প্রকাশ্যে বর্ডার ২ সিনেমার নতুন পোস্টার
টিজার আসার আগে প্রকাশ্যে এল বর্ডার ২ সিনেমার পাওয়ার প্যাকড পোস্টার। ১৯৯৭ সালের মূল বর্ডার সিনেমার সিক্যুয়েল ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ক্রমাগত উত্তেজনা বাড়ছে। অনুরাগীরা প্রতি মুহূর্তে চোখ রাখছেন ছবির আপডেট নিয়ে। গত মঙ্গলবারই সামনে এসেছে ছবিতে অভিনেতা সুনীল শেট্টির ছেলে আহান শেট্টির প্রথম লুক। সৈনিকের পোশাকে রক্তাক্ত অবস্থায় হাতে বন্দুক নিয়ে হুংকার ছাড়ছেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে। আর আজ শুক্রবার অভিনেতা বরুণ ধাওয়ান প্রকাশ করলেন এই ছবির আর একটি নতুন পোস্টার।
ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করার সাথে ধওয়ান ক্যাপশনে লিখেছেন, ‘বিজয় দিবসের জোশ, ১৯৭১ সালের যুদ্ধ জয়লাভের স্মৃতি, এবং এবছরের সবচেয়ে গ্র্যান্ড টিজার লঞ্চ- সব একসাথে।’
পোস্টারে সারিবদ্ধভাবে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং সুনীল শেঠির ছেলে আহন শেঠিকে ভারতীয় সেনার শৌর্য এবং বীর্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
বর্ডার ২ সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ সিং, যিনি এর আগে দর্শককে কেশরী (২০১৯), পাঞ্জাব ১৯৮৪ (২০১৪), জাট অ্যান্ড জুলিয়েট (২০১২)-এর মতো ছবি উপহার দিয়েছেন। ছবিটির প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জেপি দত্ত এবং নিধি দত্ত।
উল্লেখ্য, ১৯৯৭ সালের বর্ডার ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমির উপর দাঁড়িয়ে নির্মিত হয়েছিল। ছবিতে সানি দেওল মেজর কুলদীপ সিং চাঁদিপুরীর ভূমিকায় অভিনয় করেছিলেন। অন্যান্য গুরুত্বপুর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, অক্ষয় খান্না, টাবু, রাখি, পুনিত ইসার, সুদেশ বেরি, কুলভূষণ খারবান্দা, পূজা ভট্ট এবং শর্বণী মুখার্জিকে।
বর্ডার ২ সিনেমাতেও সানি দেওলকে মেজর কুলদীপ সিং চাঁদপুরীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তবে এবার তাঁর সেনাদলে যোগ দিয়েছেন নতুন সদস্যরা। ‘যুদ্ধের ময়দানে’ খেলা যে জমবে বর্ডার ২ এর নতুন পোস্টার তার ইঙ্গিত দিচ্ছে। বরুণ, দিলজিৎ, এবং আহান শেট্টির পাশাপাশি এই ছবিতে দেখা যাবে মোনা সিং, সোনাম বাজওয়া এবং মেধা রানার মত একগুচ্ছ তারকাকে।
পোস্টার অনুযায়ী, বর্ডার ২ এর টিজার মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’-এর দিন। শোনা যাচ্ছে ২০২৬ এর
প্রজাতন্ত্র দিবসের আগে, ২৩ জানুয়ারী, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেশভক্তির এই জয়গাথা।
FAQ: বর্ডার ২ সিনেমা প্রসঙ্গে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী–
- বর্ডার ২ সিনেমাতে মুখ্য ভূমিকায় কে কে অভিনয় করেছেন?
-বর্ডার ২ ছবিতে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং সুনীল শেঠির ছেলে আহন শেঠিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। - বর্ডার ২ সিনেমার টিজার মুক্তি পাবে কবে?
-বর্ডার ২ এর টিজার মুক্তি পাবে ১৬ ডিসেম্বর ২০২৫ ‘বিজয় দিবস’-এর দিন দুপুর ১টা ৩০ মিনিটে। - বর্ডার ২ সিনেমার রিলিজ ডেট কবে?
-২০২৬ এর ২৩ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন – বাস কন্ডাক্টর থেকে ভারতীয় সিনেমার মেগাস্টার, কিভাবে হয়েছিল মহাতারকা রজনীকান্তের উত্থান?
আরও পড়ুন – দেখুন ‘ধুরন্ধর’ খ্যাত সারা অর্জুনের ১০টি ভাইরাল লুক


