Friday, October 17

বিনোদন

‘Avatar: Fire and Ash’ Trailer: মুক্তি পেল ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির অফিসিয়াল ট্রেলার

Avatar 3 Official Trailer: দেখুন জেমস ক্যামেরনের 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ' ছবির অফিসিয়াল ট্রেলার
মুক্তি পেল 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ' ছবির অফিসিয়াল ট্রেলার

Avatar: Fire and Ash

বশেষে অনলাইনে মুক্তি পেল জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির রোমহর্ষক ট্রেলার। ডিজনির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।

এই ট্রেলারে জেমস ক্যামেরন উপস্থাপন করেছেন এক অনন্য প্যান্ডোরাকে। প্যান্ডোরার যে জগৎকে এর আগে দর্শকরা কখনো দেখেনি। ট্রেলারে জ্যাক সলি (স্যাম ওয়ার্থিংটন) এবং তার পরিবারকে মেটাকিয়ানা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে দেখা গেছে দুর্ধর্ষ ভারাং-এর (ওনা চ্যাপলিন) বিরুদ্ধে। এদিকে ভারাং এর সঙ্গে জোট বেঁধেছে কর্নেল মাইলস কোয়ারিচ (স্টিফেন ল্যাং)।

প্যান্ডোরার জলে বসবাস করা মেটাকিয়ানা গোষ্ঠীর সঙ্গে দর্শকদের প্রথম পরিচয় হয়েছিল ‘অবতার’ ফ্রাঞ্চাইজির দ্বিতীয় অধ্যায়, ‘দ্য ওয়ে অফ ওয়াটার’ (The Way of Water) ছবিতে। অন্যদিকে, ভারাংকে দেখানো হয়েছে ম্যাংকওয়ান বা অ্যাশ জনজাতি (Ash People) নামে এক আগ্নেয়গিরিময় অঞ্চলে বসবাসকারী নাভি জনজাতির যোদ্ধা নেত্রী হিসেবে। আগুনের রাজ্যই তার বসবাস। কঠোর প্রকৃতির এবং প্রতিহিংসাপরায়ণ ভ্যারাং হলেন প্যান্ডোরার অগ্নিতপ্ত মাটিতে বেড়ে ওঠা হিংস্র নাভি জনজাতির প্রতিনিধি। মেটাকিয়ানা গোষ্ঠীর সম্পূর্ণ বিপরীতে এই জনজাতিকে ফুটিয়ে তোলা হয়েছে।

ট্রেলারে দেখানো হয়েছে, অতিমানবী এই ভারাং-এর কাছে আগুনকে নিয়ন্ত্রণ করার মত এক ভয়ংকর শক্তি রয়েছে। এই শক্তির সাহায্যে সে প্যান্ডোরার অপরুপ সৌন্দর্যে ভরা প্রকৃতিকে জ্বালিয়ে দিতে চায়। ধুলোয় মিশিয়ে দিতে চায় প্যান্ডোরার ঐতিহ্যকে। প্রতিশোধ আর ক্ষোভের আগুনে সে গ্রাস করতে চায় শস্য-শ্যামলা প্যান্ডোরাকে। ট্রেলারের শেষের দিকে এক নাটকীয় মুহূর্তে কিরির (সিগর্নি ওয়েভার) প্রতি ভারাংকে বলতে শোনা যায়, ‘এখানে তোমাদের দেবীর কোনো আধিপত্য নেই।’

আরও পড়ুন – What Happens After Death: ১ ঘণ্টার ‘সাময়িক মৃত্যু’, সেসময় নিজেই দেখলেন নিজের প্রাণহীন শরীরকে

Watch ‘Avatar: Fire and Ash’ Trailer

২০০৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘অবতার’। মুক্তির পরেই এই ছবি বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবি। ২০২২ সালে এই ছবির প্রথম সিক্যুয়েল, ‘দ্য ওয়ে অফ ওয়াটার’ মুক্তি পায় এবং অচিরেই তা হয়ে ওঠে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবি। ১৯ ডিসেম্বর ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ (Avatar: Fire and Ash) মুক্তি পাওয়ার আগে তাই নতুন করে দানা বাঁধতে শুরু করেছে যে, এবার এই ছবি পেক্ষাগৃহে কত কোটি টাকা ঘরে তুলবে।

আরও পড়ুন – মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ‘সেরা’ ছবি ‘ধূমকেতু’, টিজার থেকে গান ভাইরাল সর্বত্র

ফলো করুণ-