ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’
ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’-এর ফাইনাল ট্রেলার। এর আগে ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছিল গত ১৪ অক্টোবর। কিংবদন্তি চিত্রপরিচালক শ্রীরাম রাঘবের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে শেষবারের জন্য অভিনয় করেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ম্যাডক ফিল্মস-এর প্রযোজনায় এই ছবি শেষমেষ মুক্তি পাচ্ছে আগামী ১ জানুয়ারি। এটাই ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম বলিউড ছবি। যদিও আগে ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে বক্সঅফিসে ‘ধুরন্ধর’-এর ঝোড়ো ইনিংসের দাপটে অবশেষে পিছিয়ে দেওয়া হয় এই ছবির মুক্তির তারিখ। ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ এক্স হ্যান্ডেলে নির্মাতাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সত্য ঘটনার উপর দাঁড়িয়েই তৈরি হয়েছে ধর্মেন্দ্রর শেষ ছবি। ছবির নেপথ্যে রয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধের ঐতিহাসিক কাহিনী। পরমবীরচক্র প্রাপ্ত ভারতের সর্বকনিষ্ঠ সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বায়োপিক হল এই ছবি। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় শহীদ হন ভারতের এই বীর সেনা। অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য তাঁকে ভারতের সর্বোচ্চ সামরিক সন্মান মরণোত্তর পরমবীর চক্রে ভূষিত করা হয়। ছবিতে অরুণ ক্ষেত্রপালের ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাকে। অগস্ত্য নন্দার পাশাপশি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত এবং বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র।
আরও পড়ুন – ‘অ্যানিম্যাল’, ‘কান্তারা’-কে টপকে সেরা দশে ‘ধুরন্ধর’
‘ইক্কিস’ ছবিতে অরুণ ক্ষেত্রপালের বাবা এবং অবসরপ্রাপ্ত একজন কর্নেলের চরিত্রে দেখা যাবে ‘বলিউডের হি-ম্যান’ ধর্মেন্দ্রকে। গত ২৪ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন ধর্মেন্দ্র। তাই তাঁর অভিনীত শেষ ছবিকে ঘিরে রয়েছে আবেগ। বড়পর্দায় তাঁকে ফের দেখার আশায় দিন গুনছেন তাঁর অনুরাগীরা। ছবির নির্মাতা ম্যাডক ফিল্মস আশা করছেন নতুন বছরে ‘ইক্কিস’ ভালো ফল করবে। ধুরন্ধর ঝড়ের মধ্যে দেশভক্তির উপর নির্মিত এই ছবি ২০২৬ সালের প্রথম বলিউড ছবি হিসেবে কেমন ফল করে সেটাই এখন দেখার।
‘ইক্কিস’ ফাইনাল ট্রেলার
আরও পড়ুন – ফিরে দেখা: ২০২৫ সালের সেরা ১০টি বলিউড সিনেমা
আরও পড়ুন – ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমা?


