Friday, October 17

বিনোদন

দুয়ার প্রথম জন্মদিন, ভালোবেসে মেয়েকে ‘বিশেষ’ কি উপহার দিলেন দীপিকা পাড়ুকোন?

দুয়ার প্রথম জন্মদিন, ভালোবেসে মেয়েকে 'বিশেষ' কি উপহার দিলেন দীপিকা পাড়ুকোন?
দুয়ার প্রথম জন্মদিনে মায়ের উপহার। ছবি- ইনস্টাগ্রাম।

Happy Birthday Dua

দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর ঘর আলো করে জন্ম নিয়েছিল তাদের প্রথম সন্তান দুয়া। সেইমত এই ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পূর্ণ হল দুয়ার জীবনের প্রথম একটি বছর। তবে এই বিশেষ দিনটিতে কোনো আড়ম্বর ছাড়াই একেবারে সাদামাটাভাবে পালন করলেন ছোট্ট দুয়ার প্রথম জন্মদিন। একান্তভাবেই পরিবারের সঙ্গে কাটালেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।

দুয়ার প্রথম জন্মদিন: মায়ের উপহার

দুয়ার জন্মদিনে কোনো বিলাসবহুল পার্টি বা চমকপ্রদ আয়োজনের পথে হাঁটেননি দীপিকা। বরং মেয়ের জন্য নিজের হাতে বানিয়েছেন একটি চকোলেট কেক। ফুল দিয়ে সাজানো টেবিলের মাঝে একটি ছোট কেক। তার ওপর একটি মোমবাতি। সমাজমাধ্যমে সেই কেকের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “আমার ভালবাসার ভাষা কি জানেন? আমার মেয়ের প্রথম জন্মদিনে কেক তৈরি করাই আমার ভালোবাসা।” অভিনেত্রীর এই স্নেহভরা পোস্ট মুহূর্তেই আবেগে ভাষায় নেটিজেনদের। শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা উপচে পড়ে তার পোস্টকে ঘিরে। অসংখ্য অনুরাগী দুয়ার প্রথম জন্মদিনে তাঁকে অফুরন্ত আশীর্বাদ আর জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন।

 

কিছুদিন আগেই দীপিকাকে একটি ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বসে থাকা একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল।, সেই ভিডিও অনলাইনে দ্রুত ভাইরাল হলে ক্ষোভ প্রকাশ করেছিলেন দীপিকা। অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলার ঘটনায় তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। তবে ভিডিওতে দেখা শিশুটি আসলে দুয়াই কিনা, সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি। দীপিকার ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন একরত্তিকে একবার দেখার জন্য।

আরও পড়ুন – ‘পুলিশ স্টেশন মে ভূত’, এবার কি তাহলে ভুতের খপ্পরে ‘ফ্যামিলি ম্যান’?

ব্যক্তিগত জীবনকে আড়াল রেখেই দীপিকা বরাবরের মতো ব্যস্ত রয়েছেন পেশাগত দিকেও। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রোহিত শেট্টি পরিচালিত ‘সিংঘম এগেন’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকায়। অন্যদিকে, ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে রণবীর সিং-এর বিপরীতে তাঁর নাম শোনা যাচ্ছে। গুঞ্জন উঠেছে, ছবিতে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের উপস্থিতিও থাকতে পারে। আবার শোনা যাচ্ছে, শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।

অভিনেত্রীর জীবনের প্রতিটি পদক্ষেপ ভক্তদের নজরে থাকে। কিন্তু এই মুহূর্তে আগ্রহের সব আলো যেন এসে পড়েছে ছোট্ট দুয়াকে ঘিরে। দুয়ার প্রথম জন্মদিন-এ মায়ের হাতের তৈরি কেকের স্বাদেই শুরু হলো তার বেড়ে ওঠার নতুন অধ্যায়। জন্মদিনে মায়ের কাছ থেকে এর থেকে বড় উপহার আর কি’ই বা হতে পারে।

ফলো করুণ-