটি) এবং শাহরুখ খানের ‘পাঠান’ (৫৪৩ কোটি টাকা)-এর আজীবন আয়কে ছাড়িয়ে গেছে।
'অ্যানিম্যাল', 'কান্তারা'-কে টপকে সেরা দশে 'ধুরন্ধর'
'ধুরন্ধর' সিনেমার একটি দৃশ্য। ছবি- সংগৃহীত।

সেরা দশে ধুরন্ধর

ব্যাহত ‘ধুরন্ধর’ ম্যাজিক। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর বক্সঅফিসে একের পর এক রেকর্ড গড়ছে এই ছবি। এবার আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ঢুকে পড়ল আয়ের নিরিখে ভারতের সর্বকালের সেরা ১০টি সিনেমার তালিকায় (ইন্ডিয়া নেট)। সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ সিনেমাকে পেছনে ফেলে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ এবার উঠে এল তালিকার দশম স্থানে। এতদিন এই তালিকার দশম স্থানে ছিল ‘অ্যানিম্যাল’। অন্যদিকে ঋষভ শেটির ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’কে ছাড়িয়ে ২০২৫ সালের বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে ‘ধুরন্ধর’।

ভারতে বক্সঅফিস কালেকশনের নিরিখে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর সর্বকালীন আয় ছিল ৫৫৩ কোটি টাকা। ট্রেড ট্রাক্যার স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে গত রবিবার পর্যন্ত প্রথম ১৭ দিনের শেষে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ আয় করেছে ৫৫৫.৭৫ কোটি টাকা। ফলে, দেশীয় আয়ের ভিত্তিতে সর্বকালের সেরা ১০টি ছবির তালিকার ১০ম স্থান থেকে সরে যেতে হল ‘অ্যানিম্যাল’কে। সে জায়গায় এল রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন অভিনীত ‘ধুরন্ধর’। গত রবিবার, আদিত্য ধর পরিচালিত এই ছবি সানি দেওলের ‘গদর ২’ (৫২৫ কোটি) এবং শাহরুখ খানের ‘পাঠান’ (৫৪৩ কোটি টাকা)-এর আজীবন আয়কে ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন – প্রকাশ্যে ‘টক্সিক’ ছবিতে কিয়ারা আদভানির ফার্স্ট লুক

ভারতে সর্বকালের সেরা উপার্জনকারী ১০টি ছবির তালিকার শীর্ষে রয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রুল- পার্ট ২’। ভারতে এই ছবির আজীবন বক্সঅফিস কালেকশন প্রায় ১২৩৪ কোটি টাকা। ১০৩০ কোটি টাকা আয় করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাস অভিনীত ‘বাহুবলী ২’।

সেরা ১০টি সিনেমার র‍্যাঙ্কিং

১. ‘পুষ্পা: দ্য রুল পার্ট ২’ – ১২৩৪.১ কোটি টাকা
২. ‘বাহুবলী ২’ – ১০৩০.৪২ কোটি টাকা
৩. ‘কেজিএফ চ্যাপ্টার ২’ – ৮৫৯.৭ কোটি টাকা
৪. ‘আরআরআর’ – ৭৮২.২ কোটি টাকা
৫. ‘কল্কি ২৮৯৮ এডি’ – ৬৪৬.৩১ কোটি টাকা
৬. ‘জওয়ান’ – ৬৪০.২৫ কোটি টাকা
৭. ‘কান্তারা: চ্যাপ্টার ১’ – ৬২২.৪২ কোটি টাকা
৮. ‘ছাবা’ – ৬০১.৫৪ কোটি টাকা
৯. ‘স্ত্রী ২’ – ৫৯৭.৯৯ কোটি টাকা
১০. ‘ধুরন্ধর’ – ৫৫৫.৭৫ কোটি টাকা

অন্যদিকে ২০২৫ সালের বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশনে ‘কান্তারা’র ৮৫২ কোটিকে পেছনে ফেলে দিয়েছে ‘ধুরন্ধর’। ২০২৫ সালে বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকার গন্ডি পেরোতে পেরেছে বলিউডের মাত্র তিনটি ছবি – ‘ধুরন্ধর’, ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এবং ‘ছাবা’।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিটি হল একটি হাইঅক্টেন অ্যাকশন প্যাকড স্পাই থ্রিলার। এই সিনেমায় রণবীর সিং ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, অক্ষয় খান্না, সারা অর্জুন এবং রাকেশ বেদীর মত তারকারা। ছবির নির্মাতাদের মতে, সব ঠিক থাকলে ২০২৬-এর  ১৯ মার্চ মুক্তি পাবে এই ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’।

 

তথ্যসূত্র- সংবাদমাধ্যম

আরও পড়ুন – ফিরে দেখা: ২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমা

আরও পড়ুন – ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা?

 

ফলো করুণ-