Monday, December 29

বিনোদন

১০০০ কোটির গণ্ডি পেরিয়ে ‘ধুরন্ধর’-এর লক্ষ্য এখন ‘কল্কি’ আর ‘পাঠান’

ইতিমধ্যেই ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ এবং ঋষভ শেটির ‘কান্তারা চ্যাপ্টার ১’-কে পিছনে ফেলে মাত্র ২১ দিনেই মাইলস্টোন গড়েছে এই ছবি।
১০০০ কোটির গণ্ডি পেরিয়ে 'ধুরন্ধর'-এর লক্ষ্য এখন 'কল্কি' আর 'পাঠান'
১০০০ কোটির মাইলফলক। ছবি- ইনস্টাগ্রাম।

১০০০ কোটির গণ্ডি পেরিয়ে ‘ধুরন্ধর’

ণবীর সিংয়ের কেরিয়ারে নতুন ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’। চলতি বছর ৫ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে আদিত্য ধরের এই ব্লকবাস্টার ছবি। মুক্তির মাত্র তিন সপ্তাহের মাথায় বিশ্বব্যাপী ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘ধুরন্ধর’। একই সঙ্গে ভেঙেছে একাধিক ছবির রেকর্ড। বলিউডে ‘ধুরন্ধর’ই হয়ে উঠেছে একমাত্র সিনেমা যেটি কোনো খান ছাড়াই ১০০০ কোটির গন্ডি পার করতে পেরেছে।

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ এবং ঋষভ শেটির ‘কান্তারা চ্যাপ্টার ১’-কে পিছনে ফেলে মাত্র ২১ দিনেই মাইলস্টোন গড়েছে এই ছবি। বিশ্বব্যাপী ‘ছাবা’ সর্বকালীন আয় করেছিল ৮০৭.৯১ কোটি টাকা এবং ‘ কান্তারা চ্যাপ্টার ১’ ৮৫১.৮৯ কোটি টাকা। গত কয়েক সপ্তাহ ধরে দর্শকমহলে তুমুল জনপ্রিয় হয়েছে সিনেমাটি। জিও স্টুডিওর রিপোর্ট অনুসারে ২১ দিনে ধুরন্ধর দেশে ৬৫০ কোটিরও বেশি ব্যবসা করেছে এবং গোটা বিশ্বে ১০০০ কোটির গন্ডি পার করেছে। যদিও স্যাকনিল্ক এর রিপোর্ট অনুসারে ২২ দিনের শেষে শুক্রবার রাত পর্যন্ত ধুরন্ধর ভারতে প্রায় ৬৪৭.৫ কোটি টাকা আয় করেছে (গ্রস ৭৭৭ কোটি টাকা) এবং বিশ্বব্যাপী প্রায় ১০০২ কোটি টাকা সংগ্রহ করেছে। সেই হিসাবে, রণবীর সিং, অক্ষয় খান্না অভিনীত ধুরন্ধর শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’-এর ৬৪০ কোটি টাকার রেকর্ডকে অতিক্রম করে ভারতে সর্বোচ্চ আয়কারী বলিউড ছবি হয়ে উঠেছে।

চতুর্থ সপ্তাহে এসে ধুরন্ধর-এর গতি কিছুটা কমে গেলেও মনে করা হচ্ছে অচিরেই এই ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র ১০৪২ কোটি টাকা এবং ‘পাঠান’-এর ১০৫৬ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, নানা আইনি জটিলতা, বিতর্ক সত্ত্বেও গত ৫ই ডিসেম্বর প্রেক্ষাগৃহ মুক্তি পায় ধুরন্ধর। এরপর থেকেই জনপ্রিয়তার কেন্দ্রে চলে আসে এই ছবি। বিদেশেও এই ছবির সাড়া মিলেছে চোখে পড়ার মত। ছবিটির সাফল্যের পিছনে বড়ো ভূমিকা নিয়েছে নির্মাণ কৌশল, অভিনয় এবং প্লট। রণবীর সিংয়ের পাশাপাশি অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর মধবন সহ একাধিক তারকার অনবদ্য অভিনয় ছবির সাফল্যে অবদান রেখেছে। নির্মাতাদের মতে, সব ঠিক থাকলে আগামী বছর ১৯ মার্চ মুক্তি পাবে ধুরন্ধর-এর দ্বিতীয় চ্যাপ্টার।

 

আরও পড়ুন – ‘প্রলয়’-এর স্মৃতি উস্কে দিল রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’

ফলো করুণ-