Monday, January 26

বিনোদন

দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবির টিকিট বুকিং শুরু, কবে মুক্তি পাচ্ছে ‘দেশু৭’?

কথামত সোমবার দেব-শুভশ্রী জুটি এদিন নতুন করে ধরা দিলেন অনুরাগীদের সামনে। ঘোষণা করলেন বড় কিছু। দুজনেরই পরনে ছিল নীল পোশাক।
দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবির টিকিট বুকিং শুরু, কবে মুক্তি পাচ্ছে 'দেশু৭'?
'দেশু৭'। আবার একসাথে বড়পর্দায়। ছবি- সংগৃহীত।

আসছে দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবি

দেব-শুভশ্রী জুটিকে নিয়ে ফের একবার উন্মাদনা শুরু হয়ে গেল। কারণ একটাই, দীর্ঘদিন পর আবার বড়পর্দায় দেখা যাবে টলিউডের এই জনপ্রিয় জুটিকে। চলতি বছরের দুর্গাপুজোয় আসছে দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবি। সেই নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সবচেয়ে বড় কথা, আগামী পুজোর এই মেগা ছবির টিকিট বুকিংও শুরু হয়ে গেছে। রয়েছে আরো চমক।

গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল দেব-শুভশ্রী জুটির ছবি ‘ ধূমকেতু’। প্রায় ১২ বছর পর এই জুটিকে বড়পর্দায় একসাথে দেখার জন্য দর্শকদের মধ্যে উন্মাদনা কম ছিল না। বহুচর্চিত সম্পর্কের মধ্যে চিড় ধরার গুঞ্জনে ‘দেশু’ অনুরাগীরা ভেবেছিলেন, আর হয়তো তাঁরা এই জুটিকে পর্দায় দেখতে পাবেন না। কিন্তু সব বিতর্ক ও অসম্ভবকে পেরিয়ে গত পুজোয় পেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কৌশিক গাঙ্গুলির ছবি ‘ ধূমকেতু। তবে তারপর আবার সব যেন কেমন স্তিমিত হয়ে যায়। দুই তারকার মধ্যে শুরু হয়ে যায় ঠান্ডা লড়াই। তারপর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। দর্শকদের মনে নতুন করে সন্দেহ তৈরি হয়, দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবি কি সত্যিই অস্তাচলে গেল। আর কি কখনও তাদেরকে দেখা যাবে স্ক্রিন শেয়ার করতে?


দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবির টিকিট বুকিং শুরু, কবে মুক্তি পাচ্ছে 'দেশু৭'?

লাইভে এলেন ‘দেশু’

 

অবশেষে সব প্রশ্নের জবাব নিয়ে ফের বড় পর্দায় হাজির হচ্ছে দেব- শুভশ্রী জুটি। এবছর দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে ‘ দেশু৭’। দেবের কেরিয়ারে এটি ৫১তম ছবি হতে চলেছে। শোনা যাচ্ছে রোম্যান্স, অ্যাকশন আর আবেগে দর্শকদের মাতিয়ে দেবে এই ছবি। নির্মাতারা দাবি করছেন, সকলের মনে স্থায়ী ছাপ ফেলে যাবে এবার এই জুটি। সবচেয়ে চমকের বিষয় হল, চলতি সপ্তাহের শুরুতে তাঁরা একসঙ্গে লাইভ আসবে বলে কথা দিয়েছিলেন। সেই কথামত সোমবার দেব-শুভশ্রী জুটি এদিন নতুন করে ধরা দিলেন অনুরাগীদের সামনে। ঘোষণা করলেন বড় কিছু। দুজনেরই পরনে ছিল নীল পোশাক।

সোমবারের একটি পেক্ষাগৃহে দর্শকাসনে বসে লাইভে এলেন এই জুটি। ফুরফুরে মেজাজে দর্শকদের সঙ্গে শেয়ার করলেন টলিউডে তাঁদের দীর্ঘ যাত্রার অভিজ্ঞতাকে। জানালেন, এই পুজোয় তাঁরা আবার আসছেন দর্শকের মন মাতাতে। ১৬ অক্টোবর, দুর্গাষষ্ঠীর দিন দেখা হবে নতুন ছবিতে। তবে ‘দেশু৭’ এর নাম কি হবে তা তাঁরা ঘোষণা করেননি। পরে নতুন ছবির মুক্তি নিয়ে দেব কিঞ্চিৎ সন্দেহ প্রকাশ করলে, শুভশ্রী পাশ থেকে দারুন ভরসা দিলেন। এ ছবি মুক্তি পাবেই। লাইভের শেষে এসে দেব-শুভশ্রী জুটি অনুরাগীদের জন্য দারুন একখানি উপহার ছুঁড়ে দিলেন। কি সেই উপহার?

বললেন, এই প্রথমবার ছবি মুক্তি পাওয়ার ১০ মাস আগে শুরু হবে ‘দেশু৭’-এর অগ্রিম টিকিট বুকিং। এখানেও রয়েছে চমক। অগ্রিম টিকিট বুকিং শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৬ থেকেই। আর ‘সোনার রঙে মোড়া’ টিকিটের মধ্যে থাকছে দেব-শুভশ্রী জুটির অটোগ্রাফ। ২০টি সিনেমা হলের মোট ২ হাজার টিকিট বিক্রি করা হবে সকাল ৭:৩০ এর শোয়ের জন্য। সিনেমা হলে প্রত্যেক দর্শকদের জন্য থাকবে বিশেষ চমক। ১৯ জানুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিট থেকে আগ্রহী দর্শকরা বুক মাই শোতে গিয়ে অ্যাডভান্স টিকিট কাটতে পারবেন।

আসলে এই জুটি তাদের আগামী ছবির সকাল ৭টা ৩০ মিনিটের শো’কে মেগা ইভেন্টে পরিণত করতে চাইছেন। তাঁদের মতে এটা বাংলা ছবির সেলিব্রেশন। আর সেই সেলিব্রেশন যে সার্থক হবে সে বিষয়ে দুজনেই বেশ আশাবাদী।

 

আরও পড়ুন – জানা গেল ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ

আরও পড়ুন – ‘বিজয়নগরের হীরে’র সন্ধানে এবার কাকাবাবু, প্রকাশ্যে ট্রেলার

ফলো করুণ-