Friday, October 17

বিনোদন

Dhumketu vs War 2: ‘ওয়ার ২’ এর চাপে কোণঠাসা ‘ধূমকেতু’? ১৪ অগাস্ট টক্কর দেবে কে?

Dhumketu vs War 2: 'ওয়ার ২' এর চাপে কোণঠাসা 'ধূমকেতু'? ১৪ অগাস্ট টক্কর দেবে কে?
'ধূমকেতু' বনাম 'ওয়ার ২'। ছবি- এক্স।

Dhumketu vs War 2

০২৫সালের ১৪ আগস্ট থিয়েটারে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’। একইদিনে বড় পর্দায় আসছে বিগ বাজেটের হিন্দি ছবি ‘ওয়ার ২’। এই দুই ছবিকে ঘিরে দর্শকমহলে উন্মাদনা এখন তুঙ্গে। তবে, পেক্ষাগৃহে শো পাওয়া নিয়ে ইতিমধ্যে দুই ছবি ঘিরে শুরু হয়েছে ঠেলাঠেলি। বরাবরের মত এবারেও সিনেমা হলে ব্রাত্য কম বাজেটের বাংলা ছবি। মেগাবাজেটের হিন্দি ছবির দাপটে একরকম কোণঠাসা হওয়ার মত অবস্থা বাংলা ছবির। অবস্থা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে, শেষে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির প্রযোজক-পরিচালকদের।

একই দিনে বাংলা এবং হিন্দি ছবি মুক্তি পেলে, সিনেমা হলে শো পাওয়া নিয়ে রীতিমত সমস্যার মুখে পড়তে হয় বাংলা ছবিকে। এই ট্রেন্ড চলছে বেশ কয়েক বছর ধরে। ব্যবসায় লাভের মুখ দেখতে রাজ্যের সিঙ্গলস্ক্রিনগুলি মুম্বইয়ের প্রযোজনা সংস্থার চাপের কাছে একরকম বাধ্য হয়েই মাথা নত করতে হয়। বাংলা ছবি বাদ দিয়ে দিনের মধ্যে চারটি শোয়েই হিন্দি ছবি চালাতে হয়। এমনকি হিন্দি ছবির গুঁতোয় মাঝপথে বন্ধ করে দেওয়া হয় বাংলা ছবির সব শো। হিন্দি ছবির রোজগার ভালো। তাই ইচ্ছে থাকলেও বাংলা ছবি চালাতে পারেন না তারা।

Dhumketu vs War 2: 'ওয়ার ২' এর চাপে কোণঠাসা 'ধূমকেতু'? ১৪ অগাস্ট টক্কর দেবে কে?
দেব, শুভশ্রী, ঋত্বিক এবং কিয়ারা। ছবি- এক্স।

এই পরিপ্রেক্ষিতেই গতকাল টলিউডের প্রযোজক-পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠকে যোগ দেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা এবং প্রযোজক সংস্থার মালিকরা। বৈঠকে তাঁরা মন্ত্রীর সামনে তাদের সমস্ত ক্ষোভ উগরে দেন। বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে প্রাইম টাইমেও চলবে বাংলা ছবি। রাজ্যের কোন পেক্ষাগৃহ বাংলা ছবি চালাতে অস্বীকার করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। এটাও বলা হয়, যদি কোন বাংলা ছবি ভালো ব্যবসা করতে না পারে তাহলে সেই ছবির শো বন্ধ করে দেওয়ার অধিকার থাকবে সম্পূর্ণভাবে হল মালিকের কাছে। বৈঠক থেকে বেরিয়ে টলিউডের তারকারা বৈঠককে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন।

আরও পড়ুন – Mahavatar Narsimha: ভারতীয় অ্যানিমেশন ছবির জগতে মাইলফলক ‘মহাবতার নরসিংহ’, ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে

বাংলা ছবির পক্ষে এই সিদ্ধান্ত অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। বাংলা ভাষার জন্য এটি আরও গুরুত্বপূর্ণ। পেক্ষাগৃহে বাংলা ছবির প্রত্যাবর্তন এবং আপামর বাংলা দর্শকদের বড় পর্দায় ছবি দেখার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত উল্লেখযোগ্য ভুমিকা নেবে বলে আশা করা যায়। তবে এখানেও আছে লাখ টাকার প্রশ্ন। এবং সেটি হল দুই ছবিকে ঘিরে। দর্শকরা শেষ পর্যন্ত কাকে এবং কতটা বেছে নেবেন এবং এই ‘লড়াই’য়ে বাংলা ছবির ভাগ্যে অবশেষে কি জুটবে- এই নিয়ে রয়ে যাচ্ছে অনেক প্রশ্ন। বড় পর্দায় মুক্তির পর সেই ছবি কতখানি দর্শক মন জয় করতে পারল তার উপর ছবির সাফল্য অনেকটাই নির্ভর করবে।

Dhumketu vs War 2: ‘ধূমকেতু’ বনাম ‘ওয়ার ২’

হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ ছবিটি মুক্তি পেয়েছিল 2019 সালে। বক্স অফিসে কম ঝড় তোলেনি এই ছবি। তবে সেই ধারা বজায় রাখার প্রতিশ্রুতি নিয়ে আসছে ‘ওয়ার ২’। হৃত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি অভিনীত এই ছবি ইতিমধ্যে দর্শকদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। ভাইরাল হয়েছে কিয়ারার নতুন অবতার। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই ছবির প্রচার চলছে চুটিয়ে।

অন্যদিকে ‘ধূমকেতু’ ছবিতে ফের নতুন করে দেখা যাবে দেব-শুভশ্রী জুটিকে। এক দশক পরে তাঁরা আবার বড় পর্দায় একসাথে। সেই দিক থেকে একটা ইমোশন কাজ করছে বাংলা ছবির দর্শক এবং এই জুটির অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ট্রেন্ড এই জুটি। এই ছবি যে হাউস্ফুল হবেই তা বলার পএক্ষা রাখে না। এই সিনেমায় দেবকে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ‘ধূমকেতু’ ছবির প্রচারের সময় দেব নিজেই জানিয়েছেন, ‘এটি তার স্বপ্নের ছবি। দর্শক যদি কনটেন্ট দেখে শো দেখতে যান তাহলে হতাশ হবেন না’।

‘ধূমকেতু’র সামনে বড়ো চ্যালেঞ্জে

হিন্দি ছবির কাছে বাংলা ছবির একটি বড় সমস্যা শো টাইমিং ও স্ক্রিন সংখ্যা। একই দিনে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। উপরন্তু, ‘ওয়ার ২’ এর মতো অ্যাকশন প্যাকড, তারকাখচিত ছবি স্বাভাবিক কারনেই দর্শকদের আকৃষ্ট করতে পারে। অন্যদিকে, ‘ধূমকেতু’ হল দীর্ঘ প্রতীক্ষিত বাংলা সিনেমা- যার সাথে মিশে আছে এক দশকের আবেগ। লড়াই নিশিত। তবে টক্কর কে দেবে তা একমাত্র সময়ই বলবে।

ফলো করুণ-