Thursday, October 16

বিনোদন

পান্না সবুজ রঙের স্ট্র্যাপলেস গাউনে কৃতির লুক দেখুন

গাউনের প্রতিটি ভাঁজ যেন বয়ে গেছে মোলায়েম তরঙ্গ। যেন পিগলিত রেশম থেমে গেছে এক মুহূর্তের জন্য আলো ছায়ার খেলায়।
পান্না সবুজ রঙের স্ট্র্যাপলেস গাউনে কৃতির লুক দেখুন
৭০তম ফিল্ম ফেয়ার আওয়ার্ডস-এ কৃতি শ্যানন। ছবি- ইনস্টাগ্রাম।

কৃতি শ্যানন লুক

৭০তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর রেড কার্পেটকে চোখ ধাঁধানো সিনেম্যাটিক উৎসব বললেও কম বলা হয়! পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরুখ খান, করণ জোহর এবং মণীশ পল। তবে এবারের অনুষ্ঠানে শুধু পুরস্কার নয়, গ্ল্যামার আর ফ্যাশন লুকে মঞ্চ মাতিয়েছেন একের পর এক বলিউড তারকারা। তবে তার মধ্যে বিশেষকরে নজর কেড়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। অফ-শোল্ডার ও করসেট-ইনস্পায়ার্ড গাউনে ঢেউ তুলেছেন রেড কার্পেটে। কৃতির সেই লুক নিয়ে রইল বিস্তারিত-


পান্না সবুজ রঙের স্ট্র্যাপলেস গাউনে কৃতির লুক

কৃতি শ্যানন

 

রেড কার্পেটে কৃতি শ্যাননের লুক ছিল একেবারে রাজকীয় ভঙ্গিমায় মোড়া। অমিত আগরওয়ালের তৈরি পান্না-সবুজ রঙের কুত্যুর গাউনে তিনি ছড়িয়ে দিলেন আভিজাত্য আর রূপের ছটা। স্টাইলিস্ট সুকৃতি গ্রোভারের হাত ধরে কৃতির এই ফিউচারিস্টিক অথচ এলিগ্যান্ট লুক মুগ্ধ করেছে সবাইকে। আধুনিক নকশা আর রাজকীয় আবেদনে তিনি হয়ে উঠেছেন অনবদ্য।


পান্না সবুজ রঙের স্ট্র্যাপলেস গাউনে কৃতির লুক

রেড কার্পেটে কৃতি

 

পান্না সবুজ রঙের এই স্ট্র্যাপলেস গাউনে আছে আভিজাত্য ও শিল্পের এক নিখুঁত মেলবন্ধন। গাউনের টপে ছিল মাইক্রো বিডেড করসেট বডিস, যা কৃতিকে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছে। করসেটের সূক্ষ্ম কারুকার্য ধীরে ধীরে মিলিয়ে গেছে মেশ ফ্যাব্রিকের তরলতায়, যা নিপুণভাবে হাতে ফ্লুট করা হয়েছে।


পান্না সবুজ রঙের স্ট্র্যাপলেস গাউনে কৃতির লুক

নজরে কৃতির ড্রেস

 

গাউনের প্রতিটি ভাঁজ যেন বয়ে গেছে মোলায়েম তরঙ্গ। যেন পিগলিত রেশম থেমে গেছে এক মুহূর্তের জন্য আলো ছায়ার খেলায়। গড়ে তুলেছে গঠন আর সৌন্দর্যের এক অলৌকিক ভারসাম্য। সেই তরল নকশা কৃতির উপস্থিতিকে করেছে আরও প্রাণবন্ত, আরও অনন্য।


পান্না সবুজ রঙের স্ট্র্যাপলেস গাউনে কৃতির লুক

সূক্ষ্ম ফেব্রিকের কাজে অনবদ্য কৃতির গাউন

 

গাউনের স্থাপত্যশিল্প ও গভীর পান্না-সবুজ রঙ কৃতির ত্বকে এনে দিয়েছে স্বপ্নময় দীপ্তি। সূক্ষ্ম ফেব্রিকের কারুকার্য নিয়ে এসেছে ভবিষ্যতমুখী স্পর্শ, যা কৃতিকে পরিণত করেছে আভিজাত্য আর উদ্ভাবনের এক জীবন্ত প্রতীক হিসেবে।


পান্না সবুজ রঙের স্ট্র্যাপলেস গাউনে কৃতির লুক

অলঙ্কারে মিনিমাল লুক

 

এই আউটফিটের সঙ্গে কৃতির অলঙ্কার ব্যবহারে রয়েছে সংযমের ছোঁয়া। গলায় সর্পিলাকার সবুজ হীরের চোকার, সঙ্গে কয়েকটি রিং, যা তার লুকে এনে দিয়েছে রাজকীয় কিন্তু পরিমিত আভা।


পান্না সবুজ রঙের স্ট্র্যাপলেস গাউনে কৃতির লুক

সঙ্গে মানানসই মেকআপ

 

কৃতির মেকআপেও ছিল কোমল উজ্জ্বলতা। নরম ম্যাট স্কিন, হালকা ব্রোঞ্জ কনট্যুর, চকচকে ন্যুড লিপস্টিক আর চোখে সবুজ ছায়ার গভীর টান। প্রতিটি ছোঁয়া যেন মিলেমিশে তৈরি করেছে এক নিখুঁত ভারসাম্য, যেখানে কৃতির আত্মবিশ্বাসই হল আসল অলঙ্কার।


পান্না সবুজ রঙের স্ট্র্যাপলেস গাউনে কৃতির লুক

আধুনিকতা আর ভবিষ্যতের প্রতিচ্ছবি

 

সব মিলিয়ে রেড কার্পেটে কৃতির লুক ছিল আধুনিক শিল্পের প্রতিচ্ছবি। অ্যাভাঁ-গার্দ কুত্যুর আর ক্লাসিক সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধন। কৃতির একসময়কার ‘গার্ল নেক্সট ডোর’-এর সহজ সরল ইমেজ আজ বদলে গেছে উচ্চ ফ্যাশনের পরিশীলনে। কৃতি শ্যানন যেন ধীরে ধীরে নিজেকেই গড়ে তুলেছেন রুচি, সাহস আর নান্দনিকতার নিখুঁত মিশেলে।

সব ছবি- ইনস্টাগ্রাম

ফলো করুণ-