Friday, January 9

বিনোদন

করিমুল হকের জীবনী নিয়েই দেবের ৫০তম ছবি

চলতি বছরের স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ আগস্ট পেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। বিজয় মুদগল পরিচালিত এই ছবির গোটা গল্পের কেন্দ্রে থাকবেন বাস্তব জীবনের নায়ক করিমুল হক।
করিমুল হকের জীবনী নিয়েই দেবের ৫০তম ছবি
দেবের ৫০তম ছবি। ছবি- ইনস্টাগ্রাম।

দেবের ৫০তম ছবি

নিজের কেরিয়ারের গুরুত্বপুর্ণ মাইলফলক ছোঁয়ার মুখে দেব। কারণ, চলতি বছরেই মুক্তি পাবে দেবের ৫০তম ছবি। আর সেই ছবি যাতে দর্শকমহলে স্মরণীয় হয়ে থাকে তার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন একেবারে বুঝেশুনে। গত ২৫ ডিসেম্বর ছিল টলিউড ‘মেগাস্টার’ দেবের জন্মদিন। ওইদিন ‘প্রজাপতি ২’ মুক্তি পাওয়ার সঙ্গে তিনি ঘোষণা করেছিলেন তাঁর পরবর্তী ছবির কথা। জানিয়েছিলেন, বাস্তব চরিত্রের নেপথ্যেই তৈরি হবে তাঁর ৫০তম ছবি। ‘অ্যাম্বুলেন্স দাদা’ হিসেবে খ্যাত করিমুল হকের জীবনী নিয়েই এবার তিনি ফিরবেন বড়পর্দায়। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ছবির মুক্তির তারিখ।

বছরের পয়লা দিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন ছবির একটি পোস্টার শেয়ার করে দেব লেখেন, ‘রাস্তার ধুলোয় লেখা এক নীরব বিপ্লব। বাইক অ্যাম্বুলেন্স দাদার বীরত্বপূর্ণ কাহিনীর সাক্ষী থাকুন’। চলতি বছরের স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ আগস্ট পেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। বিজয় মুদগল পরিচালিত এই ছবির গোটা গল্পের কেন্দ্রে থাকবেন বাস্তব জীবনের নায়ক করিমুল হক।

করিমুল হক ওরফে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ আদতে জলপাইগুড়ির বাসিন্দা। নিজের বাইকে চাপিয়ে এলাকার বহু দুঃস্থ মানুষজন এবং অসুস্থ রোগীকে তিনি বিনাপয়সায় পৌঁছে দেন হাসপাতালে। জলপাইগুড়ি এলাকার মানুষের কাছে তাই তিনি সাক্ষাৎ ‘দেবদূত’। মানুষের সবচেয়ে প্রয়োজনের দিনে তাঁদের পাশে থেকে তিনি হয়ে উঠেছেন উত্তরবঙ্গের ‘রবিনহুড’। সমাজসেবায় নিয়োজিত অসাধারণ এই মানুষটির জীবন কাহিনী নিয়েই দেব তাঁর আগামী ছবি বাছাই করেছেন। ভক্তরাও দেবের এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।

তবে এখানেই শেষ নয়। এই ছবিতে নাকি রয়েছে আরো চমক। শোনা যাচ্ছে, ছোটপর্দার অঙ্কিতা মল্লিককে এই ছবিতে দেবের বিপরীতে দেখা যেতে পারে। জগদ্ধাত্রী ধারাবাহিকে ‘জ্যাজ সান্যাল’-এর ভূমিকায় অভিনয় করে অঙ্কিতা যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তবে এই ছবিতে তাঁকে শেষপর্যন্ত দেখা যাবে কিনা সে নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এবং নন্দী মুভিজ এবং নিবেদন করবেন প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী এবং স্বয়ং দেব অর্থাৎ দেব অধিকারী।

 

আরও পড়ুন – ২৪,০০০% মুনাফা! ‘ধুরন্ধর’, ‘কান্তারা’কে টপকে ২০২৫ সালের সবচেয়ে বড় হিট এখন এই ছবি

আরও পড়ুন – ফিরছে রণবীর-আলিয়া জুটি! ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর এবার কি তবে হাড়হিম করা জম্বি কাহিনী?

ফলো করুণ-