অস্কারের দৌড়ে ‘দশাবতার’
নীরজ ঘাওয়নের ‘হোমবাউন্ড’-এর পর ৯৮তম অস্কারের দৌড়ে আর এক ভারতীয় ছবি। ২০২৬ সালের অস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হল এবার পূর্ণদৈর্ঘ্যের একটি আঞ্চলিক ছবি। ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী মারাঠি চলচিত্র ‘দশাবতার’ কাঙ্খিত সেই তালিকায় স্থান পেয়েছে। সুবোধ খানোলকার পরিচালিত এই ছবি প্রথম মারাঠি চলচিত্র হিসাবে অস্কারের দৌড়ে এই মাইলফলক অর্জন করতে পেরেছে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সুবোধ খানোলকার এই খবর প্রকাশ্যে এনেছেন। সেখানে তিনি তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘দশাবতার এখন অ্যাকাডেমি স্ক্রিনিং রুমে লাইভ। ধন্যবাদ!’ একটি দীর্ঘ, আবেগঘন স্টোরিতে তিনি আরো লিখেছেন, ‘কঠোর পরিশ্রম, সততা এবং বড় স্বপ্ন দেখা সবসময়ই জরুরি…প্রয়োজন শুধু কাজের প্রতি নিষ্ঠা, কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং ব্যর্থতার পর পুনরায় উঠে দাঁড়ানোর দৃঢ় সংকল্প এবং বিশ্বাসী মানুষদের অটুট সমর্থন!’
প্রথমবারের জন্য মারাঠি চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে পেরে পরিচালকের বক্তব্য, ‘দশাবতার’ অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মূল প্রতিযোগিতায় (মেইন ওপেন ফিল্ম ক্যাটাগরি – প্রতিদ্বন্দ্বিতার তালিকা) নির্বাচিত হয়েছে। গত কয়েক বছর ধরে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, তা শেষপর্যন্ত সার্থক হয়েছে। তবে ‘দশাবতার’ নির্বাচিত হওয়ার কারণেই আমার এই সন্তুষ্টি নয়। বরং এই কারণে যে আমাদের মারাঠি চলচ্চিত্র বিশ্ব মঞ্চে নিজেদের জায়গা করে নিতে পেরেছে…’দশাবতার’ সম্ভবত মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত প্রথম মারাঠি চলচ্চিত্র। হাজার হাজার চলচ্চিত্রের মধ্যে থেকে নির্বাচিত ১৫০টিরও বেশি চলচ্চিত্রের মধ্যে এটিই একমাত্র মারাঠি চলচ্চিত্র। এবং এটিই প্রথম মারাঠি চলচ্চিত্র যা অ্যাকাডেমি স্ক্রিনিং রুমে প্রদর্শিত হবে!’
খানোলকারের ‘দশাবতার’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দিলীপ প্রভাবলকর, প্রিয়দর্শিনী ইন্দালকর, অভিনয় বের্দে, মহেশ মঞ্জেরেকর, সিদ্ধার্থ মেনন এবং ভারত যাদব সহ একাধিক তারকা। ছবিতে বর্ষীয়ান অভিনেতা দিলীপ প্রভাবলকরের অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। মহারাষ্ট্রের কোঙ্কন অঞ্চলে একজন বৃদ্ধ দশাবতার লোকনাট্য শিল্পীর জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে এই ছবি। ছবিতে ‘বাবুলি মিস্ত্রি’র চরিত্রে অভিনয় করেছেন দিলীপ প্রভাবকর। পৌরাণিক কাহিনীর পেক্ষাপটে বাস্তবের প্রেম, বিশ্বাস, ত্যাগ, দ্বন্দ্ব এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে ছবিতে। যেখানে ঐতিহ্য এবং শিল্পকলার জ্ঞান জীবনের কঠিন সময়ে পথ দেখাতে সাহায্য করেছে।
বর্তমানে ‘দশাবতার’ জি৫ ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ রয়েছে। ‘হোমবাউন্ড’ এর পর এই মারাঠি ছবির সংক্ষিপ্ত তালিকাভুক্ত হওয়া নিঃসন্দেহে একটি গর্বের মুহূর্ত। বিশ্বমঞ্চে ভারতীয় আঞ্চলিক ছবির ইতিহাসে যা একটি মাইলফলক হিসেবে লেখা থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


