What Happens After Death
জন্ম এবং মৃত্যু হল জীবনের সবথেকে জটিল আর রহস্যময় অধ্যায়। বিজ্ঞানের যুগে এই রহস্যের উদঘাটন আজও সম্ভব হয়নি। মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কি করে, পুনরায় সে পৃথিবীতে ফিরে আসে কিনা, এই নিয়ে রয়ে গেছে অনেক বিতর্ক। তবে কিছু মানুষের দাবি করেন যে, তারা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। মৃত্যুর ঠিক পরেই তারা তাদের নিজেদের নিথর দেহকে নিজের চোখে চাক্ষুষ করেছেন। এই অভিজ্ঞতার সত্যতা নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও, কোনো কোনো সময় ঘটনার বিবরণ আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করায়। ঠিক যেমনটা ঘটেছিল পাম রোনাল্ডসের ক্ষেত্রে।
পাম রোনাল্ডস হলেন একজন মার্কিন গীতিকার এবং গায়িকা। ১৯৯১ সালে রোনাল্ডসের মস্তিষ্কে একটি বিরল অস্ত্রোপচারের সময় প্রায় ১ ঘণ্টার জন্য তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ বলে ঘোষণা করা হয়। তার মানে, আক্ষরিক অর্থে ওই ১ ঘন্টায় তিনি ছিলেন মৃত। অস্ত্রোপচারের পরে যখন তার জ্ঞান ফিরে আসে এবং তারপর তিনি যা বর্ণনা করেছিলেন, তা মোটেও সাধারণ ছিল না।
জ্ঞান ফিরে আসার পর পাম জানান, অস্ত্রোপচারের সময় তিনি সম্পূর্ণ সচেতন অবস্থায় ছিলেন এবং অপারেশন থিয়েটারে ঘটা সমস্ত ঘটনা তিনি নিজের চোখে চাক্ষুষ করেছেন। তিনি দাবি করেছিলেন, সেসময় তিনি তার শরীরের ওপর ভেসে ছিলেন এবং নিজের শরীরকে উপর থেকে শুয়ে থাকতে দেখেছেন। ওই ১ ঘন্টায় অপারেশন রুমে ডাক্তাররা যা কথাবার্তা বলেছেন তা তিনি সব শুনেছেন। এমনকি, অপারেশন চলাকালীন তাঁরা কি আলোচনা করেছিলেন বা কি যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন, পাম হুবহু তা বলে দিয়েছিলেন।
আরও পড়ুন – মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ‘সেরা’ ছবি ‘ধূমকেতু’, টিজার থেকে গান ভাইরাল সর্বত্র
পাম বর্ণনা করেছেন, ওই সময় তিনি একটি উজ্জ্বল আলোর সন্মুখীন হয়েছিলেন। সেই আলোর দিকে ক্রমশ যখন তিনি এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার মৃত আত্মীয়দেরকে দেখতে পেয়েছিলেন। তারা তাকে হাতছানি ডাকছিল। পাম পরে বলেন, ঠিক এইসময়, একটি রহস্যময় ছায়া তাকে পেছন থেকে তাকে বারবার ফিরে আসতে নির্দেশ দিচ্ছিল। তখন তিনি তার মৃত আত্মীয়দের ডাক উপেক্ষা করে তার শরীরে ফিরে আসেন।
বলা বাহুল্য, পাম রোনাল্ডসের এই বর্ণনা অস্ত্রোপচার করা সমস্ত চিকিৎসকদেরকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়েছিল। পুরোপুরি অজ্ঞান থাকা অবস্থায় একটি মানুষ কিভাবে অপারেশন থিয়েটার এবং সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত বলতে পারে, তার কোনো ব্যাখ্যা তাঁরা খুঁজে পাননি।
পাম রোনাল্ডসের মস্তিষ্কে সেসময় অস্ত্রোপচার করার প্রয়োজন হয়েছিল তার কারণ হল অ্যানুইরিজম নামের একটি জটিল রোগ। এই রোগে মস্তিষ্কের রক্তনালীর কোন একটি দুর্বল জায়গা বেলুনের মত ফুলে ওঠে। যা ফেটে গেলে মারাত্মক বিপদের কারণ হয়ে উঠতে পারে। এই জটিল রোগের অস্ত্রোপচার করার সময় পামের শরীরের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে কমিয়ে আনা হয়েছিল। হৃৎপিণ্ড থেকে রক্ত অপসারণ করে সাময়িকভাবে তার কার্যকারিতা বন্ধ করেও দেওয়া হয়েছিল। চিকিৎসার ভাষায় যাকে বলে ‘হাইপোথার্মিক কার্ডিয়াক অ্যারেস্ট’।
পাম রোনাল্ডসের এই অভিজ্ঞতা ‘নিকট মৃত্যু অভিজ্ঞতা’ (Near-Death Experience)-কে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। বিতর্ক শুরু হয় আত্মার অস্তিত্ব নিয়ে। এই ঘটনার পেছনে বিজ্ঞান নানা কারণ দেখালেও, অনেকে মনে করেন এই ঘটনা মৃত্যু-পরবর্তী জীবনের হদিস দিতে পেরেছিল।
আরও পড়ুন – Drinking Alcohol: এক মাস ধরে শুধুই বিয়ার, না খেয়েছেন খাবার, না জল, শেষে কি পরিণতি হল দেখুন
তথ্যসূত্র- নিউজ ১৮