Deepika Padukone & Meta AI
রনবীর ঘরণীর মুকুটে জুড়ল আর একটি পালক। বলিউড তারকা ও রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোনকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। অভিনয়ের বাইরে এবার তিনি জুড়ে গেলেন প্রযুক্তি জগতেও। দেশে মেটার নতুন এআই কণ্ঠস্বর হয়ে উঠছেন তিনি। বিজ্ঞাপন বা সিনেমা ছাড়াই তার কন্ঠস্বর এবার ছড়িয়ে পড়বে পৃথিবীর বিভিন্ন দেশে।
সম্প্রতি দীপিকা নিজেই ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে এই খবরটি জানিয়েছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন ‘এটা সত্যিই দারুণ অভিজ্ঞতা। এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে যুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর এখন শুধু ভারতে নয়, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও শোনা যাবে। আমার কন্ঠ শুনে সকলে জানাবেন, নতুন এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগল।’ আসলে মেটা’র এআই মডেলের জন্য ইংরাজিতে কণ্ঠ দিয়েছেন দীপিকা। তাঁর গলাতেই তাই এবার কথা বলবে মেটা। তবে এই সুবিধা এখন পাওয়া যাবে ওই ৬টি দেশেই। দীপিকার কেরিয়ারে নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভারতীয় তারকাদের মধ্যে তিনিই হলেন প্রথম, যিনি এই ভূমিকার জন্য নির্বাচিত হলেন।
View this post on Instagram
সন্তান জন্মের পর পেশাগত জীবনে কিছু শর্ত আরোপ করায় সমালোচনার মুখে পড়েছিলেন দীপিকা। জানা যায়, আট ঘণ্টার শ্যুটিং শিফ্ট নিয়ে দাবি জানানোর পর বাদ পড়েন ‘ভাঙ্গার’ ও ‘কল্কি ২৮৯৮ এ.ডি.’ ছবির মতো বড় প্রজেক্ট থেকে। সম্প্রতি নীরবতা ভেঙে বলিউডের এই ‘দ্বিচারিতা’ নিয়ে মুখও খুলেছেন তিনি।
বর্তমানে দীপিকা প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খানের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর জন্য। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকেও।