বিনোদন

পৃথিবীর দিকে ছুটে আসা গ্রহাণু খন্ড-বিখণ্ড হয়ে ছিটকে পড়েছে বারাণসী, আফ্রিকা ও অ্যান্টার্কটিকায়। শতাব্দীর পর শতাব্দী জুড়ে ঘটে যাওয়া সময়ের সমুদ্রে ডুব মেরেছেন রাজমৌলি।

আশিকার এই উপস্থিতি ছিল এক কথায় মন্ত্রমুগ্ধকর। একদিকে দেবকন্যার মত নিঃশব্দ রূপ, অন্যদিকে সমসাময়িক গ্ল্যামারের তীক্ষ্ণ দ্যুতি।

রাজমৌলির ‘গ্লোবট্রটার’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার মন্দাকিনী অবতার দেখে রীতিমত চমকে গিয়েছেন তাঁর ভক্তরা। হলুদ শাড়িতে দুহাতে বন্দুক ধরে হলিউডি কায়দায় গুলি ছুঁড়ছেন তিনি।

কিন্তু ব্যাপারটা আরো রহস্যময় হয়ে ওঠে তার পরেই। কিছু একটা মেসেজ পাঠিয়ে ঋতাভরী সাথে সাথে সেটি ডিলিট ফর এভরিওয়ান করে দেন।

এর আগেও অব্যক্ত, শ্রীমতী, গুলদস্তার মত ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন পরিচালক অর্জুন দত্ত। আর ডিপ ফ্রিজ তো জাতীয় সন্মান এনে দিল তার ঘরে।

একসময় দর্শকদের মুখে মুখে ঘুরত তাঁর আইকনিক ডায়ালগ ‘ডোন্ট অ্যাংরি মি’। ছবিতে পুলিশ অফিসার বিক্রম রাঠোরের চরিত্রে অক্ষয় কুমারের সংলাপ এবং অভিনয় তখন রীতিমত বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল।