Saturday, October 18

বিনোদন

Dev-Subhasree Dhumketu: হাতে হাত ধরে ফের দেব-শুভশ্রী জুটি, জমজমাট ‘ধূমকেতু’-র ট্রেলার লঞ্চ ইভেন্ট, দেখুন ছবি

Dev-Subhasree Dhumketu: হাতে হাত ধরে ফের দেব-শুভশ্রী জুটি, জমজমাট 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ ইভেন্ট, দেখুন ছবি
দেব-শুভশ্রী। ছবি- এক্স।

Dev-Subhasree Dhumketu Grand trailer Launch Event

ফের এক ফ্রেমে বন্দী দেব-শুভশ্রী জুটি। প্রায় এক দশক ধরে এই জুটির অনুরাগীরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন। কবে এই জুটিকে আবার এক মঞ্চে দেখা যাবে। সম্পর্কে চিড় ধরার পর, তাঁরা যে যার পথে চলে গিয়েছিলেন। মাঝের এই দীর্ঘ সময়ে তাদের মধ্যে তৈরি হয়েছিল অসীম দূরত্ব। একে অন্যের সঙ্গে কথা পর্যন্ত নাকি বলেননি তাঁরা। কিন্তু একেই বলে নিয়তি। দশ বছর আগের সেই ‘ধূমকেতু’ আবার তাদেরকে এক ফ্রেমে এনে হাজির দিল। অপেক্ষার অবসান ঘটিয়ে তারা হাতে হাত রেখে অনুরাগীদের সামনে ধরা দিল ‘ধূমকেতু’ ছবির প্রচারে। সোমবার এমনি এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল কলকাতার নজরুল মঞ্চ।

Dev-Subhasree Dhumketu: হাতে হাত ধরে ফের দেব-শুভশ্রী জুটি, জমজমাট 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ ইভেন্ট, দেখুন ছবি
ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট। ছবি-এক্স।

সোমবার ছিল ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট। কিন্তু মঞ্চে তাদের দেখে মনেই হল না এতদিন তারা পরপরের থেকে ‘অচেনা’ হয়ে ছিলেন। কয়েক মুহূর্তের জন্য তাদেরকে দেখে মনে হচ্ছিল এ-তো ১০ বছর আগের সেই চেনা ছন্দ। যা দেখার জন্য প্রেক্ষাগৃহ উপচে পড়ত অনুরাগীদের ভিড়ে।

Dev-Subhasree Dhumketu: হাতে হাত ধরে ফের দেব-শুভশ্রী জুটি, জমজমাট 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ ইভেন্ট, দেখুন ছবি
দেব-শুভশ্রী জুটি। ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট। ছবি-এক্স।

আজও তাই হল। কানায় কানায় ভরে গেল নজরুল মঞ্চের গ্যালারি। মঞ্চ থেকে দেব-শুভশ্রী জুটি ‘গানে গানে’ কথায়-কথায় দর্শকদের মাতালেন। হাসির ছলে উঠে এল তাদের ব্যক্তিগত জীবনেরও নানান কথা। অনুরাগীদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে উৎসাহ দিলেন তাঁরা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ উদ্দীপনায় ভাসল নজরুল মঞ্চ। এ দৃশ্য সত্যিই ছিল দেখার মত।

Dev-Subhasree Dhumketu: হাতে হাত ধরে ফের দেব-শুভশ্রী জুটি, জমজমাট 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ ইভেন্ট, দেখুন ছবি
দেব-শুভশ্রী জুটি। ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট। ছবি-এক্স।

তবে হাতে হাত রেখে ‘ধূমকেতু’ ছবির প্রচার অনুষ্ঠান মাতালেও তাদের মধ্যে যে দূরত্ব বজায় ছিল তা বোঝা যাচ্ছিল। ছবির স্বার্থেই যে তারা আবার একমঞ্চে পাশাপাশি এসেছেন, তা স্পষ্ট জানিয়ে দেন দুজনেই।

আরও পড়ুন – ‘সাইয়ারা’ ঝড়ের পর এবার কিয়ারা দাপট, ‘ওয়ার ২’ ছবিতে কিয়ারা আদভানির লুকে বুঁদ নেটপাড়া , দেখুন ছবি

Dev-Subhasree Dhumketu: হাতে হাত ধরে ফের দেব-শুভশ্রী জুটি, জমজমাট 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ ইভেন্ট, দেখুন ছবি
দেব-শুভশ্রী জুটি। ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট। ছবি-এক্স।

আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’। ছবির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির ট্রেলার এবং দুটি গান আগেই প্রকাশ পেয়েছে।

Dev-Subhasree Dhumketu: হাতে হাত ধরে ফের দেব-শুভশ্রী জুটি, জমজমাট 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ ইভেন্ট, দেখুন ছবি
দেব-শুভশ্রী জুটি। ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট। ছবি-এক্স।

নজরুল মঞ্চে ধূমকেতু গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অনুষ্ঠান শেষ হল নাচ আর গানের মধ্যে দিয়ে। ‘পরান জ্বলিয়া যায় রে’, ‘চ্যালেঞ্জ’, ‘রোমিও’ ছবির গানে ফের দেব এবং শুভশ্রী নাচলেন গানের তালে তালে।

আরও পড়ুন – মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ‘সেরা’ ছবি ‘ধূমকেতু’, টিজার থেকে গান ভাইরাল সর্বত্র

আরও পড়ুন – Shah Rukh Khan: এত ছবি থাকতে শেষে ‘জওয়ান’ ছবির জন্য কেন শাহরুখ খান জাতীয় পুরস্কার পেলেন?

Dev-Subhasree Dhumketu: হাতে হাত ধরে ফের দেব-শুভশ্রী জুটি, জমজমাট 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চ ইভেন্ট, দেখুন ছবি
দেব-শুভশ্রী জুটি। ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট। ছবি-এক্স।

সব শেষে দর্শকদের দেব-শুভশ্রী জানান, তারা দুজনেই এখন নিজেদের জীবনে ভালো আছেন। অতীতে যা কিছু ছিল তা এখন স্মৃতির আড়ালে। পরস্পরকে তারা শ্রদ্ধা করেন, ভালো চান দুজন দুজনের।

Dev-Subhasree: ‘ধূমকেতু’ গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অনুষ্ঠান

ফলো করুণ-