Saudi Arabia’s ‘Sleeping Prince’
চিরঘুমের দেশে তলিয়ে গেলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ আল ওয়ালিদ বিন খালিদ। গত ২০ বছর ধরে তিনি এভাবেই কোমায় আক্রান্ত ছিলেন। সেই কোমা থেকে আর কখনও তাঁকে জাগানো যায়নি। শনিবার সেই কোমার মধ্যেই মৃত্যু হল তাঁর। এত বছরের যন্ত্রণা থেকে মুক্তি নিয়ে মাত্র ৩৮ বছর বয়সে চিরশান্তির উদ্দেশ্যে পাড়ি দিলেন আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ।
সৌদি রাজ পরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজপুত্রের মৃত্যুর খবর দেন। সমাজমাধ্যমে পোস্ট করা মর্মস্পর্শী সেই বার্তায় তিনি লেখেন, ‘আল্লাহর ইচ্ছা ও ভাগ্যের ওপর বিশ্বাস রেখে, গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় ছেলে প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদের মৃত্যুর খবর জানাচ্ছি। আজ তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন।’
{يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ، ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً، فَادْخُلِي فِي عِبَادِي، وَادْخُلِي جَنَّتِي}
بقلوب مؤمنة بقضاء الله وقدره وببالغ الحزن والأسى ننعى إبننا الغالي
الأمير الوليد بن خالد بن طلال بن عبدالعزيز آل سعود رحمه الله
الذي انتقل… pic.twitter.com/QQBbMWGOOG— خالد بن طلال بن عبد العزيز ( أبو الوليد ) (@allah_cure_dede) July 19, 2025
খবরে প্রকাশ, তাঁর বয়স যখন মাত্র 18, সেইসময় সৌদির যুবরাজ ওয়ালিদ রিয়াধে মর্মান্তিক একটি পথ দুর্ঘটনার সন্মুখীন হন। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কোনরকমে প্রাণটুকু বাঁচলেও, মস্তিষ্কে জোরালো আঘাত লাগার কারণে কোমায় চলে যান। এরপর দীর্ঘ কুড়ি বছর হাজার চেষ্টা করেও তাকে সুস্থ করে তোলা যায়নি। চিকিৎসার সব প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা। তবে আর সবাই আশা ছেড়ে দিলেও ওয়ালিদের বাবা নিরাশ হননি। তিনি ভেবেছিলেন ওয়ালিদ হয়তো এক দিন ঠিক সুস্থ হয়ে উঠবে। সেই কারণে তিনি তাঁর কাছ থেকে কখনো লাইফ সাপোর্ট খুলতে দেননি।
আরও পড়ুন – শারদীয়া দুর্গোৎসবকে ঘিরে সমাজমাধ্যমে ভুয়ো পোস্ট, গুজবে কান দিতে বারণ করল কলকাতা পুলিশ
রবিবার, ২০ জুলাই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ‘ঘুমন্ত রাজপুত্র’ ওয়ালিদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।
আরও পড়ুন – ‘ভারতের প্রথম সারমেয় চিত্রশিল্পী’ হিসেবে পেয়েছে তকমা, তার আঁকা ছবিতে এককথায় মুগ্ধ গোটা সমাজমাধ্যম