Avatar 3 Trailer
প্রতীক্ষার অবসান। অবশেষে আজ মুক্তি পেল জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার এন্ড অ্যাশ’ ছবির অফিসিয়াল ট্রেলার। তবে এখানেও চমক আছে। বিষয় হল, এই ট্রেলার এখন চাইলেই আপনি মোবাইল খুলে দেখতে পারবেন না। অর্থাৎ অনলাইনে এই ছবির অফিসিয়াল ট্রেলার এখনই লঞ্চ হচ্ছে না। তবে কিভাবে এবং কোথায় দেখা যাবে ‘অবতার’ ফ্রাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ের ট্রেলার? আসুন জেনে নেওয়া যাক।
আসল ব্যাপার হল, এই ছবির অফিসিয়াল ট্রেলার আজ মুক্তি পেলেও সেটি আপাতত দেখা যাবে কেবলমাত্র বড়পর্দায়। কারণ এই ছবির ট্রেলার আজ অনলাইনে রিলিজ করা হয়নি। মার্ভেল ইউনিভার্সের নতুন সিনেমা ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ (The Fantastic Four: First Steps) বিশ্বজুড়ে আজই মুক্তি পেয়েছে পেক্ষাগৃহে। আর এই ছবির সঙ্গেই এখন দেখানো হচ্ছে অবতার সিরিজের তৃতীয় অধ্যায়ের ট্রেলার। থিয়েটারে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর’ মুভি শুরু হওয়ার আগে দেখানো হচ্ছে ট্রেলারটি। ঠিক যেমন সিনেমা শুরুর আগে টিজার দেখানো হতো। তাই আপনি যদি মার্ভেলের নতুন সিনেমাটি দেখার জন্য টিকিট কাটেন, তবেই আপনি এই বিলিয়ন ডলার সায়েন্স ফিকশন ছবিটির এক ঝলক দেখার সুযোগ পাবেন।
আরও পড়ুন – Avatar 3 Official Trailer: দেখুন জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির অফিসিয়াল ট্রেলার
আরও পড়ুন – সাইয়ারা ছবির সাফল্যের কারণ কি? ‘আশিকি ২’ এর ধাঁচে ছবি তৈরি করেই কি বাজিমাত করলেন মোহিত সুরি?
জানা যাচ্ছে, ‘অবতার’ ছবির এই চ্যাপ্টারে নতুন কিছু আনতে চেয়েছেন পরিচালক জেমস ক্যামেরন। ‘অ্যাশ জনজাতি’ (Ash People) নামের এক দুর্ধর্ষ নাভি গোষ্ঠীর আগমন হচ্ছে এবার এই ছবিতে। প্রতিশোধের আগুনে জ্বলছে তারা। জ্যাক সল্লি ও তার পরিবারের ওপর নেমে আসছে ভয়ংকর বিপদের সংকেত। অবতার ফ্রাঞ্চাইজির দ্বিতীয় অধ্যায়, ‘দ্য ওয়েভ অফ ওয়াটার’-এর ধারাবাহিকতায় এই ছবিতে ফুটে উঠেছে আরো গভীর এবং সংকটময় চিত্র। অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য, আগুনের শক্তি আর দুর্নিবার সংঘাতকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে ছবির থ্রিডি দৃশ্যগুলি।
Just revealed at #D23Brasil. New concept art for Avatar: Fire & Ash.
See Pandora like never before, in theaters December 19, 2025.
Illustrated by Steve Messing pic.twitter.com/WGF0vZ1BuJ
— Avatar (@officialavatar) November 9, 2024
অনলাইনে এই ছবির ট্রেলার কবে মুক্তি পাবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে আগামী ২৮ জুলাই ইউটিউবে আসতে পারে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার। তবে তার আগে ট্রেলার দেখার একমাত্র উপায় হলো সিনেমা হলে গিয়ে মার্ভেল মুভির টিকিট কেটে ফেলা। ‘অবতার ৩: ফায়ার এন্ড অ্যাশ’ (Avatar 3: Fire and Ash) ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে এবছরের ১৯ ডিসেম্বর (Avatar 3 Release Date)।
উল্লেখ্য, আজ অবতার: ফায়ার এন্ড অ্যাশ ছবির ট্রেলার থিয়েটারে মুক্তি পাওয়ার পরপরই এটি লিক হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও ‘কপিরাইট লঙ্ঘনের’ জন্য সেটি কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়ে দেওয়া হয় ভিডিওটি।