Sunday, December 21

বিনোদন

‘ধুরন্ধর’ অক্ষয় খান্নার হিপ-হপ এন্ট্রি, ফ্লিপারাচির FA9LA ট্র্যাকে মজে গোটা দেশ

ভক্তদের কেউ কেউ FA9LA গানে অক্ষয় খান্নার হিপ-হপ এন্ট্রি মুহূর্তটি ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের ‘জামাল কুদু’ গানের সঙ্গে সরাসরি তুলনা করেছেন। তাঁদের বক্তব্য, এটাই অক্ষয় খান্নার ‘জামাল কুদু’ মুহূর্ত।
'ধুরন্ধর' অক্ষয় খান্নার হিপ-হপ এন্ট্রি, ফ্লিপারাচির FA9LA ট্র্যাকে মজে গোটা গোটা দেশ
FA9LA ট্র্যাকে অক্ষয় খান্নার হিপ-হপ এন্ট্রি

‘ধুরন্ধর’-এ অক্ষয় খান্নার হিপ-হপ এন্ট্রি

ভিনি, ভিডি, ভিসি। ল্যাটিন ভাষায় এই কথাটির তাৎপর্য হল- এলেন, দেখলেন আর জয় করলেন। কথাটি অক্ষরে অক্ষরে প্রযোজ্য ধুরন্ধর ছবিতে অক্ষয় খান্নার ক্ষেত্রে। আদিত্য ধর পরিচালিত এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই রণবীরের পাশাপাশি তাঁকে নিয়েও নেটদুনিয়া সরগরম ছিল। গুঞ্জন তৈরি হচ্ছিল, গ্যাংস্টার এবং রাজনীতিবিদ ‘রেহমান ডাকাইত’-এর ভূমিকায় ছবিতে তিনি কতটা দূর্ধর্ষ হয়ে উঠবেন। অবশেষে ৫ ডিসেম্বর ধুরন্ধর মুক্তি পাওয়ার পর বোঝা গেল তিনি অক্ষয় খান্না, বলিউডের নতুন ‘জামাল কুদু’।বছরে যিনি দু-একবারই আসেন, এবং যখন আসেন, ভক্তদের মন আবেগের জোয়ারে ভরিয়ে দিয়ে যান।

ধুরন্ধর ছবির যে ক’টি দৃশ্য দর্শকদের মন জয় করেছে তার মধ্যে বাহরাইনের র‍্যাপ ট্রাক ‘এফএ৯এলএ’ (FA9LA)-তে অক্ষয় খান্নার হিপ-হপ এন্ট্রি দৃশ্যটি অন্যতম। যার চর্চায় বর্তমানে মসগুল হয়ে আছে গোটা সমাজমাধ্যম। শুধু তাই নয়, তাঁর এই সিগনেচার স্টাইল সম্প্রতি নকল করেছেন সাইনা নেহয়ালের মত সেলিব্রিটিরাও। সম্প্রতি এক্স হ্যান্ডেলে তারই একটি অফিসিয়াল ক্লিপ শেয়ার করেছেন ছবির নির্মাতারা। কালো পোশাকে চোখে সানগ্লাস, মুখে স্মিত হাসি আর ডান হাতে ‘সেলাম’ ঠুকে গাড়ি থেকে নামছেন তিনি। চারিদিকে ধুধূ বালুকারাশি প্রান্তর। করাচি বা বেলুচিস্তানের কোন মরুদেশের স্থানীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তিনি। গানের খালিজি হিপ-হপ তালের সঙ্গে তাঁর মুখের অভিব্যক্তি এবং শরীরী ভাষা এই দৃশ্যে অন্য মাত্রা যোগ করেছে।

যে গানের তালে ‘রেহমান ডাকাইত’-এর ভূমিকায় তিনি নাটকীয় এন্ট্রি নিয়েছেন, তার নাম হল FA9LA। আরবি ভাষার এই শব্দটির অর্থ হল ‘ফান টাইম ‘বা ‘পার্টি’। গেয়েছেন গালফ-ভিত্তিক হিপ-হপ শিল্পী ফ্লিপারাচি। ২০২৪ সালে প্রথম এই গানটি প্রকাশ পেয়েছিল।তবে ধুরন্ধর-এর সৌজন্যে গানটি এখন জনপ্রিয়তার শীর্ষে।

ভক্তদের কেউ কেউ FA9LA গানে অক্ষয় খান্নার হিপ-হপ এন্ট্রি মুহূর্তটি ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের ‘জামাল কুদু’ গানের সঙ্গে সরাসরি তুলনা করেছেন। তাঁদের বক্তব্য, এটাই অক্ষয় খান্নার ‘জামাল কুদু’ মুহূর্ত। ‘ফিল্মি জ্ঞান’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ‘ধুরন্ধর’ ছবিতে ‘উজের বালোচ’-এর চরিত্রে অভিনয় করা দানিশ পান্ডে বলেছেন, ‘অক্ষয় খান্নার এই নাচের জন্য কোন কোরিওগ্রাফ করা হয়নি। তিনি নিজেই সবকিছু করেছিলেন। কোরিওগ্রাফ চলাকালীন অক্ষয় স্যার আদিত্যকে জিজ্ঞাসা করেছিলেন ‘আমি কি নাচতে পারি?’ আদিত্য তখন বলেন, ‘তুমি যা চাও তাই কর।’ সবাই তখন নাচছিল, সবার দিকে অক্ষয় একবার তাকায়, এবং তারপর সে নিজেই নাচতে শুরু করে। তাই দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম।’ রণবীর সিংও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘তাহলে এটাই হল সিনেমার সেই ট্র্যাক, ফ্লিপারাচি।’

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ছবিটি একটি স্পাই অ্যাকশন থ্রিলার। ছবিতে রণবীর সিং একজন ভারতীয় এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তাঁর এই অভিযান। তাঁর সিক্রেট এই মিশনের পরিচালনায় আছেন ভারতীয় গোয়েন্দা বিভাগের প্রধান অজিত সান্যাল। ছবিতে অন্যান্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, এবং রাজ অর্জুনের কন্যা সারা অর্জুন। ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, চতুর্থ দিনের শেষে ধুরন্ধর আনুমানিক ১২৬ কোটি টাকা আয় করেছে।

আরও পড়ুন – ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি নেটফ্লিক্স-এর দখলে গেলে কি কি হতে পারে?

ফলো করুণ-